লঞ্চ হওয়ার আগেই ফাঁস হল Vivo V50e-র ডিজাইন, বাজার কাঁপাতে আসছে এপ্রিলেই | Vivo V50e Design Leaked India

Vivo V সিরিজ চমৎকার ক্যামেরা এবং নজরকাড়া ডিজাইনের জন্য পরিচিত। এই লাইনআপের লেটেস্ট মডেল হিসাবে ভারতে আসছে Vivo V50e। ফোনটি এপ্রিলেই আনুষ্ঠানিকভাবে লঞ্চ হবে বলে জল্পনা শোনা যাচ্ছে। এটি মূলত গত মাসে ভারতে লঞ্চ হওয়া V50 ফোনটির সস্তা ভার্সন হবে। বিভিন্ন সূত্র থেকে Vivo V50e-এর দামের রেঞ্জ সহ নানা তথ্য প্রকাশ হয়েছে। আর এখন একটি নতুন রিপোর্ট ডিভাইসটির ডিজাইন ফাঁস করেছে।

READ MORE:  গেম চেঞ্জার স্মার্টফোন হবে Vivo X200 Ultra, আসছে আইফোনের আলোচিত এই ফিচারের সাথে | Vivo X200 Ultra Feature

Vivo V50e কেমন দেখতে হবে

ফাঁস হওয়া ডিজাইন রেন্ডার অনুসারে, Vivo V50e অনেকটা Vivo S20-এর মতো দেখতে, যা গত বছর নভেম্বরে লঞ্চ হয়েছিল। স্মার্টফোনটির ব্যাক প্যানেলে মার্বেলের মতো ফিনিশ সহ ডুয়াল-ক্যামেরা সেটআপ রয়েছে। Vivo V50e এর ক্যামেরা সেন্সরের নীচে একটি রিং লাইটও রয়েছে। ডিজাইন ও রঙগুলি Vivo S20 থেকে নেওয়া হয়েছে বলে অনুমান করা হচ্ছে।

Vivo V50e এর স্পেসিফিকেশন ও দাম (সম্ভাব্য)

ভিভো ভি৫০ই ফোনটিতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১.৫K রেজোলিউশন সহ ৬.৭ ইঞ্চির কোয়াড-কার্ভড অ্যামোলেড প্যানেল থাকবে বলে আশা করা হচ্ছে। এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ প্রসেসর থাকতে পারে। সর্বাধিক ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ অপশন থাকবে।

READ MORE:  AI ক্যামেরা সহ ১২ জিবি র‌্যাম, ১০-১১ হাজার টাকার মধ্যে সেরা দুই Realme স্মার্টফোন এখন কম দামে

পাওয়ার ব্যাকআপের জন্য ৫,৬০০ এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে, যা ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করবে।ফটোগ্রাফির জন্য, ভিভো ভি৫০ই ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স৮৮২ প্রাইমারি ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা অফার করবে বলে জানা গিয়েছে। সেলফি ও ভিডিয়ো কলের জন্য সামনে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা থাকতে পারে।

এছাড়া, ফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং আইপি৬৮/আইপি৬৯ ওয়াটার রেজিট্যান্স রেটিং মিলবে। ফোনটির দাম ভারতে ২৫,০০০ থেকে ৩০,০০০ টাকার মধ্যে থাকতে পারে। উল্লেখ্য, পূর্বসূরী ভি৪০ইএর বেস মডেল ২৮,৯৯৯ টাকায় লঞ্চ হয়েছিল।

READ MORE:  Vivo Y29s 5G Launched: ৫০ মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা সহ Vivo Y29s 5G লঞ্চ হল, ২৫৬ জিবি স্টোরেজ সহ আর কি কি আছে | Vivo Y29s 5G Price

Scroll to Top