লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Huawei Pura 80 Series Camera: দুর্ধর্ষ ক্যামেরা নিয়ে বাজার তোলপাড় করতে আসছে Huawei Pura 80 সিরিজ | Huawei Pura 80 Series Launch Date

Published on:

সাম্প্রতিক সময়ে লঞ্চ হওয়া বিভিন্ন ব্র্যান্ডের প্রিমিয়াম স্মার্টফোনগুলির ক্যামেরা এবং ডিসপ্লে ডিপার্টমেন্টে প্রচুর আপগ্রেড লক্ষ্য করা গিয়েছে. বলা হচ্ছে যে, Huawei Pura 80 সিরিজের ফ্ল্যাগশিপ মডেলের এই দুই বিভাগে বড় চমক থাকবে। সম্প্রতি, জনপ্রিয় চাইনিজ টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন একটি ইঞ্জিনিয়ারিং প্রোটোটাইপ শেয়ার করেছিলেন, যা Huawei Pura 80 Pro-র বলে অনুমান করা হচ্ছে। এখন একটি নতুন লিক ফোনটির ডিসপ্লে ও উন্নত ক্যামেরা সিস্টেম সম্পর্কে বিশদে জানিয়েছে।

READ MORE:  বাজেট ২৫ হাজার টাকা, Realme GT 6T 5G থেকে OnePlus Nord CE 4 5G, সেরা পাঁচ 5G স্মার্টফোন দেখুন | Best 5G Smartphone Under 25000

Huawei Pura 80 Pro: স্পেসিফিকেশন (সম্ভাব্য)

ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, Huawei Pura 80 Pro স্মার্টফোনটি ১.৫K রেজোলিউশনের এলটিপিও ওলেড ডিসপ্লের দিয়ে পরীক্ষা করা হচ্ছে, যার মধ্যে ২.৫ডি ফ্ল্যাট ডিজাইন ও খুব পাতলা বেজেল রয়েছে। এটি পূর্ববর্তী প্রজন্মের কার্ভড স্ক্রিন থেকে পরিবর্তনের সম্ভাবনা চিহ্নিত করে। সফটওয়্যারের দিক থেকে, ডিভাইসটিতে HarmonyOS Next থাকবে বলে আশা করা হচ্ছে।

READ MORE:  Oppo F29 Pro 5G Features: বাজার কাঁপাতে আসছে Oppo F29 Pro 5G, লঞ্চের আগেই সমস্ত ফিচার্স ফাঁস হয়ে গেল | Dimensity 7300 Chipset

ডিজিটাল চ্যাট স্টেশন আরও জানিয়েছেন যে, Pura 80 Pro-তে একটি ৫০ মেগাপিক্সেলের ১ ইঞ্চি Sony IMX989 প্রাইমারি সেন্সর থাকবে যা ভ্যারিয়েবল অ্যাপারচার অফার করবে। প্রধান ক্যামেরাকে যোগ্য সঙ্গত দিতে একটি ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স ও একটি ৫০-মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ম্যাক্রো ক্যামেরা ব্যবহার হবে বলে দাবি করা হয়েছে।

হুয়াওয়ে নতুন ফোনটির তিনটি সেন্সরেই একটি কাস্টম RYYB কালার ফিল্টার রাখবে বলে জানা গিয়েছে, যা ৪০ শতাংশ পর্যন্ত আলোর ইনটেক বাড়িয়ে কম আলোতে পারফরম্যান্স বৃদ্ধি করে। Huawei Pura 80 সিরিজ চলতি বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে (এপ্রিল থেকে জুন) চাইনিজ মার্কেটে লঞ্চ হতে পারে। এটি গ্লোবাল মার্কেটে আসার সম্ভাবনা কম।

READ MORE:  Realme Holi Sale: হোলিতে বিরাট সস্তায় Realme Narzo সিরিজের এই স্টাইলিস স্মার্টফোন, ৬৫০০ টাকা পর্যন্ত সস্তা | Realme NARZO 70 Turbo 5G Discount Price

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.