লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

HMD Barbie Phone Launched: বার্বি ফোন চলে এল ভারতে, গোলাপী রঙের সঙ্গে নস্টালজিয়ায় মাতাবে নতুন প্রজন্মকে | HMD Barbie Phone Price

Published on:

এইচএমডি গ্লোবাল (HMD Global) ভারতে বার্বি ফোন (Barbie Phone) লঞ্চের ঘোষণা করল। ম্যাটেলের সাথে জোট বেঁধে বার্বি পুতুলের আইকনিক হট পিঙ্ক (গোলাপী রঙ) থিমের উপর এই ক্লাসিক ফ্লিপ ফোনের ডিজাইন করা হয়েছে। এতে পুরানো কিপ্যাড ফর্ম্যাট রয়েছে, যা কল এবং টেক্সট করার মতো মৌলিক কার্যকারিতা প্রদান করে। নস্টালজিয়া উস্কে দিতেই পুরনো ফ্লিপ ফোনের অনুকরণে এটি বানিয়েছে সংস্থা।

HMD Global Barbie Phone: স্পেসিফিকেশন ও ফিচার্স

এএইচএমডি বার্বি ফোনের ভিতরে ২.৮ ইঞ্চি কিউভিজিএ ডিসপ্লে রয়েছে। বাইরে একটি ১.৭৭ ইঞ্চি কভার ডিসপ্লে রয়েছে যা আয়না হিসেবেও কাজ করে। ফোনটি ইউনিসক টি১০৭ প্রসেসর দ্বারা চালিত। ৬৪ এমবি র‍্যাম ও ১২৮ এমবি অনবোর্ড স্টোরেজ মিলবে এতে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। বার্বি-থিমযুক্ত ফ্লিপ ফোনটি এস৩০+ অপারেটিং সিস্টেমে চলে।

READ MORE:  Samsung Galaxy S25 Ultra কিনলে ঠকবেন? ক্রেতাদের অসন্তোষের মুখে কোম্পানি

কোর ওএস-এর উপরে বার্বি পুতুলের থিমযুক্ত ইউজার ইন্টারফেস রয়েছে। এতে বার্বি-থিমযুক্ত ইস্টার এগ এবং সমুদ্র সৈকত-থিমযুক্ত মালিবু স্নেক গেম মিলবে। কিপ্যাডটি বার্বির আইকনিক গোলাপী রঙের এবং এতে লুকানো ফ্লেমিংগো মোটিফ অন্ধকারে আলোকিত হয়। ফোন চালু করা হলে, ব্যবহারকারীদের “হাই বার্বি” টোন দিয়ে স্বাগত জানানো হবে।

এছাড়া, ফোনে ১,৪৫০ এমএএইচ রিমুভেবল ব্যাটারি আছে যা গোলাপী রঙের বিকল্পে পাওয়া যায়। এটি ৪জি, ব্লুটুথ ৫.০, ৩.৫ মিমি অডিও জ্যাক, ও টাইপ-সি সংযোগ সমর্থন করে। ফোনটিতে ০.৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং একটি এলইডি ফ্ল্যাশ রয়েছে। যারা শুধুমাত্র ফোন ও টেক্সট করার জন্য সাধারণ খুঁজছেন, তাদের জন্য এটি আদর্শ হতে পারে।

READ MORE:  হার মানবে DLSR, ট্রিপল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরার সাথে আসছে Google Pixel 10, 10 Pro ও 10 Pro XL

ভারতে HMD Global Barbie Phone-এর-এর দাম

HMD Global তাদের এক্স পোস্টে নিশ্চিত করেছে যে ভারতে Barbie Phone কিনতে ৭,৯৯৯ টাকা খরচ হবে। এটি বর্তমানে সংস্থার ওয়েবসাইটের মাধ্যমে কেনার জন্য উপলব্ধ। এটি পাওয়ার পিঙ্ক রঙে পাওয়া যাবে। ফোনটি একটি গহনার বাক্সের মতো দেখতে কেসে পাঠানো হয়েছে, যার মধ্যে রয়েছে একটি গোলাপী ইউএসবি টাইপ-সি কেবল, দুটি অতিরিক্ত বার্বি থিমযুক্ত ব্যাক কভার, জেম স্টিকার, প্রভৃতি।

READ MORE:  সস্তায় অনলাইন কেনাকাটার দিন শেষ? ক্রেতাদের উপর প্রোটেক্ট প্রমিজ ফি চাপাচ্ছে Flipkart

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.