এখানে আমরা এয়ারটেলের এমন দুটি রিচার্জ প্ল্যানের কথা বলবো যেখানে ফ্রি কলিং, ডেটা এবং সাথে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম জিও হটস্টারের ফ্রি সাবস্ক্রিপশন পাওয়া যাবে।
Airtel দেশের দ্বিতীয় সবচেয়ে বড় টেলিকম কোম্পানি। দেশজুড়ে প্রায় ৩৮ কোটি মানুষ এয়ারটেলের সিম ব্যবহার করেন। গত কয়েক মাসে এয়ারটেল তাদের পোর্টফোলিওতে একাধিক প্ল্যান যুক্ত করেছে। সংস্থার তরফে যেমন দীর্ঘ মেয়াদী প্ল্যান আনা হয়েছে, অপরদিকে ওটিটি সুবিধা সহ বেশ কয়েকটি প্ল্যান লঞ্চ করা হয়েছে। গ্রাহকদের সুবিধার কথা চিন্তা করে Airtel এখন তাদের শর্ট টার্ম প্ল্যানের সাথে ফ্রি ওটিটি সাবস্ক্রিপশন দিচ্ছে।
যদি আপনি এয়ারটেল গ্রাহক হন এবং কোনো সস্তা রিচার্জ প্ল্যান খোঁজ করে থাকেন তাহলে এই প্রতিবেদন আপনার জন্য। এখানে আমরা এয়ারটেলের এমন দুটি রিচার্জ প্ল্যানের কথা বলবো যেখানে ফ্রি কলিং, ডেটা এবং সাথে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম জিও হটস্টারের ফ্রি সাবস্ক্রিপশন পাওয়া যাবে।
Airtel এর ২৮ দিনের রিচার্জ প্ল্যান
এয়ারটেলের পোর্টফোলিওতে ৩০১ টাকার একটি অসাধারণ প্ল্যান রয়েছে। এই রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। এখানে আপনি সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিং করতে পারেন। এর পাশাপাশি প্রতিদিন ১০০টি ফ্রি এসএমএস দেওয়া হবে। ডেটা সুবিধার কথা বললে, এই প্ল্যানে দৈনিক ১ জিবি ডেটা পাওয়া যাবে। যদি আপনি ক্রিকেট প্রেমী হন অথবা সিনেমা এবং ওয়েব সিরিজ দেখার জন্য পাগল থাকেন, তাহলে এয়ারটেল এখানে জিও হটস্টারের ফ্রি সাবস্ক্রিপশনও দিচ্ছে।
Airtel এর ২৮ দিনের জনপ্রিয় প্ল্যান
এয়ারটেলের কাছে ২৮ দিনের বৈধতা সহ আরেকটি প্ল্যান আছে। এই প্ল্যানের দাম ৩৯৮ টাকা। এখানে কোটি কোটি ব্যবহারকারী সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কল করতে পারবেন। এর সঙ্গে প্রতিদিন ১০০ ফ্রি এসএমএসও দেওয়া হচ্ছে। আর সিনেমা, ওয়েব সিরিজ এবং আইপিএল ২০২৫ দেখার জন্য এখানে ২৮ দিনের জন্য হটস্টারের ফ্রি সাবস্ক্রিপশনও রয়েছে। মোবাইল ডেটার কথা বললে, এই প্ল্যানে গ্রাহকরা ২৮ দিনের জন্য মোট ৫৬ জিবি ডেটা পাবেন, যার মানে হল আপনি প্রতিদিন ২ জিবি ডেটা ব্যবহার করতে পারবেন।