লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

আবাস যোজনায় মহিলাদের জন্য বড় ঘোষণা! ২.৭৫ লক্ষ বাড়ির অনুমোদন দিল কেন্দ্র

Published on:

প্রধানমন্ত্রী আবাস যোজনা (PM Awas Yojana) প্রকল্পের আওতায় এবার দেশের ১০টি রাজ্যে ৩.৫৩ লক্ষ নতুন বাড়ি নির্মাণের অনুমোদন দিয়েছে কেন্দ্র সরকার। হ্যাঁ ঠিকই শুনছেন। এর মধ্যে ২.৭৫ লক্ষ বাড়ি শুধুমাত্র মহিলাদের জন্যই বরাদ্দ করে রাখা হয়েছে। ফলে নারীদের ক্ষমতায়নের পথকে এই প্রকল্প আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।

১০ রাজ্যে বাড়ি নির্মাণের অনুমোদন

গত শুক্রবার কেন্দ্রীয় আবাসন এবং নগর বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, PMAY-U 2.0 প্রকল্পের আওতায় ৩,৫২,৯১৫টি নতুন বাড়ি নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে। এই বাড়িগুলি মূলত Beneficiary-Led Construction (BLC) এবং Affordable Housing in Partnership (AHP) ক্যাটাগরির মধ্যেই পড়বে বলে জানানো হয়েছে।

READ MORE:  E-Shram Card: মিলবে ৩০০০ টাকা পেনশন, কেন্দ্র সরকারের এই প্রকল্পে নাম লিখিয়েছেন? | Central Government Pension Scheme

যে ১০টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল এই প্রকল্পের সুবিধা পাচ্ছে সেগুলি হল- অন্ধ্রপ্রদেশ, অরুনাচল প্রদেশ, জন্মু ও কাশ্মীর, বিহার, হরিয়ানা, রাজস্থান, পুদুচেরি, উত্তরপ্রদেশ, তেলেঙ্গানা এবং উড়িষ্যা। 

মহিলাদের জন্য বিশেষ সুবিধা

কেন্দ্র সরকারের এই প্রকল্পে এবার নারীদেরকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। অনুমোদিত বাড়ির মধ্যে ২.৭৫ লক্ষ বাড়ি এবার শুধুমাত্র মহিলাদের জন্যই বরাদ্দ করে রাখা হয়েছে। এর মধ্যে বিধবা, অবিবাহিত মহিলা এবং অন্যান্য বিশেষ পরিস্থিতির মহিলাদেরকেও অন্তর্ভুক্ত করে থাকছে। এছাড়াও ৯০টি বাড়ি তৃতীয় লিঙ্গ বা ট্রান্সজেন্ডার ব্যক্তির জন্য বরাদ্দ করা হয়েছে। 

READ MORE:  SBI Balance Check: হোয়াটসঅ্যাপ থেকে SMS, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ব্যালেন্স চেক করার বিভিন্ন উপায় | SBI Account Balance Onlline Check

SC, ST ও OBC-দের জন্য বিশেষ সুবিধা

প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের আওতায় সাধারণ জনগণের পাশাপাশি এবার বিভিন্ন রাজ্যের অনগ্রসর শ্রেণীদের মানুষকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। যেমন-

  • ৮০,৮৫০টি বাড়ি SC ক্যাটাগরি জন্য বরাদ্দ করে রাখা হয়েছে।
  • ১৫,৯২৮টি বাড়ি ST ক্যাটাগরি মানুষের জন্য বরাদ্দ করে রাখা হয়েছে। 
  • ২,১২,৬০৩টি বাড়ি OBC ক্যাটাগরির আবেদনকারীদের জন্য বরাদ্দ করা হয়েছে। 

উত্তরপ্রদেশে অতিরিক্ত সুবিধা

সম্প্রতি উত্তরপ্রদেশ সরকার PMAY-U 2.0 প্রকল্পের সঙ্গে আরো কিছু অতিরিক্ত সুবিধা যোগ করেছে। প্রথমত ৭০ বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিকদের জন্য অতিরিক্ত ৩০,০০০/-টাকা দেওয়া হবে। পাশাপাশি ৪০ বছরের বেশি অবিবাহিত মহিলা, বিধবা ও স্বামী থেকে বিচ্ছিন্ন মহিলাদেরকে ২০,০০০/- টাকা অতিরিক্ত সহায়তা করা হবে।

READ MORE:  Jio Starlink: ভারতে ঝড় উঠবে ইন্টারনেট পরিষেবায়, হাত মেলাল Jio-Starlink | Mukesh Ambani, Elon Musk

২০২৪ সালের ১লা সেপ্টেম্বর থেকে PMAY-U 2.0 মিশন শুরু হয়। সরকারের মূল উদ্দেশ্য হলো, ৫ বছরের মধ্যে দেশের ১ কোটি অতিরিক্ত গরিব এবং মধ্যবিত্ত পরিবারের মাথার উপর আশ্রয়ের ছাদ তৈরি করে দেওয়া। তবে মূল প্রকল্প, অর্থাৎ PMAY-U প্রকল্পটি ২০১৫ সালে চালু করা হয়েছিল। এখনো পর্যন্ত এই প্রকল্পের মাধ্যমে ১১৮.৬৪ লক্ষ বাড়ি অনুমোদন পেয়েছে এবং ৯২ লক্ষের বেশি বাড়ি নির্মাণ সম্পন্ন হয়েছে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.