লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Virat Kohli: কাজে আসবে না বরুণদের জাদু! নাইটদের পেটাতে তৈরি প্রিয় কোহলি? | Virat Kohli’s Net Practice Against KKR In Eden Gardens

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেষবারের মতো পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে পূর্ব নির্ধারিত সময় থেকে 3 ঘন্টা এগিয়ে এসে অনুশীলন সেরেছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। চ্যাম্পিয়নস ট্রফিতে রিজওয়ান অ্যান্ড কোম্পানির বিপক্ষে পরিশ্রমের ফলাফলও হাতেনাতে পেয়েছিলেন বিরাট। এবার সেই একই ধাঁচে ইডেনে নাইটদের বিরুদ্ধে অনুশীলনে কোহলি। প্রধান মঞ্চে নামার আগে নেটে ব্যাট হাতে কার্যত জ্বলে উঠলেন ভারতীয় মহাতারকা।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

ইডেনে কোহলিকে দেখতে ভিড় অনুরাগীদের

আগামীকাল IPL-এর বোধন। তবে শনিবাসরীয় ম্যাচের আগে বুধবার রাতে কলকাতায় পা পড়েছে রেড আর্মির। কোহলির পাশাপাশি বৃহস্পতিবার ইডেনে এসে পৌঁছান RCB-র বাকিরা। তবে কিং কোহলিদের বাস ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্স গেটের সামনে এসে পৌঁছতেই বিরাট ভক্তদের একটা বড় দল এসে উপস্থিত হয় সেখানে।

READ MORE:  LSG Vs DC: পন্থের এই বড় ভুল জিতিয়েছে দিল্লিকে! ফাঁস বিরাট তথ্য | DC Won Because Of This Mistake Of Rishabh Pant

শুরু হয় বিরাট… বিরাট…স্লোগান। বলা বাহুল্য, এদিন শুধুমাত্র নিজের প্রিয় তারকাকে একবার চোখের দেখা দেখতে ইডেনের সামনে ভক্তদের ঢল নেমেছিল। স্টেডিয়ামের এল ব্লকেও ভিড় করেছিলেন কোহলি ভক্তরা। শুধু তাই নয়, কোহলিদের অনুশীলন দেখতেও কার্যত ঠাঁয় দাঁড়িয়েছিলেন ভক্তরা।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

বরুণদের ছাতু করতে তৈরি কোহলি?

বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে পৌঁছাতেই বিশ্রাম সেরে মাঠে নামে RCB প্লেয়াররা। এদিন চেনা মেজাজ নিয়ে নেটে ব্যাট করতে আসেন কোহলি। চলে দীর্ঘক্ষণের টানটান অনুশীলন। ইডেনের ময়দানে রীতিমতো ঝড় তুলতে দেখা গিয়েছিল কোহলিকে। শুক্রবারের রাত পোহালেই শনিবার সন্ধ্যায় নাইট দের হোম ম্যাচ। তবে তার আগে কোহলিকে নিয়ে কলকাতাবাসীর উন্মাদনায় একফোঁটাও ভাটা পড়েনি।

অবশ্যই পড়ুন: RCB-র ম্যাচের আগেই বড় আপডেট! KKR-এ খেলা ১১ কোটির প্লেয়ার যোগ দিচ্ছেন LSG-তে?

বেশ কয়েকটি সূত্র বলছে, এদিন নেটে যে মেজাজ নিয়ে ব্যাট করছিলেন কোহলি তাতে বোঝা যাচ্ছিল, ভারত বনাম পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফি ম্যাচের পুরনো দৃশ্য ফুটে উঠতে পারে শনিবার। ওয়াকিবহাল মহল বলছে, নাইট বোলার বিশেষত বরুণ চক্রবর্তী ও হর্ষিত রানাদের চেনা ছন্দ দেখাতেই নাকি জোরালো অনুশীলন সেরেছেন বিরাট। কাজেই বলাই যায়, বিরাট যদি শনির ম্যাচে রুদ্ররূপ ধারণ করেন সেক্ষেত্রে নাইট বোলারদের রাতের ঘুম উড়বে।

READ MORE:  IPL 2025: কতটা তৈরি তিনি? KKR-র হয়ে আদৌ খেলতে পারবেন? জবাব দিলেন নরকিয়া | Anrich Nortje Update Before IPL 2025
About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.