লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Samsung Galaxy F16 5G Price Drop: ৫০ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরার Samsung Galaxy F16 5G এখন বিপুল ছাড়ে, এখান থেকে অর্ডার করুন | Flipkart OMG Gadgets Sale Samsung Galaxy F16 5G Offer

Published on:

অঙ্কিতা মন্ডল, কলকাতা: Samsung Galaxy F16 5G এর দাম অনেকটাই কমলো। ডিভাইসটি এখন সস্তায় পাওয়া যাচ্ছে। স্যামসাংয়ের এই হ্যান্ডসেটটি তিনটি … Read more

অঙ্কিতা মন্ডল, কলকাতা: Samsung Galaxy F16 5G এর দাম অনেকটাই কমলো। ডিভাইসটি এখন সস্তায় পাওয়া যাচ্ছে। স্যামসাংয়ের এই হ্যান্ডসেটটি তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে এসেছে – ৪ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ। এর বেস মডেলের দাম ১৩,৪৯৯ টাকা এবং টপ মডেলের মূল্য ১৬,৯৯৯ টাকা। স্যামসাংয়ের এই বাজেট স্মার্টফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি সহ দুর্দান্ত ফিচার উপস্থিত।

READ MORE:  Samsung Galaxy Flip 6 Discount: ১১ হাজার টাকা ডিসকাউন্টের সাথে এক্সট্রা ক্যাশব্যাক, Samsung Galaxy S24 ও Galaxy Z Flip 6 বিরাট সস্তায় | Samsung Galaxy S24 Offer

সস্তায় কিনুন Samsung Galaxy F16 5G

স্যামসাং গ্যালাক্সি এফ১৬ ৫জি অফিসিয়াল ওয়েবসাইটের পাশাপাশি ই-কমার্স ওয়েবসাইট Flipkart থেকে কেনা যাবে। ই-কমার্স ওয়েবসাইটে এর ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ১৬,৪৯৯ টাকায় তালিকাভুক্ত আছে। আবার ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ এটি ১৫,৪৯৯ টাকায় কেনা যেতে পারে। এছাড়াও ৯,৫০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার পাওয়া যাবে।

READ MORE:  Best Smartphone Under 12000: ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার Redmi, OnePlus, Poco স্মার্টফোন, দাম শুরু ১০৯৯৯ টাকা থেকে | Best Smartphone 108 Megapixel Camera

Samsung Galaxy F16 5G এর ফিচার

স্যামসাং গ্যালাক্সি এফ১৬ ৫জি ফোনে ৬.৬৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার AMOLED ডিসপ্লে আছে। এই ডিসপ্লে ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা ১১টি 5G ব্যান্ড সাপোর্ট করে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ২৫ ওয়াট ইউএসবি টাইপ সি সাপোর্ট করবে।

READ MORE:  Realme Narzo 80X 5G Colour: বাজার কাঁপাতে আসছে Realme Narzo 80x 5G, ফটো-ভিডিয়ো রাখার জন্য পাবেন বিশাল স্টোরেজ | Realme Narzo 80X 5G India Launch

Samsung Galaxy F16 5G ফোনের পিছনে ফটোগ্রাফির জন্য ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৫ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল সেন্সর। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই স্মার্টফোনে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে।

ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ওয়ান ইউআই ৬.০ কাস্টম স্কিনে চলে। সিকিউরিটির জন্য এতে ফেস আনলকের সাথে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.