বিক্রম ব্যানার্জী, কলকাতা: যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) ও ধনশ্রী বর্মার বিবাহ বিচ্ছেদ নিয়ে দীর্ঘ কাটাছেঁড়ার নিষ্পত্তি হবে আজই? বৃহস্পতিতেই পাকাপাকিভাবে রাস্তা আলাদা হবে দুজনের! আপাতত সেই খবরই উঠে আসছে। সূত্রের খবর, আজই বোম্বে হাইকোর্টে যুজি ও ধনশ্রীর ডিভোর্স মামলার শুনানি হবে। বহু আগেই বিচারক মাধব জামদারের সিঙ্গেল বেঞ্চ জানিয়ে দিয়েছিল, 20 মার্চের মধ্যে ভারতীয় ক্রিকেটারের বিবাহ বিচ্ছেদ মামলার সিদ্ধান্ত জানাতে হবে। ফলত, আর কয়েক মুহূর্তের মধ্যেই নতুন খবরে ভাসবে নেট মাধ্যম!
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
4.75 কোটিতেই রফা হয়েছে মামলার?
বেশ কয়েকটি সংবাদ প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় ক্রিকেটার চাহাল ও ধনশ্রীর বিবাহ বিচ্ছেদ মামলায় 6 মাসের কুলিং অফ পিরিয়ড দিয়েছিল আদালত। তবে তা নাকি ইতিমধ্যেই মাফ করে দেওয়া হয়েছে। সূত্র বলছে, এই আদেশ দেওয়ার সময় হাইকোর্টের তরফে জানানো হয়েছিল, গত আড়াই বছর চাহাল এবং বর্মা একে অপরের থেকে আলাদা। শোনা যাচ্ছে, শেষ পর্যন্ত নাকি 4.75 কোটি টাকায় ভারতীয় ক্রিকেটারের বিবাহ বিচ্ছেদ মামলার রফা হয়।
6 মাসের কুলিং অফ পিরিয়ড মাফ করার আবেদন জানিয়ে পিটিশন জমা দেন চাহাল
খোঁজ নিয়ে জানা গেল, স্ত্রী ধনশ্রী বর্মার সাথে বিবাহ বিচ্ছেদ মামলায় যে 6 মাসের কুলিং পিরিয়ড দেওয়া হয়েছিল তা তুলে নেওয়া হোক এই আবেদন জানিয়েই ফ্যামিলি কোর্টে একটি পিটিশন দাখিল করেন ভারতীয় তারকা। তাতে উল্লেখ করা হয়, ধনশ্রীকে সেটেলমেন্টের অর্ধেক টাকাই দিয়ে দেওয়া হয়েছে। কাজেই 6 মাসের কুলিং অফ পিরিয়ড তুলে নেওয়া হোক। সূত্রের খবর, ভারতীয় ক্রিকেটারের সেই দাবি ইতিমধ্যেই মেনে নিয়েছে হাইকোর্ট।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
চাহালের জন্য চিরতরে বন্ধ হয়ে যাবে টিম ইন্ডিয়ার দরজা?
দীর্ঘ বেশ কয়েক বছর ধরে চাহাল ও ধনশ্রীর বিবাহ বিচ্ছেদ নিয়ে গরম হাওয়া বইছে নেট দুনিয়ায়। এমতাবস্থায়, আজ অর্থাৎ বৃহস্পতিবার সেই মামলার নিষ্পত্তি হওয়ার কথা। এমন পর্যায়ে দাঁড়িয়ে, প্রশ্ন উঠছে বিবাহ বিচ্ছেদ পর্ব মেটার পর কি আর কখনও ভারতীয় দলে ফেরা হবে চাহালের? এ প্রসঙ্গে বলে রাখি, শেষবারের মতো 2024 টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের অংশ ছিলেন চাহাল। যদিও সেবার একটি ম্যাচেও জায়গা হয়নি তাঁর।
অবশ্যই পড়ুন: চ্যাম্পিয়নস ট্রফি জয়ের পর টিম ইন্ডিয়ার ওপর টাকার বৃষ্টি, ঘোষণা BCCI-র
শেষবারের মতো 2023 সালে টিম ইন্ডিয়ার হয়ে ওয়ানডে খেলেছিলেন তিনি। জানা যায়, ওই বছরই আগস্ট নাগাদ ভারতীয় দলের জার্সি গায়ে টি-টোয়েন্টি খেলেছিলেন যুজি। আসন্ন IPL মরসুমে পাঞ্জাব কিংসের হয়ে মাঠে নামবেন তিনি। এমন আবহে খেলোয়াড়ের ভারতীয় দলের প্রত্যাবর্তন নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে।