স্বল্প পুঁজিতে শুরু করুন এই ব্যবসা, পুজোর আগে লাখপতি হবেন

অনেকেই নিজের একটা ব্যবসা শুরু করতে চান, কিন্তু পুঁজি সমস্যা হয়ে দাঁড়ায়। হাতে যদি অল্প টাকা থাকে তাহলে কীভাবে ব্যবসা শুরু করবেন? আসলে সঠিক পরিকল্পনা থাকলে স্বল্প পুঁজিতেই প্রচুর পরিমাণে মুনাফা অর্জন করা যায়। আজ আমরা এমন একটি ব্যবসার কথা (Business Idea) বলব, যা আপনি নিজের বাড়িতে শুরু করতে পারবেন এবং মাত্র ৫-৬ মাসের মধ্যেই মোটা টাকা রোজগার করতে পারবেন। 

এই ব্যবসা চলবে সবসময়

কথায় আছে বাঙালির বারো মাসে ১৩ পার্বণ। দুর্গাপূজা, কালীপুজো, দীপাবলি, বড়দিন, নববর্ষ, যেখানেই উৎসব সেখানেই আলো ঝলমলে পরিবেশ। আর আলো মানে ইলেকট্রিক্যাল পণ্য। তাই এই ব্যবসার চাহিদা কোনদিন কমবে না। বাঁকুড়ার এক ব্যবসায়ী এবার সেটাই করে দেখিয়েছেন। মাত্র ৪০০০ টাকা বিনিয়োগ করে তিনি শুরু করেছিলেন একটি ইলেকট্রিক্যাল প্রোডাক্ট তৈরির ব্যবসা। 

READ MORE:  IDBI Junior Assistant Manager Recruitment 2025: স্নাতক ডিগ্রিতে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের চাকরি, ৬৫০ শূন্যপদে নিয়োগ করছে IDBI ব্যাঙ্ক | IDBI Bank Recruitment

আজ তার তৈরি প্রায় ৪০ ধরনের ইলেকট্রিক্যাল প্রোডাক্ট কলকাতার মত বাজারে বিক্রি হয়। তার বেশিরভাগ পণ্য নিজের বাড়িতেই তৈরি করা হয় এবং তিনি পাইকারি বাজারে সেগুলো সরবরাহ করেন। আপনি চাইলে খুব সহজেই এই ইলেকট্রিক্যাল পণ্য তৈরীর একটি ব্যবসা শুরু করতে পারেন। 

কীভাবে শুরু করবেন এই ব্যবসা?

প্রথমেই আপনাকে বুঝতে হবে যে, কোন ইলেকট্রিক্যাল প্রোডাক্ট তৈরি করা সহজ এবং লাভজনক হবে। যেমন আপনি এলইডি বাল্ব, এক্সটেনশন কার্ড, সুইচ বোর্ড, ফ্যান অ্যাসেম্বলিং, লাইট ইত্যাদি তৈরি করতে পারেন। কোন অভিজ্ঞতা না থাকলে ছোট ইলেকট্রিক্যাল কোর্স করে নিতে পারেন। স্থানীয় ট্রেনিং সেন্টার বা ইউটিউব থেকে এগুলি আপনি শিখে নিতে পারবেন। 

READ MORE:  মাত্র ২৫০ টাকা বিনিয়োগে সেরা SIP, বাজারে আসলো এই মিউচুয়াল ফান্ড

এরপর আপনাকে কাঁচামাল সংগ্রহ করতে হবে। আপনি চাইলে স্থানীয় বাজার বা কলকাতা ও আসানসোলের হোলসেল মার্কেট থেকে সস্তায় কাঁচামাল কিনতে পারবেন। এরপর নিজের বাড়িতেই প্রোডাকশন শুরু করুন এবং ছোট সার্কেলে শুরু করুন। ধীরে ধীরে ব্যবসা বড় করুন। পাইকারি বাজার, অনলাইন এবং স্থানীয় দোকানে আপনার পণ্য এবার সরবরাহ করুন। আপনি চাইলে অনলাইনে মার্কেটপ্লেসেও বিক্রি করতে পারেন। 

READ MORE:  Unique Business Idea: সরকারের সাহায্যে খুলুন মর্ডান রিটেল স্টোর, শেষ হবে আজীবনের আয়ের চিন্তা | Harhith Store Business

এখন শুরু করলেই লাখপতি

বাঙালির দুর্গাপূজো আসতে আর মাত্র ৫ মাস বাকি। এই সময় ডেকোরেটিভ লাইট, এলইডি বাল্ব, এক্সটেনশন কর্ডের চাহিদা এমনিই আকাশছোঁয়া থাকে। তাই এখনই যদি এই ব্যবসা শুরু করতে পারেন, তাহলে দুর্গাপুজোর আগে বড়সড় অর্ডার পেতে পারেন। 

একটা ভালো ব্যবসা শুরু করার জন্য মোটা অংকের পুঁজির দরকার হয় না। শুধুমাত্র দরকার হয় সঠিক পরিকল্পনা ও পরিশ্রম। তাই আজ যদি শুরু করেন এই ব্যবসা, তাহলে কয়েক মাসের মধ্যেই সফল হতে পারবেন।

Scroll to Top