লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

একবার রিচার্জ করলেই ১ বছর সব ফ্রি! স্বল্পমুল্যের এই রিচার্জ প্ল্যানে Jio দিচ্ছে একগুচ্ছ সুবিধা

Published on:

আজকাল স্মার্টফোন ব্যবহার করেনা এমন মানুষের সংখ্যা খুবই কম। আর স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য প্রতিমাসে রিচার্জ করা এক ঝামেলা হয়ে দাঁড়ায়। তাই যদি একবার রিচার্জ করলেই পুরো এক বছর নিশ্চিন্তে থাকা যায়, তাহলে সেটাই ভালো। এবার ভারতের বৃহত্তম টেলিকম সংস্থা জিও তেমনই একটি প্ল্যান নিয়ে আসলো, যেখানে মাত্র একবার রিচার্জ করলেই ২০২৬ সালের মার্চ মাস পর্যন্ত নিশ্চিন্তে থাকা যাবে।

এক রিচার্জেই এক বছর নিশ্চিন্ত

রিলায়েন্স জিও তাদের গ্রাহকদের জন্য বরাবরই নতুন নতুন অফার নিয়ে আসে, যা ব্যবহারকারীদের কম খরচে প্রচুর সুবিধা প্রদান করে। এবারও তার ব্যাতিক্রম হলো না। এই সংস্থার প্রিপেড প্ল্যান লাইনআপে এমন একটি প্ল্যান যুক্ত করা হয়েছে এবার, যেখানে একবার রিচার্জ করলে পুরো এক বছর নিশ্চিন্তে থাকা যাবে। অর্থাৎ, মোবাইল রিচার্জের কোনোরকম ঝামেলা থাকবে না।

READ MORE:  অল্প সময়ে দ্বিগুণ মুনাফা! SBI নিয়ে আসলো এবার সেরা স্কিম

আসলে জিওর এই প্ল্যানটির মূল্য হচ্ছে ৩৫৯৯ টাকা। এই প্ল্যানের বৈধতা থাকছে ৩৬৫ দিন। অর্থাৎ পুরো ১ বছর। তাই যারা বারবার রিচার্জ করতে চান না, তাদের জন্য হতে পারে এটি সেরা বিকল্প। 

এই প্ল্যানে কী কী সুবিধা মিলবে?

জিওর বার্ষিক এই রিচার্জ প্ল্যানে গ্রাহকরা যে সমস্ত সুবিধাগুলি পাচ্ছে সেগুলি হল-

  • প্রতিদিন ২.৫জিবি করে ডেটা পাওয়া যাবে। অর্থাৎ পুরো ১ বছরের জন্য মোট ৯১২.৫জিবি ডেটা মিলছে। 
  • যেকোনো নেটওয়ার্কের ফ্রি আনলিমিটেড কলিং-এর সুবিধা পাওয়া যাচ্ছে। 
  • প্রতিদিন ১০০টি করে এসএমএস এর সুবিধা পাওয়া যাচ্ছে। 
  • সব থেকে বড় সুবিধা, নির্ধারিত দৈনিক ডেটা সীমা শেষ হয়ে গেলেও ইন্টারনেটের গতি নেমে আসবে ৬৪ Kbps। তবে ইন্টারনেট পুরোপুরি বন্ধ হবে না।
READ MORE:  এক প্ল্যানে চলবে গোটা ফ্যামিলির মোবাইল, বাম্পার অফার আনল Jio

JioHotstar সাবস্ক্রিপশন

এই প্ল্যানে শুধুমাত্র কলিং বা ডেটা নয়। জিও ৯০ দিনের JioHotstar মোবাইল সাবস্ক্রিপশনও দিচ্ছে। হ্যাঁ একদম ঠিকই শুনেছেন। অর্থাৎ, ৩ মাস ধরে JioHotstar অ্যাপে আপনি জনপ্রিয় সিনেমা, লাইভ টিভি শো বা স্পোর্টস ইত্যাদি দেখতে পারবেন একদম ফ্রিতে। তবে এটি শুধুমাত্র মোবাইল ফোনে ব্যবহার করা যাবে। টিভিতে দেখতে হলে আরো বেশি মুল্যের রিচার্জ করতে হবে।

READ MORE:  Gold Silver Rate Today: বিয়ের মরসুমে সোনার দাম বাড়ল না কমল? জানুন এক ক্লিকেই | Gold And Silver Rate Today Kolkata

এর পাশাপাশি জিও এই বার্ষিক প্ল্যানে অতিরিক্ত ৫০জিবি AI Cloud স্টোরেজের সুবিধা দিচ্ছে, যা ক্লাউড স্টোরেজ ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে আরও বাড়িয়ে তুলবে। 

কাদের জন্য এই প্ল্যান সেরা?

যারা মূলত দীর্ঘমেয়াদি প্ল্যান খুঁজে থাকেন এবং বারবার রিচার্জের হাত থেকে মুক্তি পেতে চান, তাদের জন্য হতে পারে এটি সেরা বিকল্প। বিশেষ করে স্টুডেন্ট, ফ্রিল্যান্সার বা কর্মজীবী মানুষ, যারা বাড়িতে বসে প্রচুর পরিমাণে ডেটা ইউজ করেন তাদের জন্য হতে পারে সেরা বিকল্প।

তাই যদি আপনি একবার রিচার্জ করে পুরো ১ বছরের জন্য নিশ্চিন্ত থাকতে চান, তাহলে এই প্ল্যানটি এখনই রিচার্জ করুন এবং ২০২৬ সালের মার্চ মাস পর্যন্ত নিশ্চিন্তে থাকুন।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.