সৌভিক মুখার্জী, কলকাতা: দীর্ঘ প্রতীক্ষার প্রহর গোনার দিন শেষ। অবশেষে বাঁকুড়াবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে। এবার আর খড়গপুর হয়ে নয়, বরং হাওড়া থেকে সরাসরি বাঁকুড়ায় (Howrah-Bankura Train) ট্রেন পৌঁছাবে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। তাও কিনা ইন্টারসিটি এক্সপ্রেস। সম্প্রতি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বাঁকুড়ার বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁয়ের আবেদনে সারা দিয়ে এই রেলপথের সবুজ সংকেত দিয়েছেন।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
কীভাবে সুবিধা পাবেন বাঁকুড়াবাসীরা?
হাওড়া থেকে বাঁকুড়া পৌঁছাতে আগে খড়গপুর দিয়েই আসতে হতো। কিন্তু মসাগ্রাম হয়ে সরাসরি হাওড়া-বাঁকুড়া রেলপথ চালু হলে মাত্র ১৮৫ কিলোমিটার যাত্রা করলেই দ্রুত পৌঁছানো যাবে বাঁকুড়ায়। বিশেষ করে পাত্রসায়র, ইন্দাস, সোনামুখী সহ আশেপাশের এলাকার মানুষরা এই রেল পরিষেবায় প্রচুর উপকৃত হবেন।
কবে থেকে শুরু হবে ট্রেন পরিষেবা?
রেলের সূত্র মারফত জানা গিয়েছে, রেলপথ সম্প্রসারণের কাজ প্রায় শেষের দিকে। জয়রামবাটি থেকে বড় গোপীনাথপুর পর্যন্ত নতুন রেল লাইন তৈরির কাজ ইতিমধ্যেই হয়ে গিয়েছে। পূর্ব রেল জানিয়ে দিয়েছে, আগামী ২৭শে মার্চ প্রথম পরীক্ষামূলক ট্রেন এই লাইনে চালানো হবে। সবকিছু ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই এই রুটে ট্রেন চলাচল শুরু হবে।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
বিষ্ণুপুর-জয়রামবাটি রেল সংযোগ
শুধু বাঁকুড়া-হাওড়া রেল সংযোগ নয়। বরং, এবার বিষ্ণুপুর থেকে জয়রামবাটিও রেলপথ যুক্ত হতে চলেছে। তারকেশ্বর-বিষ্ণুপুর রেলপথের মূল অংশ হবে এই নতুন সংযোগ। ফলে হাওড়া থেকে সরাসরি এবার জয়রামবাটি পৌঁছানো যাবে। পর্যটন কেন্দ্র হিসেবে বিখ্যাত বিষ্ণুপুর ও মা সারদার জন্মস্থান জয়রামবাটির মধ্যে যোগাযোগ এবার আরো সহজ হবে।
পরিষেবার নতুন দিগন্ত
এই নতুন রেল পরিষেবা চালু হলে শুধুমাত্র বাঁকুড়াবাসী নয়। বরং, গোটা পশ্চিমবঙ্গের মানুষই উপকৃত হবে এবং ব্যবসার ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়বে। এই রেলপথ নতুন যোগাযোগের মাধ্যম আরও একধাপ বাড়িয়ে দেবে। পাশাপাশি এই অঞ্চলের অর্থনৈতিক দিক থেকে শুরু করে সামাজিক উন্নতিতে বড় ভূমিকা রাখবে।