লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

boAt Storm Infinity Smartwatch Launched: মাত্র ১২৯৯ টাকায় ব্লুটুথ কলিং সহ boAt Storm Infinity স্মার্টওয়াচ লঞ্চ হল | boAt Storm Infinity Smartwatch Price in India

Published on:

boAt Storm Infinity এর দাম ১,২৯৯ টাকা রাখা হয়েছে এবং নির্বাচিত ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে ১০০ টাকা ছাড় পাওয়া যাচ্ছে।

boAt আজ ভরতে তাদের নতুন স্মার্টওয়াচটি Storm Infinity লঞ্চ করল। এর দাম রাখা হয়েছে হাজার টাকার কাছাকাছি। সম্পূর্ণ চার্জ হলে এই স্মার্ট ওয়াচটি ১৫ দিনের বেশি ব্যাটারি লাইফ দেবে। এর পাশাপাশি মাত্র ৬০ মিনিটে এটি সম্পূর্ণ চার্জ হয়ে যায়। এতে একাধিক হেলথ ফিচার উপস্থিত। আসুন boAt Storm Infinity এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

READ MORE:  ১৬ ইঞ্চি HP থেকে Lenovo ল্যাপটপে বাম্পার ডিসকাউন্ট, এখান থেকে অর্ডার করলে বেশি ফায়দা

boAt Storm Infinity স্মার্টওয়াচের দাম

বোট স্টর্ম ইনফিনিটি এর দাম ১,২৯৯ টাকা রাখা হয়েছে এবং নির্বাচিত ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে ১০০ টাকা ছাড় পাওয়া যাচ্ছে। এই ওয়াচটি Amazon, Flipkart এবং নির্বাচিত অফলাইন স্টোরগুলির পাশাপাশি কোম্পানির ওয়েবসাইট থেকে কেনা যাবে। এটি অ্যাক্টিভ ব্ল্যাক, চেরি ব্লসম, ব্রাউন, ডীপ ব্লু, জেড গোল্ড, সিলভার মিস্ট, স্পোর্টস ব্ল্যাক এবং স্পোর্টস গ্রীন কালার অপশনে এসেছে।

READ MORE:  Kodak Smart TV: অবিশ্বাস্য অফার! ৭০০০ টাকার কমে বড় স্ক্রিনের Smart TV, এমন সুযোগ হারাবেন না | Kodak Smart TV Discount Offer

boAt Storm Infinity এর ফিচার ও স্পেসিফিকেশন

বোট স্টর্ম ইনফিনিটি স্মার্টওয়াচে আছে ASAP প্রযুক্তি, যার কারণে মাত্র ১০ মিনিট চার্জে ওয়াচটি দীর্ঘক্ষণ ব্যাকআপ দেবে। এর পাশাপাশি ঘড়িতে ব্লুটুথ কলিং সাপোর্ট, বিল্ট-ইন স্পিকার এবং মাইক্রোফোন সহ পাওয়া যাবে, এবং ব্যবহারকারীরা এতে কন্ট্যাক্ট সেভ রাখতে পারবে। বোট স্টর্ম ইনফিনিটি ওয়াচে ১.৮৩ ইঞ্চি HD ডিসপ্লে দেওয়া হয়েছে, যা ৫৫০ নিটস পিক ব্রাইটনেস অফার করে।

READ MORE:  Lava ProWatch X: ভারতের প্রথম ফিট ৩৬০ ডিগ্রি স্মার্টওয়াচ লঞ্চ করছে লাভা, দাম কত থাকবে | Lava ProWatch X Smartwatch Launch Date

boAt Storm Infinity স্মার্টওয়াচে ক্রাউন দেওয়া হয়েছে, যার মাধ্যমে এটি পরিচালনা করা সহজ হবে। এই ঘড়িটি IP68 ধুলো এবং জল প্রতিরোধী রেটিং সহ এসেছে। এতে অনেক স্পোর্টস মোড উপস্থিত এবং একাধিক হেলথ ফিচার উপস্থিত। হার্ট রেট থেকে শুরু করে স্লিপ ট্র্যাকিং এবং SpO2 মনিটরিংয়ের সুবিধা রয়েছে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.