বাংলা আবাস যোজনায় দুর্নীতি, ৬৪০ জনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল প্রশাসন

মানুষকে বাড়ি তৈরিতে সহায়তা করার জন্য বাংলা আবাস যোজনা (Bangla awas yojana)। টাকা পাঠিয়েও শান্তি নেই সরকারের। ৬০,০০০ টাকার প্রথম কিস্তি ব্যবহার করতে ব্যর্থ বেশ কিছু সংখ্যক সুবিধাভোগী। স্থানীয় প্রশাসনিক কর্মকর্তারা একটি পরিদর্শনের সময় এই বিষয়টি তুলে ধরেন। আর তাতেই রেগে আগুন সরকার। নিতে বাধ্য হল বড় পদক্ষেপ।

কর্মকর্তারা অবাক হয়ে দেখেছেন যে আর্থিক সহায়তা স্থানান্তরিত হওয়া সত্ত্বেও, নির্মাণ কাজ শুরু হয়নি। পরিদর্শনকালে, তাঁরা নির্মাণ প্রক্রিয়ায় বিলম্বের কারণ সম্পর্কে জিজ্ঞাসা করেছেন। কিন্তু সদুত্তর আসেনি।

READ MORE:  রাজ্যের সরকারি কর্মীদের জন্য নবান্নের বড় ঘোষণা, ফেব্রুয়ারি মাসে একটানা ৪ দিন ছুটি

বিলম্বের সুনির্দিষ্ট কারণগুলি প্রকাশ করা না হলেও, প্রশাসনিক কর্মকর্তারা অবিলম্বে নির্মাণ কাজ শুরু করার গুরুত্বের উপর জোর দিয়েছেন। পরিদর্শনের পর, স্থানীয় কর্তৃপক্ষ সমস্ত সুবিধাভোগীদের নির্মাণ কাজ শুরু করার নির্দেশ দিয়েছে। তা না করা হলে বড় চাপে পরবর্তীতে ভুগতে হতে পারে সুবিধাভোগীদের, এমনই আশঙ্কা করা হচ্ছে।

জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পঞ্চায়েত সমিতি এলাকায়, উল্লেখযোগ্য সংখ্যক সুবিধাভোগী – মোট ৫,৩৬৪ জন – তাদের বাড়ি তৈরি শুরু করার জন্য তহবিল ব্যবহার করছিলেন না। এর মধ্যে ৬৪০ জন ৬০,০০০ টাকার প্রথম কিস্তি পাওয়ার পরেও এখনও নির্মাণ শুরু করেননি।

READ MORE:  SBI Recruitment 2025: প্রায় ৩০০ শূন্যপদে নিয়োগ, চাকরিপ্রার্থীদের জন্য SBI-তে কাজ করার দুর্দান্ত সুযোগ | State Bank Of India Recruitment

এই সমস্যা সমাধানের জন্য, ঘাটাল পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামলী সর্দার এবং সহ-সভাপতি বিকাশ কর, গ্রাম পঞ্চায়েতের প্রশাসনিক কর্মকর্তাদের সাথে এলাকা পরিদর্শন করেছেন। আজবনগর ১ অঞ্চলের আনন্দপুরের পাশাপাশি মোহনপুর অঞ্চলের ধরমপুর ও রানীর বাজার এলাকার বাড়িগুলি পরিদর্শন করা হয়েছে।

তাহলে, এলাকাগুলি পরিদর্শন করার পর নির্মাণ শুরু করার এই প্রশাসনিক নির্দেশ কতটা শুনবেন সুবিধাভোগীরা? আশা করা হচ্ছে যে এই পদক্ষেপ সুবিধাভোগীদের তাঁদের বাড়ি তৈরি শুরু করতে এবং প্রদত্ত আর্থিক সহায়তার সর্বাধিক সুবিধা নিতে উৎসাহিত করবে।

READ MORE:  Home Loan: RBI-র সিদ্ধান্তের পর হোম লোন অনেকটাই সস্তা করল SBI, PNB সহ ৪ ব্যাঙ্ক! দেখুন লেটেস্ট রেট | SBI, PNB And 4 Banks Cut Off Home Loan Interest Rates
Scroll to Top