লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Oppo F29 5G 50 Sale: কয়েক মিনিট পরেই শুরু হচ্ছে সেল, Oppo F29 5G সবচেয়ে কম দামে কেনার দারুন সুযোগ | Oppo F29 5G 50 Price

Published on:

Oppo F29 5G ফোনের ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৩,৯৯৯ টাকা রাখা হয়েছে।

অঙ্কিতা মন্ডল, কলকাতা: ওপ্পো সম্প্রতি ভারতীয় বাজারে তাদের নতুন মিলিটারী গ্রেড স্মার্টফোন Oppo F29 5G লঞ্চ করেছে। আজ রাত ১২ টায় অর্থাৎ ২৭ মার্চ ডিভাইসটি প্রথমবার সেলে বিক্রির জন্য উপলব্ধ হতে চলেছে। এই সেলে ডিভাইসটি লোভনীয় ব্যাঙ্ক অফার এবং এক্সচেঞ্জ অফারের সাথে কেনা যাবে। আপনি ফ্লিপকার্ট থেকে Oppo F29 5G অর্ডার করতে পারবেন। এটি স্লিক এবং প্রিমিয়াম অনুভূতি দেবে। এতে IP69 রেটিং ওয়াটারপ্রুফ রেটিং পাওয়া যাবে।

READ MORE:  ভ্যালেন্টাইনস ডে সেলে হাজার হাজার টাকা কমে কিনুন Motorola Edge 50 Fusion, রয়েছে দুর্দান্ত ক্যামেরা

Oppo F29 5G প্রথম সেলে অসাধারণ অফারে কিনুন

ওপ্পো এফ২৯ ৫জি ফোনের ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৩,৯৯৯ টাকা রাখা হয়েছে। আবার এর ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে ২৫,৯৯৯ টাকা।

তবে ওপ্পো এফ২৯ ৫জি‌ কেনার সময় SBI কার্ড, HDFC ব্যাঙ্ক, Axis ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা এবং IDFC First ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করলে ১০ শতাংশ ডিসকাউন্ট পাওয়া যাবে। ব্যাঙ্ক অফারের পর ফোনটি ২১,৬০০ টাকা থেকে কেনা যাবে।

READ MORE:  Samsung Galaxy M16 5G Price Cut: কালই সেল শেষ, সবচেয়ে সস্তায় Samsung Galaxy M16 5G কেনার শেষ সুযোগ, রয়েছে ট্রিপল ক্যামেরা | Amazon Electronics Premier League Sale

এছাড়াও এর সাথে এক্সচেঞ্জ অফার দেওয়া হচ্ছে। ওপ্পো এফ২৯ ৫জি‌ এর সাথে ২০০০ টাকা এক্সচেঞ্জ বোনাস দেওয়া হবে। ফোনটি ৬ মাস পর্যন্ত নো-কস্ট ইএমআই সহ বাড়ি নিয়ে আসা যাবে।

Oppo F29 5G এর ফিচার ও স্পেসিফিকেশন

Oppo F29 5G ফোনে ফুল এইচডি প্লাস স্ক্রিন আছে। ডিসপ্লেটি কর্নিং গরিল্লা গ্লাস ৭আই প্রোটেকশন সহ এসেছে। ফটোগ্রাফির জন্য এতে ৫০ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং ৫০ মেগাপিক্সেল মনোক্রোম ক্যামেরা পাওয়া যাবে। সেলফি তোলার এবং ভিডিও কলিংয়ের জন্য এতে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এই ক্যামেরায় ফটো, ভিডিও, পোর্ট্রেট, রাত, প্রো, প্যানোরামা, স্লো-মো, ডুয়াল-ভিউ ভিডিও, টাইম-ল্যাপস, স্টিকার ইত্যাদি ফিচার সাপোর্ট করবে।

READ MORE:  ১৫ হাজার টাকার কমে ৮ জিবি র‌্যামের ফোন, Redmi 13 5G সহ Realme 13 5G আছে লিস্টে | 8GB RAM Mobile Phones Under 15000

পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৪৫ ওয়াট সুপারভোক চার্জিং সহ ৬,৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। Oppo F29 5G স্ন্যাপড্রাগন ৬ জেন ১ চিপসেট দ্বারা চালিত। এটি কালারওএস ১৫.০ কাস্টম স্কিন সহ এসেছে। এতে ৮ জিবি ফিজিক্যাল র‌্যাম ও ৮ জিবি ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট করবে। ফোনটি IP66/IP68/IP69 ধুলো এবং জল প্রতিরোধী রেটিং, MIL-STD সার্টিফিকেশন সহ এসেছে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.