প্রীতি পোদ্দার, কলকাতা: চৈত্র পড়তে না পড়তে মাথা ফাটা গরম শুরু হয়েছে চারিদিকে। দোলযাত্রার পরেই চড়চড়িয়ে বেড়েছে তাপমাত্রা। রীতিমত গলদঘর্ম অবস্থা সকলের। কোথাও কোথাও সামান্য বৃষ্টি হলেও,গরম একদমই কমছে না। সকালের দিকে সামান্য মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই বাড়ছে গরম (Weather Update)। নাজেহাল পরিস্থিতি। এখনই এমন খেলা দেখাচ্ছে গরম, আর তো দিন পরেই রইল। তবে এবার বৃষ্টি নিয়ে সোয়েটার বার্তা দিল আলিপুর আবহাওয়া দফতর।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
ফাল্গুনের পাঠ চুকে গেলেও আবহাওয়া নিয়ে খুব একটা স্বস্তিতে নেই রাজ্যবাসী। এদিকে হাওয়া অফিসের তরফে ফের ঘূর্ণাবর্ত এর অশনি সংকেত এর কথা জানা গিয়েছে। আসাম, হরিয়ানা এবং মধ্যপ্রদেশ রয়েছে তিনটি ঘূর্ণাবর্ত। অক্ষরেখা রয়েছে মধ্যপ্রদেশের ঘূর্ণাবর্ত থেকে মারাঠাওয়াড়া পর্যন্ত। অন্য অক্ষরেখাটি কর্ণাটক ও তামিলনাড়ু উপকূল এলাকায়। জানা গিয়েছে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ফের ঢুকতে চলেছে। আগামী ১৯ মার্চ উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় ঢুকবে পশ্চিমী ঝঞ্ঝা। একনজরে দেখে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ মঙ্গলবার, কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে। রোদের তাপও বেশ প্রখর থাকবে। পাশাপাশি তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে। বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং পুরুলিয়া এই ছয় জেলাতে তাপপ্রবাহ। তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হতে পারে। স্বাভাবিকের তুলনায় ৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি তাপমাত্রা উঠতে পারে। তবে বিকেলের দিকে দু-এক জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে বুধবার থেকে আবহাওয়া সম্পূর্ণ বদলে যাবে।
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
আগামীকালও উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত পার্বত্য এলাকায় বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা। বাকি সব জেলায় আবহাওয়া একপ্রকার শুষ্কই থাকতে পারে। শিলিগুড়ি ও সংলগ্ন এলাকার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৯ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু আগামীকাল থেকে সর্বোচ্চ তাপমাত্রা ২-৩ ডিগ্রি বাড়তে পারে।