লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

KKR Vs RCB: KKR বনাম RCB ম্যাচে ড্রিম টিমে রাখুন এই 11 জনকে! কাকে অধিনায়ক-সহ অধিনায়ক করবেন? | KKR Vs RCB Match Dream Team Prediction

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শনিতেই IPL-এর বোধন। প্রথম আসরে ইডেনের মাঠ দখল করবে কলকাতা নাইট রাইডার্স ও রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (KKR Vs RCB)। দুই দলই নিজেদের মতো করে শক্তি সঞ্চয় করেছে। শুক্রবারের রাত পোহালেই শনিবার সন্ধ্যা 7:30 টায় শুরু হবে বহু অপেক্ষিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচ।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

আর সেই ম্যাচের জন্যই অধীর আগ্রহে অপেক্ষা করছেন ক্রিকেটপ্রেমীরা। অন্যান্য বারের মতো এ মরসুমেও নিজেদের ফ্যান্টাসি টিম নিয়েও দীর্ঘ কাটাছেঁড়া চলছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। KKR বনাম RCB-র ম্যাচে কোন 11 জনকে দলে রাখলে আখেরে লাভ হবে? আগামীকালের ম্যাচে কোন খেলোয়াড়কে অধিনায়ক করা উচিত?

সহ অধিনায়কই বা কাকে রাখা যায়? এমন যাবতীয় প্রশ্নে জেরবার ভক্তরা। এই প্রতিবেদনে রইল একটি পরিকল্পিত ড্রিম টিম। যা দেখে আপনি নিজের মতো করে ফ্যানটাসি ক্রিকেট টিম বানাতে পারবেন।

ইডেনের পিচ রিপোর্ট

প্রথম আসরে কলকাতার ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে আক্রমণ শানাতে হবে বিরাট কোহলিদের। এমতাবস্থায়, প্রশ্ন উঠছে হোম ম্যাচে কি বাড়তি সুবিধা পাবে, নাইটরা? সেই উত্তর জানতে হলে, নজর রাখতে হবে ইডেনের পিচ রিপোর্টের দিকে। বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, ইডেন মূলত দীর্ঘ রান করার মতো মাঠ। পুরনো পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত 95টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে ইডেনের 22 গজে।

যার মধ্যে প্রথমে ব্যাটিং করা দল 39টি ম্যাচ জিতেছে। অন্যদিকে প্রথমে ফিল্ডিং অর্থাৎ দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা দল মোট 56টি ম্যাচে জয়ী হয়েছে। কাজেই KKR যদি টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় সে ক্ষেত্রে খুব সহজেই লক্ষ্য তাড়া করে ম্যাচ জিততে পারবে তারা।

READ MORE:  Yogi Gave Gift To LSG Captain: LSG-র অধিনায়ক হতেই বাড়ল গুরুত্ব! পন্থকে বিরাট উপহার দিলেন যোগী আদিত্যনাথ | Yogi Gave Gift To Pant

KKR বনাম RCB ম্যাচের ফ্যান্টাসি টিম

ব্যাটসম্যান হিসেবের রাখতে পারেন বিরাট কোহলি, রজত পাতিদার, কুইন্টন ডি কক ও রিঙ্কু সিংকে। ভাল পয়েন্ট চাইলে, উইকেট রক্ষক হিসেবে দলে রাখতে হবে ফিল সল্ট ও জিতেশ শর্মাকে। অলরাউন্ডার হিসেবে দলে রাখা উচিত, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, ক্রূণাল পান্ডিয়াদের। এবং সবশেষে বোলার হিসেবে ড্রিম টিমে রাখতে পারেন বরুণ চক্রবর্তী, যশ দয়াল/ভুবনেশ্বর কুমারকে।

কাকে অধিনায়ক করা উচিত হবে?

বেশ কয়েকটি রিপোর্ট বলছে, আগামীকালের ম্যাচে অধিনায়ক হিসেবে সেরা বিকল্প হতে পারেন সুনীল নারিন। কেননা, ব্যাট-বল উভয় ক্ষেত্রেই বিধ্বংসী মেজাজে থাকেন তিনি। সেক্ষেত্রে শনিবার ওপেনিং করতে নেমে যদি ব্যাট হাতে ভাল পারফর্ম করেন তবে, ড্রিম টিমে বড় পয়েন্ট যোগ হবে ভক্তদের। একইভাবে বল হাতে যদি দু-একটা উইকেট তুলে নেন তবে পয়েন্ট তো যোগ হবেই সেই সাথে অধিনায়ক হিসেবেও অতিরিক্ত পয়েন্ট পেয়ে যাবেন।

READ MORE:  KKR Captain: শ্রেয়সের জায়গায় নাইটদের অধিনায়ক হতে চান তিনি! স্পষ্ট জানালেন KKR তারকা | Venkatesh Iyer Want To Be Kolkata Knight Riders Captain

অবশ্যই পড়ুন: বাংলাদেশকে ঝটকা! BIMSTEC সম্মেলনে সাক্ষাৎ করবেন না মোদী? আরজি জানিয়েছিল ঢাকা

সহ অধিনায়ক কাকে করা যায়?

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে সফল ব্যাটসম্যান হলেন বিরাট কোহলি। এই লিগে 252টি ম্যাচ খেলে 8004 রান গড়েছেন তিনি। সেই সাথে রয়েছে 55টি অর্ধশতক ও 8টি সেঞ্চুরি। একজন ব্যাটসম্যান হিসেবে দ্রুত রান করার ক্ষমতা রয়েছে বিরাটের। তাই শনিবারের ম্যাচে তাঁকে সহ অধিনায়ক হিসেবে ড্রিম টিমে রাখাই যায়। কারণ, একমাত্র বিরাটই পারেন ম্যাচের ভোল বদলে দিতে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.