Weather Today: ঝেঁপে বৃষ্টি দক্ষিণবঙ্গের ৪ জেলায়, কমবে পারদও! আজকের আবহাওয়া | Rain In South Bengal 4 Districts Weather Today

শ্বেতা মিত্র, কলকাতা: অক্ষরে অক্ষরে মিলে গেল আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস (Weather Today)। বুধবার সকাল থেকেই দেখা মিলল মেঘলা আকাশের। আজ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস। সেইসঙ্গে বইবে দমকা হাওয়াও। ফলে আজকে যদি আপনারও বাড়ি থেকে বেরোনোর পরিকল্পনা হয়ে থাকে তাহলে সঙ্গে ছাতা রাখতে কিন্তু ভুলবেন না। এছাড়া টানা বৃষ্টিপাত হওয়া জেরে কিছুটা হলেও স্বস্তি পেতে চলেছেন দক্ষিণবঙ্গের মানুষ। তাহলে চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক আজ সারাদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে ব্যাপারে। এদিন দক্ষিণবঙ্গের ৪ জেলায় তেড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে। জেলাগুলি হল পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। সবথেকে বড় কথা, আগামী দু’দিনে বাংলার তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত লক্ষণীয়ভাবে হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।

READ MORE:  Winter Update: গরম অতীত, ফিরছে শীত! তাপমাত্রা কমবে ২-৩ ডিগ্রি অবধি, আবহাওয়ার খবর | South Bengal Winter Update

যদিও এই স্বস্তি স্বল্পস্থায়ী হবে বলে দাবি করেছেন মৌসম ভাবনের কর্মকর্তারা। দক্ষিণবঙ্গের কিছু জেলায় সম্প্রতি তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছেছে, যার ফলে আগে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছিল, যা এখন তুলে নেওয়া হয়েছে।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে। তবে উত্তরবঙ্গে দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাপমাত্রা বাড়বে।

READ MORE:  Weather Update: গরমের মাঝেই ৪ জেলায় বৃষ্টির সম্ভাবনা, আজকের আবহাওয়া | Rain Forecast In 4 Districts West Bengal Weather Update

আগামীকালের আবহাওয়া

আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে শুরু হবে আবহাওয়ার আসল খেলা। এদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দুর্যোগের জন্য কমলা ও হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে, সেইসঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক বৃষ্টিপাত হবে ঝাড়গ্রাম বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হুগলি জেলায়। এছাড়াও ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে, সেই সঙ্গে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলিতে।

READ MORE:  Lionel Messi: ভারতে আসছেন মেসি! খেলবেন কলকাতায়? ভাইরাল পোস্টে উত্তর খুঁজছে ভক্তরা | Messi Coming To India, Kolkata
Scroll to Top