প্রীতি পোদ্দার, কলকাতা: অবশেষে গতকাল অর্থাৎ মঙ্গলবার শেষ হল ২০২৪-২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা (HS Exam)। এটাই ছিল পুরোনো সিলেবাসের শেষ পরীক্ষা। মোটের উপর নির্বিঘ্নেই কেটেছে চলতি বছরের পরীক্ষা। এবার প্রশ্ন ফাঁসের কোনো জটিলতা তৈরি হয়নি। গত বছর যেখানে ৪১ জন পড়ুয়ার কাছ থেকে মোবাইল ধরা পড়েছিল, এই বছর সেই সংখ্যা এসে দাঁড়িয়েছে আটে। যার মধ্যে চার জন ছেলে এবং চার জন মেয়ে রয়েছে। বাতিল হয়েছে তাঁদের পরীক্ষা। আর পরীক্ষা শেষ হতেই এবার খাতা দেখা নিয়ে বিশেষ নির্দেশিকা জারি করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
ত্রুটিমুক্ত মূল্যায়নে জোর
২০২৪-২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন, কেজিং-এ সঠিক নম্বর তোলা, উত্তরপত্র থেকে মার্কস ফয়েলে নম্বর তোলা, লুজ শিটের হিসাবে গরমিল সংক্রান্ত ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে তাই একাধিক বিষয় নিয়ে নজরদারি করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। আগামী দু’মাসের মধ্যেই ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। পরের বছর থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিকের সিমেস্টার পদ্ধতিতে পরীক্ষা। আর এই আবহে আরও এক নয়া পদ্ধতি অনুসরণ করতে চলেছে শিক্ষা সংসদ। পড়ুয়াদের উপস্থিতি পর্যবেক্ষণ করতে ভরসা কিরা হচ্ছে ‘গুগ্ল শিট’-এর উপর।
পরীক্ষার্থীর উপস্থিতি ‘গুগ্ল শিট’-এ
সূত্রের খবর, পরীক্ষা চলাকালীনপড়ুয়াদের উপস্থিতি নিয়ে বেশ একটা গোলযোগ বা সমস্যা প্রায়ই দেখা যায়। সেই সমস্যা যাতে আর তৈরি না হয় তার জন্য পরের বছর থেকে উচ্চ মাধ্যমিকের সিমেস্টার পদ্ধতিতে পরীক্ষার সময় পড়ুয়াদের উপস্থিতি ‘গুগ্ল শিট’-এর মাধ্যমে নথিবদ্ধ করে রাখা হবে বলেই জানিয়েছেন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। যদিও এই বছর থেকেই সংসদের বিজ্ঞপ্তি ছাড়াই বেশ কিছু জেলা পড়ুয়াদের উপস্থিতি ‘গুগ্ল শিট’-এর মাধ্যমে নথিবদ্ধ করে রেখেছে। যার মধ্যে অন্যতম হল বীরভূম, উত্তর ২৪ পরগনা, হাওড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুরের বেশ কিছু পরীক্ষাকেন্দ্র।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
এছাড়াও ২০২৪ থেকে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদে অনলাইন ব্যবস্থা চালু করা হয়েছে। পরীক্ষার্থীদের নম্বর অনলাইনে আপলোড করতে হবে পরীক্ষকদের। এ ক্ষেত্রেও যাঁরা অনলাইনে নম্বর আপলোড করবেন, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তাঁদেরও বিশেষ ভাবে সতর্ক থাকার বার্তা দিয়েছে। এ ছাড়াও পরীক্ষক এবং সমীক্ষকদের খাতা দেখার সময় পৃথক কালির পেন ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। সবশেষে পরীক্ষার মূল্যায়নকে ঘিরে শিক্ষা সংসদের ভাবমূর্তি যাতে বজায় থাকে, সেই বিষয়ে বিশেষ ভাবে পরীক্ষকদের সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।