লেটেস্ট খবর মুখ্য সংবাদ মোবাইল অটোকার টেলিকম গ্যাজেট গাইড প্রযুক্তি অন্যান্য আপডেট

কোন ফোনে মিলবে সেরা পারফরম্যান্স, রইল তুলনা

Published on:

সুমন পাত্র, কলকাতা: মিড রেঞ্জ স্মার্টফোন সেগমেন্টে দুটি দুর্দান্ত বিকল্প। ৩০ হাজার টাকার মধ্যে দুটি দমদার স্মার্টফোন Realme P3 Ultra এবং iQOO Neo 10R। মাল্টিটাস্কিং এবং ভারী গেমিং উভয় কাজেই দক্ষ এই দুই মডেল। তবে সার্বিক ভাবে এই দুই ফোনের মধ্যে সেরা পারফরম্যান্স কার? ধন্দ কাটাতে চলুন দেখে নেওয়া যাক Realme P3 Ultra এবং iQOO Neo 10R এর ফিচার ও দামের পার্থক্য।

Realme P3 বনাম iQOO Neo 10R

ডিজাইন ও ডিসপ্লে

Realme P3 Ultra স্মার্টফোনে আছে গ্লোয়িং লুনার হোয়াইট ডিজাইন যা অন্ধকারে জ্বলজ্বল করতে পারে। এতে আইপি৬৬, আইপি৬৮ এবং আইপি৬৯ রেটিং পাওয়া যাবে। অন্যদিকে, iQOO Neo 10R মডেলে রয়েছে ডুয়াল-টোন ডিজাইন, যা রেসিং ট্র্যাক দ্বারা অনুপ্রাণিত। এতে পাওয়া যাবে আইপি৬৫ রেটিং। ডিসপ্লে’র ক্ষেত্রে Realme P3 Ultra মডেলে ১২০ হার্টজ রিফ্রেশ রেট-সহ একটি ৬.৭৯ ইঞ্চি AMOLED ডিসপ্লে দেখা যাবে। আর iQOO Neo 10R-এ রয়েছে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট-সহ একটি ৬.৭৮ ইঞ্চি AMOLED ডিসপ্লে।

READ MORE:  iQOO Neo 10R: লেটেস্ট স্ন্যাপড্রাগন প্রসেসরের সবচেয়ে সস্তা ফোন হবে iQOO Neo 10R, দাম কত হবে দেখুন | iQOO Neo 10R India Launch Date

পারফরম্যান্স ও ব্যাটারি

রিয়েলমি পি৩ আল্ট্রা ডিভাইসে পারফরম্যান্সের জন্য মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩৫০ আল্ট্রা প্রসেসর ব্যবহার করা হয়েছে। অন্যদিকে আইকো নিও ১০আর মডেলে স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ প্রসেসর এবং অ্যাড্রনো ৭৩৫ জিপিইউ দেওয়া হয়েছে। রিয়েলমি পি৩ আল্ট্রা ফোনের ব্যাটারি ক্যাপাসিটি ৬০০০ এমএএইচ ব্যাটারি, যা ৮০ ওয়াট আল্ট্রা চার্জিং সাপোর্ট করে। যেখানে, আইকো নিও ১০আর ডিভাইসে রয়েছে ৬৪০০ এমএএইচ ব্যাটারি ক্যাপাসিটি উপস্থিত, যা ৮০ ওয়াট ফ্ল্যাশচার্জার আছে।

READ MORE:  iQOO Neo 10R Launched in India: সনি ক্যামেরার সাথে সুপার ফাস্ট প্রসেসর, iQOO Neo 10R ফ্ল্যাগশিপ কিলার লঞ্চ হল, দাম কত

ক্যামেরা

রিয়েলমি পি৩ আল্ট্রা স্মার্টফোনে ডুয়াল ক্যামেরা সেটআপ বর্তমান। প্রাইমারি ক্যামেরা ৫০ মেগাপিক্সেলের সঙ্গে ৮ মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা। আইকো নিও ১০আর ডিভাইসে রয়েছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, OIS সাপোর্ট এবং ৮ মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা। রিয়েলমির ফোনে দেওয়া হয়েছে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং আইকো ফোনে রয়েছে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

READ MORE:  Realme 14 5G সিরিজের ফার্স্ট লুক প্রকাশ্যে এল, রয়েছে AI ক্যামেরা, যুগান্তকারী ডিজাইন

দাম

Realme P3 Ultra এবং iQOO Neo 10R উভয়ের 8 জিবি + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৬,৯৯৯ টাকা। তবে iQOO Neo 10R এর ৮ জিবি + ২৫৬ জিবি এবং ১২ জিবি + ২৫৬ জিবির দাম আলাদা। iQOO Neo 10R-এর দাম Realme P3 Ultra-এর তুলনায় ১০০০ টাকা বেশি।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.