Weather Today: সক্রিয় দুটি পশ্চিমী ঝঞ্ঝা, শীত কাটিয়ে এবার বৃষ্টির পালা! আজকের আবহাওয়া | Two Western Disturbance Active South Bengal Winter Update

শ্বেতা মিত্র, কলকাতা: জানুয়ারি মাস শেষ হতে না হতে বাংলা থেকে শীত যেন পাত্তারি গুটিয়ে ফেলল বলে যেন মনে হচ্ছে। এখনো অবধি ফেব্রুয়ারি কিংবা মার্চ মাসি আসেনি। কিন্তু তার আগেই হু হু করে চড়তে শুরু করেছে বাংলার পারদ। বাইরে একটু ঘোরাঘুরি করলে যেন কালঘাম ছুটে হচ্ছে কার্যত সকলের। গত সোমবার থেকে যেন উর্দ্ধমুখী বাংলার তাপমাত্রা। আজ বৃহস্পতিবারও সেটার ব্যতিক্রম ঘটেনি। এদিকে আবার কিছু জেলায় ঘন কুয়াশা ও বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। তাহলে চলুন জেনে নিন আজ আপনার জেলায় কেমন কী থাকবে আবহাওয়া।

READ MORE:  Weather Today: ৪ জেলায় সতর্কতা জারি, তুমুল ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে, আজকের আবহাওয়া | South Bengal Weather Update

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আজ প্রথমেই আলোচনা করে নেওয়া যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আজ সকালের দিকের ঠান্ডা অনুভব হবে মোটামুটি তিন জেলায়। এই জেলাগুলি হল বীরভূম, পুরুলিয়া ও মুর্শিদাবাদ জেলায়। এদিকে আজ কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রির ঘরে থাকবে।

ঠান্ডার পাশাপাশি আজ কিছু জেলা ঘন কুয়াশার কবলে থাকতে চলেছে। এই জেলাগুলি হল কলকাতা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, নদীয়া, পুরুলিয়া ও পূর্ব বর্ধমান। এই জেলাগুলিতে কুয়াশার জন্য দৃশ্যমানতা নেমে আসতে পারে ৫০ থেকে ১৯৯ মিটারের মধ্যে।

READ MORE:  ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, দক্ষিণবঙ্গের ৮ জেলায় তুমুল দুর্যোগের আশঙ্কা! আজকের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আজ ঘন কুয়াশার জন্য একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলি হল দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর। বৃষ্টি হতে পারে দার্জিলিং ও কালিম্পঙ জেলায়।

আগামীকালের আবহাওয়া

শুক্রবার হালকা কুয়াশার সম্ভাবনা ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়। এছাড়াও দার্জিলিং, কালিম্পঙ ও জলপাইগুড়িতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একের পর এক দুটি পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় রয়েছে। একটি ২৯ জানুয়ারি থেকে পশ্চিম হিমালয় অঞ্চলকে প্রভাবিত করতে শুরু করেছে ইতিমধ্যেই । দ্বিতীয়টি ফেব্রুয়ারিতে সক্রিয় হবে। ১ ফেব্রুয়ারি দ্বিতীয় পশ্চিমী ঝঞ্ঝারও প্রভাব পড়বে। উভয়ের প্রভাবে পাহাড়ি এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

READ MORE:  Weather Today: পশ্চিমী ঝঞ্ঝা, জোড়া ঘূর্ণাবর্তের দাপটে ফের পাল্টি খেল আবহাওয়া! ৪ জেলায় ঝেঁপে বৃষ্টি | North Bengal Rain Forecast Weather Today
Scroll to Top