দক্ষিণবঙ্গের ৪ জেলায় ঝেঁপে বৃষ্টি, তাপমাত্রাও কমার সম্ভাবনা! আজকের আবহাওয়া আপডেট

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অক্ষরে অক্ষরে মিলল! বুধবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের আকাশ মেঘাচ্ছন্ন, আর সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝেঁপে বৃষ্টি শুরু হয়েছে। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আজ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি চলবে এবং দমকা হাওয়াও বইবে। তাই যদি বাইরে বের হওয়ার পরিকল্পনা থাকে, অবশ্যই ছাতা সঙ্গে রাখুন। তবে টানা বৃষ্টিপাতের ফলে দক্ষিণবঙ্গের মানুষ কিছুটা স্বস্তি পেতে চলেছেন। এবার দেখে নেওয়া যাক, আজ কলকাতা ও দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে।

READ MORE:  ঘুচবে বেকারত্ব, মিলবে ১০০০০ কর্মসংস্থান! নিউটাউনে শিলান্যাস অনুষ্ঠান থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আজ দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে—পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম। পাশাপাশি, আগামী দুই দিনে রাজ্যের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

তবে এই স্বস্তি বেশিদিন স্থায়ী হবে না বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। সম্প্রতি দক্ষিণবঙ্গের কিছু জায়গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছেছিল, যার ফলে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছিল। তবে এখন সেই সতর্কতা তুলে নেওয়া হয়েছে।

READ MORE:  ফিরে এল করোনা? দিল্লির হাসপাতালে বাড়ছে ভিড়! সতর্ক করল সরকার

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। তবে দার্জিলিং ও কালিম্পংয়ের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই অঞ্চলে তাপমাত্রা বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

আগামীকালের আবহাওয়া

আগামীকাল বৃহস্পতিবার থেকে আবহাওয়ার বড় পরিবর্তন আসতে চলেছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দুর্যোগের আশঙ্কায় কমলা ও হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও হুগলিতে ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এবং বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া, রাজ্যের অন্যান্য জেলাগুলিতেও ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

READ MORE:  হতে পারে ভয়ানক যুদ্ধ! পাকিস্তানে ট্রেন হাইজ্যাক নিয়ে রেগে লাল চিন

আসন্ন আবহাওয়ার পরিবর্তনের জন্য সতর্ক থাকুন ও প্রয়োজনীয় ব্যবস্থা নিন!

Scroll to Top