বিনামূল্যে IPL দেখার দিন শেষ! ম্যাচ দেখতে গেলেই পকেট থেকে খোয়াতে হবে টাকা

ভারতীয় ক্রিকেটপ্রেমীদের জন্য এবার বড় ধাক্কা। এবার থেকে আইপিএল আর দেখা যাবে না বিনামূল্যে (Free IPL)। অর্থাৎ, বিনামূল্যে JioHotstar ব্যবহার করতে পারবেন না। প্রতিটি দর্শককে ২৯৯ টাকা দিয়ে সাবস্ক্রিপশন প্ল্যান কিনতে হবে। 

এই সিদ্ধান্তের ফলে যারা এতদিন বিনামূল্যে আইপিএল উপভোগ করছিলেন তাদের এবার পকেটের উপর বাড়তি চাপ পড়বে। কিন্তু কেন হঠাৎ এরকম পরিবর্তন? এর পিছনে আসল কারণ কী? চলুন জেনে নেওয়া যাক।

হটস্টার এখন মুকেশ আম্বানির দখলে

সম্প্রতি ভারতের অন্যতম বৃহৎ ব্যবসায়ী মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স জিও প্রায় ৭০ হাজার কোটি টাকা খরচ করে ডিজনের হাত থেকে হটস্টারকে কিনে নিয়েছে। একসময় স্টার ইন্ডিয়া পরিচালিত এই প্লাটফর্ম পরে ডিজনির আওতায় আসে। তবে ডিজনির ব্যবসায়িক কৌশল সফল না হওয়ায় অবশেষে হটস্টারের মালিকানা চলে এসেছে রিলায়েন্স জিওর হাতে। 

READ MORE:  Ananya Birla: ৩০ বছর বয়সেই ২ লক্ষ কোটির সম্পত্তি, কে এই তরুণী, যে ইশা আম্বানিকে দিচ্ছেন টক্কর? | Kumar Mangalam Birla's Daughter Net Worth

এই অধিগ্রহণের পর থেকে নতুন পরিকল্পনা গ্রহণ করেছে মুকেশ আম্বানি। আর তার প্রথম ধাক্কায় এসেছে ক্রিকেটপ্রেমীদের উপরে।

বিনামূল্যে আইপিএল দেখার সুবিধা বন্ধ

যারা হটস্টারের মাধ্যমে আইপিএল উপভোগ করতেন তাদের জন্য এবার বড় দুঃসংবাদ। এবার থেকে আইপিএল দেখার জন্য বাধ্যতামূলকভাবে প্ল্যান কিনতেই হবে। স্টার ইন্ডিয়া যখন হটস্টার চালাতো তখন তারা দর্শকদের ফ্রিতে আইপিএল দেখার সুবিধা করে দিত। ডিজনি অধিগ্রহণের পরেও জনপ্রিয়তা ধরে রাখার জন্য বিনামূল্য ম্যাচ দেখানো হত। 

READ MORE:  Gold Price: টার্গেট কি তবে ১ লাখ! চড়চড়িয়ে বেড়েই চলেছে সোনার দাম, মাথায় হাত পড়েছে মধ্যবিত্তদের | Check Out Today's Gold Price Rate

কিন্তু ২০২৩ সালের ডিজনি হটস্টার আইপিএল এর জন্য সাবস্ক্রাইবশান প্ল্যান চালু করেছিল। তবে তাতে কোনরকম ফল হয়নি। জিও তখন কৌশল করে জিও সিনেমাতে বিনামূল্যে আইপিএল দেখানো শুরু করে। তখন হটস্টারের ভিউয়ারসিপ অনেকটাই কমে যায়। এবার সেই JioHotstar-কে কিনে নিয়ে ব্যবসার নিয়ন্ত্রণে নিয়ে এসেছে আম্বানি।

নতুন সাবস্ক্রিপশন মডেল

JioHotstar-এর নতুন নিয়ম অনুযায়ী আইপিএল দেখতে হলে প্রতিটি দর্শককে ২৯৯ টাকার একটা সাবস্ক্রিপশন প্ল্যান কিনতে হবে। এতে গ্রাহকদের খরচ বাড়লেও JioHotstar-এর লাভ হবে অনেকটাই বেশি হবে।

READ MORE:  UPI New Rules: UPI লেনদেনে বড় পরিবর্তন, ১ এপ্রিল থেকে দেশজুড়ে কার্যকর হবে নতুন নিয়ম | Unified Payments Interface New Rules

ব্যবসায়িক কৌশল নাকি দর্শকদের উপর চাপ?

জিওর এই সিদ্ধান্তকে অনেকেই ব্যবসায়িক চাল বলে ধারণা করছে। আগে ফ্রিতে দেখিয়ে দর্শকদের অভ্যস্ত করানো, তারপর সাবস্ক্রিপশন প্ল্যান কেনা, এটা বহু কোম্পানির ব্যবহৃত কৌশল। জিও সিনেমা যখন ফ্রিতে আইপিএল দেখায়, তখন হটস্টার ক্ষতিগ্রস্ত হয়।

এখন JioHotstar সেই ক্ষতিপূরণ করতে সাবস্ক্রিপশন চালু করেছে। এখন দেখার বিষয়, এই নতুন নিয়মে দর্শকদের প্রতিক্রিয়া কেমন হয় এবং JioHotstar ভবিষ্যতে আর কী কী পরিকল্পনা করে।

Scroll to Top