লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Recharge Plan: আজ রিচার্জ করলে ২০২৬-এর মার্চ অবধি ফ্রি! কোটি কোটি গ্রাহকের চিন্তা দূর করল Jio | 3599 Rupees Recharge Plan Of Jio

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রিচার্জ নিয়ে দুশ্চিন্তার দিন শেষ! গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে প্রিপেড রিচার্জ প্ল্যান গুলির লাইন আপে একটি দুর্দান্ত সাশ্রয়ী রিচার্জ প্ল্যান রেখেছে ভারতের বৃহত্তম টেলিকম নেটওয়ার্ক সংস্থা Jio। সংস্থা জানিয়েছে, গ্রাহকরা যদি একবার এই রিচার্জ প্ল্যানটি কিনে নেন সেক্ষেত্রে 2026 সাল পর্যন্ত রিচার্জের টেনশন থেকে একেবারে ছুটকারা পেয়ে যাবেন। হ্যাঁ, আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু 1 বছরের বৈধতা যুক্ত Jio-র দুর্দান্ত এক রিচার্জ প্ল্যান।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

এক রিচার্জেই কমবে ঝঞ্ঝাট

গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে, বছরের বিভিন্ন সময় নতুন নতুন রিচার্জ প্ল্যান ও দুর্দান্ত সব অফার নিয়ে হাজির হয় আম্বানি সংস্থা। সেইসব রিচার্জ প্ল্যান গুলির মধ্যে Jio তাদের মূল্যবান গ্রাহকদের জন্য এমন একটি রিচার্জ প্ল্যান রেখেছে, যা একবার রিচার্জ করে নিলে আগামী 1 বছরের জন্য মোবাইল রিচার্জ নিয়ে কোনও রকম দুশ্চিন্তা করতে হবে না।

READ MORE:  প্রিপেডের থেকে ভালো Jio, Airtel ও Vi এর পোস্টপেড প্ল্যান? আনলিমিটেড ডেটা ও কলিং সহ পাবেন বিভিন্ন সুবিধা

বলে রাখি, সংস্থার প্রিপেড লাইন আপে 1 বছরের বৈধতা যুক্ত 3599 টাকার একটি দুর্ধর্ষ রিচার্জ প্ল্যান রয়েছে। যা আগামী 1 বছর পর্যন্ত মোবাইল রিচার্জ সংক্রান্ত যাবতীয় সমস্যা থেকে গ্রাহকদের মুক্তি দেবে।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

3599 টাকার প্ল্যানের সুবিধা

Jio তাদের প্রিপেড প্ল্যানের লাইনআপে 365 দিনের বৈধতা যুক্ত যে 3599 টাকার প্ল্যানটি রেখেছে, তা একবার রিচার্জ করে নিলে রিচার্জ সংক্রান্ত সমস্যা থেকে দীর্ঘ সময়ের জন্য মুক্তি পাবেন। কী কী সুবিধা পাওয়া যাবে?

READ MORE:  India Vs Bangladesh Free Live Streaming: বিনামূল্যে ভারত-বাংলাদেশ ম্যাচ দেখতে চান? রইল ফ্রি চ্যানেল ও OTT-র হদিশ | ICC Champions Trophy OTT Channel

Jio তাদের এই রিজার্জ প্ল্যনটিতে 1 বছরের বৈধতা যুক্ত প্রতিদিন 2.5 GB ডেটা, দৈনিক 100 SMS, আনলিমিটেড কলিংয়ের সুবিধা দিচ্ছে। জানা যাচ্ছে, Jio-র এই প্ল্যানে মোট 912.5 GB ডেটা পেয়ে যাবেন গ্রাহকরা। সংস্থা জানিয়েছে, দৈনিক ডেটা কোটা শেষ হয়ে গেলেও প্রতিদিন 64Kbps স্পিডে ইন্টারনেটের কাজ করতে পারবেন ব্যবহারকারীরা।

অবশ্যই পড়ুন: ছিল না মাথা গোঁজার ঠাঁই, ৩০ টাকার লটারি কেটে রাতারাতি কোটিপতি পূর্ব বর্ধমানের রাজমিস্ত্রি

পাওয়া যাবে JioHotstar সাবস্ক্রিপশন ও অন্যান্য সুবিধা

Jio তাদের কয়েক কোটি গ্রাহকদের জন্য 3599 টাকার বার্ষিক রিচার্জ প্লানে আনলিমিটেড কলিং, দৈনিক 100 SMS ও প্রতিদিন 2.5 GB ডেটার পাশাপাশি 90 দিনের JioHotstar সাবস্ক্রিপশন দিচ্ছে।

READ MORE:  Recharge Plan: ১০০ টাকায় ডবল ধামাকা! রিচার্জের সাথে ফ্রিতে JioHostar পাবেন জিও গ্রাহকরা | Jio Launches 100 Rupees JioHotstar Subscription Plan

তবে হ্যাঁ, 1 বছরের এই প্ল্যানটি রিচার্জ করলে যে JioHotstar সংস্ক্রিপশন পাবেন তা শুধু মোবাইল ফোনের ক্ষেত্রেই বৈধ। ল্যাপটপ বা কম্পিউটারে এই সুবিধা অ্যাভিল করা যাবে না। একই সাথে অতিরিক্ত সুবিধা হিসেবে, 3599 টাকার প্ল্যানে 50 GB AI Cloud স্টোরেজের সুবিধা দিচ্ছে Jio।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.