লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

OnePlus 13 নাকি Xiaomi 15: দুই ফ্ল্যাগশিপ ফোনের মধ্যে পারফরম্যান্সের বিচারে সেরা কোনটা, দেখুন তুলনা | OnePlus 13 vs Xiaomi 15 Compare

Published on:

সুমন পাত্র, কলকাতা: OnePlus 13 vs Xiaomi 15: দুটোই ফ্ল্যাগশিপ, দুটোই জমকালো ডিজাইনের অনবদ্য প্রিমিয়াম স্মার্টফোন। রয়েছে একগুচ্ছ এআই বৈশিষ্ট্য … Read more

সুমন পাত্র, কলকাতা: OnePlus 13 vs Xiaomi 15: দুটোই ফ্ল্যাগশিপ, দুটোই জমকালো ডিজাইনের অনবদ্য প্রিমিয়াম স্মার্টফোন। রয়েছে একগুচ্ছ এআই বৈশিষ্ট্য এবং নজরকাড়া ক্যামেরা। কিন্তু, এগিয়ে কোন ডিভাইস? পারফরম্যান্সের বিচারে ওয়ানপ্লাস এবং শাওমি দুই ব্র্যান্ডই সেয়ানে সেয়ানে টক্কর দিচ্ছে। তবে সামান্য হলেও কে এগিয়ে রয়েছে, তা জানার জন্য দুই স্মার্টফোনের বিস্তারিত ফিচারের তুলনা আলোচনা করা হল প্রতিবেদনে।

OnePlus 13 বনাম Xiaomi 15 : ডিসপ্লে

OnePlus 13 মডেলে আছে LTPO ৪.১ প্রযুক্তি-সহ ৬.৮২ ইঞ্চি ProXDR AMOLED ডিসপ্লে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৪৫০০ নিটস পর্যন্ত সর্বোচ্চ উজ্জ্বলতা। ডিসপ্লেটিতে ডলবি ভিশন, HDR 10+ এবং HDRVivid সাপোর্টও রয়েছে।

READ MORE:  Xiaomi 15 Ultra Camera: শাওমির 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোনে বাজার কাঁপছে, ফিচার্স শুনলে থ হয়ে যাবেন! | Xiaomi 15 Ultra Launch Date February 26

অপরদিকে, Xiaomi 15 ফোনে ৬.৩৬ ইঞ্চি CrytalRes AMOLED ডিসপ্লে পাওয়া যাবে, যার ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৩২০০ নিটস পর্যন্ত সর্বোচ্চ উজ্জ্বলতা রয়েছে। এটি ওয়েট টাচ প্রযুক্তি, HDR 10+, Dolby Vision এবং Pro HDR সমর্থন করে।

OnePlus 13 বনাম Xiaomi 15 : পারফরম্যান্স

OnePlus 13 এবং Xiaomi 15, উভয় ডিভাইসেই কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর উপস্থিত। যা শক্তিশালী কর্মক্ষমতা এবং ফ্ল্যাগশিপ অভিজ্ঞতা দিতে পারে। তবে, OnePlus 13 উন্নত কর্মক্ষমতা এবং মাল্টিটাস্কিংয়ের জন্য ২৪ জিবি পর্যন্ত RAM এবং ১ টিবি পর্যন্ত অভ্যন্তরীণ স্টোরেজ অফার করে। সফ্টওয়্যার রয়েছে অ্যন্ড্রয়েড ১৫। , অন্যদিকে, Xiaomi 15-তে রয়েছে HyperOS ২.০, যা অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক।

READ MORE:  80W ফাস্ট চার্জিং ও 50 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সহ এন্ট্রি নিচ্ছে Oppo-র নতুন ফোন

OnePlus 13 বনাম Xiaomi 15 : ক্যামেরা

ওয়ানপ্লাস ১৩ ডিভাইসে ট্রিপল-ক্যামেরা সেটআপ উপস্থিত, যার মধ্যে ৫০ মেগাপিক্সেল Sony LYT-৮০৮ প্রাইমারি ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল Sony LYT-৬০০ টেলিফটো ক্যামেরা এবং ৫০ মেগাপিক্সেল Samsung ISOCELL JN৫ আল্ট্রা-ওয়াইড ক্যামেরা দেওয়া হয়েছে। স্মার্টফোনটি ১২০x পর্যন্ত ডিজিটাল জুম অফার করে। সামনে রয়েছে ৩২ মেডিকেল Sony IMX৬১৫ ক্যামেরা।

READ MORE:  Vivo ফোন পছন্দ? ২০২৫ সালে কোম্পানির সেরা ক্যামেরা ও ফিচারের স্মার্টফোন এগুলি | Vivo Best Smartphones in 2025

শাওমি ১৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোনে পাওয়া যাবে Xiaomi Light Fusion ৯০০ সেন্সর-সহ ৫০ মেগাপিক্সেল Leica প্রাইমারি ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল Leica টেলিফটো ক্যামেরা এবং ৫০ মেগাপিক্সেল Leica আল্ট্রা-ওয়াইড ক্যামেরা। সেলফির জন্য, এতে HDR এবং HDR 10+ সাপোর্ট-সহ ৩২ মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে।

OnePlus 13 বনাম Xiaomi 15 : দাম

ওয়ানপ্লাস ১৩ এর ১২ জিবি র‌্যাম + ২৪৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৬৯,৯৯৯ টাকা। তবে, Xiaomi 15 এর ১২ জিবি + ৫১২ জিবি সিঙ্গেল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ভারতে ৬৪,৯৯৯ টাকা। অর্থাৎ ৫ হাজার টাকা কম।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.