লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

অনুষ্ঠানে সুন্দর ফটো তোলার জন্য বিশেষ ক্যামেরা ফিচার আসছে Vivo-র স্মার্টফোনে | Vivo V50e India Wedding Portrait Mode

Published on:

অঙ্কিতা মন্ডল, কলকাতা:  Vivo কোম্পানির V সিরিজ অধীনে যে সব ফোন লঞ্চ হয়, সেগুলি চমৎকার ক্যামেরা এবং নজরকাড়া ডিজাইনের জন্য … Read more

অঙ্কিতা মন্ডল, কলকাতা:  Vivo কোম্পানির V সিরিজ অধীনে যে সব ফোন লঞ্চ হয়, সেগুলি চমৎকার ক্যামেরা এবং নজরকাড়া ডিজাইনের জন্য সুনাম অর্জন করেছে। এবার এই লাইনআপের নতুন সদস্য হিসাবে ভারতে আসছে Vivo V50e। ফোনটি আগামী মাসেই আনুষ্ঠানিকভাবে লঞ্চ হবে বলে জল্পনা শোনা যাচ্ছে। আর এখন ফাঁস হওয়া একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, ফোনটিতে ভারতের জন্য বেশ কিছু চমৎকার এক্সক্লুসিভ ফিচার্স যোগ করা হবে।

READ MORE:  Vivo T3 Pro 5G Sale: সুপার ফাস্ট চার্জিং সহ দুর্দান্ত ক্যামেরা, Vivo T3 Pro 5G সেলের প্রথম দিনে বিরাট সস্তায় | Flipkart Month End Mobile Festival Sale

Vivo V50e ইন্ডিয়া এক্সক্সুসিভ ক্যামেরা ফিচার্স অফার করবে

ভিভোর V50 লাইনআপ ফটোগ্রাফির জন্য জনপ্রিয়তা লাভ করেছে এবং V50e এর ক্ষেত্রেও ব্যতিক্রম হচ্ছে না। মাইস্মার্টপ্রাইসের প্রতিবেদন অনুসারে, এই ফোনে একটি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকবে। এটি একটি Sony IMX882 সেন্সর যা অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন বা OIS সমর্থন করে। এই ক্যামেরাটি ১x, ১.৫x, এবং ২x ফোকাল লেন্থ সহ মাল্টিফোকাল পোর্ট্রেটও অফার করে।

READ MORE:  Oppo Reno 13 New Colour: জিরো ডাউন পেমেন্ট সহ বাড়ি নিয়ে যান Oppo Reno 13 5G, রয়েছে লোভনীয় অফার | Oppo Reno 13 Discount Offer

Vivo V50e-এর অন্যতম বিশেষত্ব হবে ইন্ডিয়া এক্সক্লুসিভ ওয়েডিং পোর্ট্রেট স্টুডিও মোড। নাম থেকেই বোঝা যাচ্ছে যে এটি সম্ভবত একটি কাস্টম শুটিং মোড যা ব্যবহারকারীদের বিবাহের নান্দনিকতার সাথে মেলে এমন পোর্ট্রেট ক্যাপচার করতে দেয়। আগের একটি রিপোর্ট অনুযায়ী, স্মার্টফোনটির ব্যাক প্যানেলে মার্বেলের মতো ফিনিশ সহ ডুয়াল-ক্যামেরা সেটআপ রয়েছে। ক্যামেরা সেন্সরের নীচে একটি রিং লাইট লাইট রয়েছে।

ভিভো ভি৫০ই-এর সামনের দিকে ৬.৭ ইঞ্চির কোয়াড কার্ভড অ্যামোলেড ডিসপ্লে থাকতে পারে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১.৫K রেজোলিউশন অফার করবে বলে আশা করা হচ্ছে। এটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ প্রসেসর দ্বারা চালিত হতে পারে। ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ অপশন থাকবে। ফোনটিতে ৫,৬০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে, যা ৯০ ওয়াট ফাস্ট চার্জিং অফার করবে। এছাড়া,  আইপি৬৮/আইপি৬৯ ওয়াটার রেজিট্যান্স রেটিং ও ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকার সম্ভাবনা রয়েছে।

READ MORE:  Redmi Note 13 Pro Price Drop: হুর হুর করে কমল দাম, মাত্র ১৫ হাজারে পাওয়া যাচ্ছে ২০০ মেগাপিক্সেল ক্যামেরার Redmi Note 13 Pro স্মার্টফোন | Flipkart Month End Mobile Festival Sale

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.