লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Taskin Ahmed: IPL-এ খেলার প্রস্তাব বাংলাদেশি পেসারকে, কোন দল থেকে? জানালেন তাসকিন | LSG Invites Taskin To Join Team

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বোলারদের চোটের কারণে একপ্রকার ভেঙে পড়েছে লখনউ (LSG)। তাই IPL-এর একেবারে দ্বারপ্রান্তে পৌঁছে খুঁজতে হচ্ছে বিকল্প। মায়ঙ্ক যাদব থেকে শুরু করে মহসিন খান, আকাশ দীপ ও আবেশ খানরাও পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেননি। কাজেই তাঁদের দলে ফেরা নিয়ে অনিশ্চয়তা বেড়েছে। এমন আবহে বাংলাদেশের স্পিড স্টার তাসকিন আহমেদের শরণাপন্ন হয়েছে LSG। এমনটাই জানিয়েছেন ওপার বাংলার তারকা পেসার।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

LSG-তে খেলার প্রস্তাব পেলেন তাসকিন

টুর্নামেন্ট শুরুর আগেই একাধিক ভারতীয় পেসারের চোট নিয়ে কার্যত ধুঁকছে লখনউ। বলা যায়, IPL শুরুর আগেই চোট যন্ত্রণার কাছে হার মেনেছে ঋষভ পন্থের দল। তাই বাধ্য হয়েই দলের দুরবস্থা কাটাতে খুঁজতে হচ্ছে বিকল্প। আর সেই পথ ধরেই নাকি বাংলাদেশের তারকা পেসার তাসকিন আহমেদকে দলে যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছে সঞ্জীব গোয়েঙ্কার ম্যানেজমেন্ট।

READ MORE:  Ranji Trophy: রেলের টিটি স্ট্যাম্প ওড়াল কোহলির, বিরাটকে বধ করা কে এই হিমাংশু সাঙ্গওয়ান? | Who Is Himanshu Sangwan

সম্প্রতি তাসকিনের সাথে যোগাযোগ করেছে লখনউইয়ের ফ্রাঞ্চাইজি। শুক্রবার ঢাকার এক হোটেলে ভক্তদের সাথে ইফতার শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে টাইগারদের সঙ্গী তাসকিন বলেন, লখনউ সুপার জায়েন্ট আমাকে তাদের দলে যোগ দেওয়ার জন্য প্রস্তাব দিয়েছে। তারা জানতে চেয়েছে, বদলি হিসেবে আমি খেলতে পারবো কিনা।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

বিবিসি আমাকে এনওসি দেবে কিনা তাও জানতে চাওয়া হয়েছে। আমি তাদের স্পষ্ট জানিয়েছি, আমার যদি সুযোগ থাকে, তবে অবশ্যই বিবিসির পক্ষ থেকে এনওসি নিয়েই খেলতে যাব। সেক্ষেত্রে আমার বিশেষ কোনও সমস্যা নেই।

READ MORE:  IPL 2025: 22 মার্চ থেকে শুরু IPL, প্রিয় দল KKR-এর ম্যাচ কবে কবে? দেখে নিন তালিকা | Kolkata Knight Riders Match Schedule In IPL 2025

আদৌ এনওসি পাবেন তাসকিন?

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফ অনাপত্তি পত্র প্রসঙ্গে পদ্মা পাড়ের দল বাংলাদেশের স্পিড স্টার তাসকিন আহমেদ জানান, বোর্ডের সাথে আমার আলোচনা চলছে। এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট পরিচালনা বিভাগ এনওসি নিয়ে খুব একটা কঠোর হবে না। বাংলাদেশ বোর্ডের তরফে নাকি এও জানানো হয়েছে, সুযোগ হলে অবশ্যই এনওসি দেওয়া হবে তাসকিনকে।

অবশ্যই পড়ুন: হোমওয়ার্ক করেই মাঠে নামছি! কার উইকেটে থাবা বসাবেন RCB-র ত্রাস বরুণ? জানালেন নিজেই

প্রসঙ্গত, সম্প্রতি প্রকাশ্যে আসা বেশ কয়েকটি রিপোর্টে দাবি করা হয়েছে, লখনউ দলের তরুণ পেসার মহসিন খানের চোট যথেষ্ট গুরুতর। এখনই তাঁর সুস্থতার কোনও রকম সম্ভাবনা নেই। তাই 26 বছর বয়সি মহসিনের বিকল্প হিসেবে ভারতের অভিজ্ঞ পেসার শার্দুল ঠাকুরকে দলে টানবে LSG। শোনা যাচ্ছে, এ বিষয়ে তাঁর সাথে এক দফা কথা হয়ে গিয়েছে ম্যানেজমেন্টের। সূত্রের খবর, দিল্লির বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচের আগে দলের সাথে বিশাখাপত্তনম যেতে পারেন শার্দুল।

READ MORE:  শিয়ালদা শাখায় দুর্ভোগ, বাতিল একাধিক ট্রেন! দিনক্ষণ জানিয়ে বিজ্ঞপ্তি পূর্ব রেলের
About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.