KKR Vs LSG: আয়োজন করা অসম্ভব! ইডেনে KKR-র ম্যাচ নিয়ে BCCI-কে জানিয়ে দিল CAB | Kolkata’s April 6 Match At Eden Is Uncertain

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বাতিল হচ্ছে KKR-এর ম্যাচ! নিরাপত্তার অভাবেই ইডেনে কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়েন্টের ম্যাচ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। 6 এপ্রিল নাইটদের ম্যাচের দিনই তিথি অনুযায়ী পড়েছে রামনবমী। যার কারণে ম্যাচ চলাকালীন নিরাপত্তা দিতে পারবে না বলেই জানিয়ে দিয়েছিল কলকাতা পুলিশ।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

ধর্মীয় উৎসবের দিন নাইটদের ম্যাচে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া সম্ভব নয় বলে, সিএবিকে চিঠি লিখেছিল কলকাতা পুলিশ আধিকারিকরা। এবার সেই চিঠির উত্তর দিয়েছে সিএবি(CAB)। সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন, রামনবমীর দিন কলকাতা পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা দিতে না পারলে ম্যাচ আয়োজন করা যাবে না।

READ MORE:  Richard Celis: ইস্টবেঙ্গলের নতুন বিদেশির মুখে ISL-এ ফুটবলের গুণগত মান | East Bengal FC New Player Over ISL

ঝুঁকি নিতে রাজি নয় প্রশাসন!

আগামী শনিবার রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচ দিয়েই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের 18তম সংস্করণের যাত্রা শুরু করবে KKR। এর ঠিক 3 ম্যাচ বাদে 6 এপ্রিল ঋষভ পন্থের দল LSG-র বিরুদ্ধে মাঠে নামার কথা ছিল নাইটদের। তবে সেই হাইভোল্টেজ ম্যাচ আপাতত অনিশ্চিত। এ প্রসঙ্গে কলকাতা পুলিশের তরফে আগেই খোলসা করে জানানো হয়েছে।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

কেপি জানিয়েছিল, 6 এপ্রিল রামনবমী উপলক্ষ্যে শহর জুড়ে নানান ধর্মীয় সমাবেশ থেকে শুরু করে শোভাযাত্রার আয়োজন করা হবে। ফলত, তিলোত্তমার বুকে রামনবমী উৎসবকে কেন্দ্র করে যাতে কোনও রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য কড়া নিরাপত্তায় থাকবে পুলিশ আধিকারিকরা।

READ MORE:  ঝুঁকি নেবে না BCCI, নিউজিল্যান্ডের ম্যাচে অনিশ্চিত রোহিত, ইঞ্জুরি নিয়ে বড় আপডেট

আর সেই চাপ মাথায় রেখে ইডেনে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া কার্যত অসম্ভব। তাছাড়া সাম্প্রতিক অতীতে রামনবমীকে কেন্দ্র করে রাজ্যে অশান্তির ছবি স্পষ্ট। কাজেই এজন্য কলকাতা পুলিশের বাড়তি সতর্কতা রয়েছে। এহেন আবহে ইডেনে 6 এপ্রিলের ম্যাচ নিয়ে চিন্তায় পড়ে গিয়েছে শাহরুখ খানের দল।

ম্যাচ আয়োজন করা অসম্ভব

6 এপ্রিল ইডেনে পর্যাপ্ত নিরাপত্তা ছাড়া নাইটদের ম্যাচ আয়োজন করা যাবে না বলেই জানিয়ে দিয়েছেন সিএবির সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। বেশ কয়েকটি সংবাদ প্রতিবেদন মারফত খবর, কলকাতা পুলিশের তরফে পর্যাপ্ত নিরাপত্তা না পাওয়া গেলে 65 হাজার জনতার ব্যবস্থাপনা একেবারে অসম্ভব। এ প্রসঙ্গে ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেট বোর্ডকে যাবতীয় তথ্য দিয়েছে সিএবি।

আরও পড়ুন: ১০ ওভারে দিলেন ১০৭ রান! বাংলাদেশের সব বোলারের রেকর্ড ভাঙলেন স্পিডস্টার তাসকিন

এমন পরিস্থিতিতে উসকে যাচ্ছে গতবারের স্মৃতি। গতবারও ঠিক সমগোত্রীয় কারণে বদলে গিয়েছিল ম্যাচের সূচি। এবারও কি সেই একই পথে হাঁটবেন উদ্যোক্তারা? যদিও এ প্রসঙ্গে BCCI-র তরফে কোনও স্পষ্ট বক্তব্য মেলেনি।

READ MORE:  IPL 2025: IPL শুরুর দু'সপ্তাহ আগেই চরম নিষেধাজ্ঞা জারি কেন্দ্রের! ব্যাপক ক্ষতির মুখে BCCI | Government Of Imposes Restrictions On BCCI
Scroll to Top