Vivo V50 Lite 4G Camera: ৫০ মেগাপিক্সেল ক্যামেরা সহ Vivo V50 Lite (4G) লঞ্চ হল, ১৬ জিবি র‌্যাম সহ পাবেন ৬৫০০mAh ব্যাটারি | Vivo V50 Lite 4G Launched

ভিভো বাজারে নিয়ে এল নতুন স্মার্টফোন Vivo V50 Lite (4G)। আপাতত তুরস্কে লঞ্চ হয়েছে এই ফোনটি। এর দাম রাখা হয়েছে ৫০ হাজার টাকার কম। নতুন এই ভিভো ডিভাইসে আছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা ও ৬৫০০ এমএএইচ ব্যাটারি‌। এর সাথে Vivo V50 Lite (4G) স্মার্টফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে ও স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। আসুন এর দাম ও স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Vivo V50 Lite (4G) এর দাম ও উপলব্ধতা

ভিভো ভি৫০ লাইট (৪জি) একটি স্টোরেজ ভ্যারিয়েন্টে এসেছে – ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ। ডিভাইসটি ব্ল্যাক এবং গোল্ড এই দুটি রঙে পাওয়া যাবে। তুরস্কে এর দাম রাখা হয়েছে প্রায় ৪৭,৩০০ টাকা। এটি ভারত সহ অন্যান্য বাজারে কবে লঞ্চ হবে তা এখনও জানা যায়নি।

READ MORE:  ফ্রন্ট ক্যামেরা ছাড়াই অভিনব ফোন আনছে Samsung, তাহলে সেলফি উঠবে কীভাবে?

Vivo V50 Lite (4G) এর ফিচার ও স্পেসিফিকেশন

ভিভো ভি৫০ লাইট (৪জি) ফোনে ৬.৭৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১৮০০ নিটস পিক ব্রাইটনেস লেভেল সাপোর্ট করে। এটি ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সহ পাওয়া যাবে। এছাড়াও এতে রয়েছে ৮ জিবি ভার্চুয়াল র‌্যাম, যা ফোনের মোট র‌্যাম বাড়িয়ে ১৬ জিবি করবে। পারফরম্যান্সের জন্য ফোনটি স্ন্যাপড্রাগন ৬৮৫ চিপসেট দ্বারা চালিত।

READ MORE:  ২২ মিনিটে ফুল চার্জ, বড় ব্যাটারি ও ফাস্ট চার্জিং সাপোর্টের সেরা ৬ স্মার্টফোন দেখে নিন

ফটোগ্রাফির জন্য Vivo V50 Lite (4G) ডিভাইসে অরা লাইট রিং এলইডি ফ্ল্যাশ সহ ডুয়েল ক্যামেরা সেটআপ বর্তমান। এরমধ্যে আছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি লেন্স এবং ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। সেলফির জন্য ডিভাইসে ৩২-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এই হ্যান্ডসেটে দেওয়া হয়েছে ৬৫০০ এমএএইচ ব্যাটারি যা ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

READ MORE:  2029 সাল পর্যন্ত পাওয়া যাবে সফটওয়্যার আপডেট, সুখবর দিল এই স্মার্টফোন ব্র্যান্ড

বায়োমেট্রিক সিকিউরিটির জন্য ফোনে ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপস্থিত। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ফানটাচ ওএস ১৫ কাস্টম স্কিনে চলে। ভিভোর এই লেটেস্ট ফোনে মিলিটারি গ্রেডের MIL-STD-810H রেটিং আছে। উপরন্তু, এটি IP65 ধুলো এবং জল প্রতিরোধী রেটিং সহ লঞ্চ হয়েছে।

Scroll to Top