লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

KKR Vs LSG: ইডেন থেকে সরল KKR-এর হাই ভোল্টেজ ম্যাচ, কোথায় গড়াবে নাইটদের মহারণ? | KKR Vs LSG Match Is Being Moved From Eden Gardens

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: 6 এপ্রিল পর্যাপ্ত নিরাপত্তার অভাব থাকায় ইডেন থেকে সরছে KKR বনাম লখনউ সুপার জায়েন্টের ম্যাচ (KKR Vs LSG)। সম্প্রতি, কলকাতা পুলিশের তরফে ইডেনে ম্যাচ চলাকালীন নিরাপত্তা দেওয়া যাবে না বলেই জানিয়ে দেওয়া হয়েছিল। মূলত ধর্মীয় উৎসবকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা অটুট রাখা কার্যত অসম্ভব বলেই সিএবিকে জানিয়েছিল কেপি।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

সেই মতো সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় জানিয়ে দেন, আসন্ন কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়েন্ট ম্যাচের দিন ইডেনে পর্যাপ্ত নিরাপত্তা না থাকলে ম্যাচ আয়োজন করা অসম্ভব। আর এই খবরের পরই একপ্রকার চূড়ান্ত হয়ে গেল KKR বনাম LSG ম্যাচের বিকল্প ভেন্যু।

READ MORE:  Team KKR: IPL শুরুর আগেই বদলে গেল KKR-র স্কোয়াড | Umran Malik Ruled Out Due To Injury Chetan Sakariya Enters KKR Team

ঠিক কী কারণে ইডেন থেকে সরছে ম্যাচ?

শনিবার অর্থাৎ আগামীকাল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ঘরের মাঠ তথা ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে আক্রমণ শানিয়ে এ মরসুমের যাত্রা শুরু করবে শাহরুখ খানের দল। সেই ম্যাচ ইডেনে সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলেই আপাতত খবর। তবে মরসুমের প্রথম ম্যাচ আয়োজনে সমস্যা না থাকলেও 6 এপ্রিল ঘিরে তৈরি হয়েছে জটিলতা।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

কেননা, এপ্রিলের 6 তারিখ, রবিবার তিথি অনুযায়ী পড়েছে রামনবমী। ফলত, শহর জুড়ে ধর্মীয় উৎসব উপলক্ষ্যে বহু শোভাযাত্রা থেকে শুরু করে মিছিল বেরোবে। কাজেই সেদিন বাড়তি সতর্কতা থাকবে। কলকাতা পুলিশেরও কার্যত ঘুম উড়বে সেদিন। আর সেই কারণেই একই দিনে ইডেনের ম্যাচে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া সম্ভব নয় বলেই সিএবিকে চিঠি দিয়েছিল কেপি।

READ MORE:  Rohit Sharma On Retirement: জল্পনার মুখে আগুন দিয়ে অবসরের প্ল্যান জানালেন রোহিত শর্মা | Rohit Sharma Opens Up About His Retirement

আর এই ঘটনার পর থেকেই নাইটদের ম্যাচ নিয়ে বাড়তে থাকে জটিলতা। তবে শেষমেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের তরফে সিদ্ধান্ত জানানোর পরই নাকি খুঁজে পাওয়া গিয়েছে, ইডেনের বিকল্প 22 গজ।

অবশ্যই পড়ুন: RCB-কে জব্দ করতে তৈরি নতুন স্ট্র্যাটেজি, কোন একাদশ নিয়ে মহারণে নামবে KKR?

কোথায় গড়াবে 6 এপ্রিলের ম্যাচ?

বেশ কয়েকটি সূত্র মারফত খবর, রামনবমী উপলক্ষ্যে কলকাতা বনাম লখনউয়ের ম্যাচে পর্যাপ্ত নিরাপত্তার অভাব থাকায় সম্ভবত গুয়াহাটিতে অনুষ্ঠিত হতে পারে নাইটদের হাই ভোল্টেজ ম্যাচ। বলে রাখি, গুয়াহাটির বর্ষপাড়া স্টেডিয়ামে দুটি ম্যাচ খেলবে রাজস্থান রয়্যালস।

READ MORE:  Ajinkya Rahane: IPL-এ নয়া নজির রাহানের, নরকিয়া-গুরবাজ কেন নেই? জবাব দিলেন KKR অধিনায়ক | Ajinkya Rahane Opens Up About Failure

যার মধ্যে একটি ম্যাচ রয়েছে কলকাতার বিরুদ্ধে। বেশ কয়েকটি রিপোর্ট বলছে, তার মাঝেই LSG বনাম KKR-এর ম্যাচটি সুকৌশলে আয়োজন করা যেতে পারে সেখানে। যদিও এ বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে কোনও রকম আনুষ্ঠানিক বিবৃতি আসেনি।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.