ভারতীয় টেলিকম বাজারে BSNL সবচেয়ে সস্তায় রিচার্জ প্ল্যান অফার করে। জিও, এয়ারটেল বা ভোডাফোন আইডিয়া (VI), সমস্ত টেলিকম কোম্পানি যেখানে লাভের আশায় প্ল্যানের দাম অনেকটাই বাড়িয়েছে, BSNL সেখানে আগের মূল্যেই প্ল্যান অফার করছে। সরকারি এই টেলিকম সংস্থার পোর্টফোলিওতে ৫০০ টাকার কমে একটি প্ল্যান অন্তর্ভুক্ত রয়েছে, যেখানে পুরো ৮০ দিনের জন্য ইন্টারনেট ডেটা এবং আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাওয়া যায়।
আর এই প্ল্যান রিচার্জ করলে আপনার প্রতিদিন প্রায় ৬ টাকা খরচ হবে। BSNL এর এই প্ল্যানের দাম ৪৮৫ টাকা। এখানে মোবাইল ডেটার পাশাপাশি কলিং এবং এসএমএস বেনিফিট পাওয়া যায়। এছাড়া ৮০ দিন ভ্যালিডিটি অফার করায়, মাসে মাসে রিচার্জের করার ঝামেলা থাকে না।
BSNL এর ৪৮৫ টাকার প্ল্যান
৫০০ টাকার চেয়ে সস্তা এই লম্বা ভ্যালিডিটির বিএসএনএল প্ল্যানের সুবিধার কথা বললে, এখানে ৮০ দিন ধরে আনলিমিটেড ভয়েস কলিং করা যায়। আবার এই প্ল্যান প্রতিদিন ১০০টি এসএমএস পাঠাতে দেয়। এরসাথে প্রত্যহ ২ জিবি ডেটা উপভোগ করা যাবে।
One recharge, 80 days of nonstop connectivity.
Unlimited calls, 2GB/day, and 100 SMS/day—all for just ₹485.
Stay connected without the hassle.
Recharge Now: https://t.co/OlK8NMwaoc#BSNLIndia #StayConnected #BSNLPrepaid pic.twitter.com/mB33VNOPl6
— BSNL India (@BSNLCorporate) March 18, 2025
আপনি যদি একাধিক সিম কার্ড ব্যবহার করেন এবং নিজের বিএসএনএল সিম কার্ড সক্রিয় রাখার জন্য কম্বো প্ল্যান খোঁজ করে থাকেন, তাহলে এই প্রিপেইড প্ল্যানটি বেছে নিতে পারেন। অন্যান্য কোম্পানীর তুলনায়, এই প্ল্যানটি সস্তা এবং বেশি ডেটা ব্যবহার করতে দেয়।