নতুন স্মার্টফোন লঞ্চ হওয়ার আগে পুরানো মডেলে ৩০ হাজার টাকা ছাড় দিচ্ছে গুগল। ১৯ মার্চ আনুষ্ঠানিক ভাবে বাজারে পা রাখবে Google Pixel 9a। তার আগে Pixel 8 স্মার্টফোনে পাওয়া যাচ্ছে বিশাল ছাড়। প্রায় ৩০ হাজার টাকা কমে উপলব্ধ এই প্রিমিয়াম স্মার্টফোন। ই-কমার্স সাইট ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে অফারটি। এই ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজের মডেলের উপর ৩৪ শতাংশ ছাড় দিচ্ছে ফ্লিপকার্ট।
আবার HDFC ক্রেডিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে ক্রেতারা অতিরিক্ত ৩,০০০ টাকা ছাড় পেতে পারেন। এর মানে হল Pixel 8 বর্তমানে ৪৬,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। অন্যদিকে, Pixel 8 এর ২৫৬ জিবি মডেলটি বিক্রি হচ্ছে ৫২,৯৯৯ টাকায়। ক্রেতারা এই মডেলটিতেও ৩,০০০ টাকার ছাড় পেতে পারেন, যদি HDFC ক্রেডিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করা হয় তাহলে।
দুটি ছাড় একত্রিত করার সাথে, পিক্সেল ৮ এর ২৫৬ জিবি মডেলের দাম হবে ৪৯,৯৯৯ টাকা। নতুন অফারে দাম কমে যাওয়ার ফলে, পিক্সেল ৮ এর উভয় মডেলই এখন ৫০ হাজার টাকার কম দামে কেনা যাবে।
প্রসঙ্গত, পিক্সেল ৯এ লঞ্চের আগে, পিক্সেল ৮এ স্মার্টফোনও কম দামে পাওয়া যাচ্ছে। ফ্লিপকার্টে পিক্সেল ৮এ এর দাম ৫২,৯৯৯ টাকা থেকে কমে ৩৭,৯৯৯ টাকায় তালিকাভুক্ত হয়েছে। Flipkart Axis ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে কেনাকাটা করলে অতিরিক্ত ১,৯০০ টাকা ক্যাশব্যাকও পাওয়া যাবে।
নতুন Google Pixel 9a এর দাম মার্কিন যুক্তরাষ্ট্রে ১২৮ জিবি ভ্যারিয়েন্টের জন্য ৪৯৯ ডলার (প্রায় ৪৩,১০০ টাকা) এবং ২৫৬ জিবি মডেলের দাম ৫৯৯ ডলার (প্রায় ৫১,৮০০ টাকা) রাখা হতে পারে বলে আশা করা হচ্ছে। বেস মডেলের দাম Pixel 8a-এর মতোই থাকলেও, উচ্চতর স্টোরেজ বিকল্পগুলির দাম ৪০ ডলার (প্রায় ৩,৪০০ টাকা) বৃদ্ধি পেতে পারে।