লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Realme GT 6T 5G Camera: ৫০০০ টাকার ডিসকাউন্ট কুপন, ১২০ ওয়াট ফাস্ট চার্জিংয়ের Realme GT 6T 5G আজ সবচেয়ে সস্তায় | Realme GT 6T 5G Discount Offer on Amazon

Published on:

অ্যামাজনে এখন Realme GT 6T 5G এর ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ২৮,৯৯৮ টাকা রাখা হয়েছে।

অঙ্কিতা মন্ডল, কলকাতা: ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সহ আসা Realme GT 6T 5G ফোনে দুর্দান্ত ডিল পাওয়া যাচ্ছে। এই ডিল অ্যামাজন ইন্ডিয়ায় দেওয়া হচ্ছে। ডিলে আপনি রিয়েলমির ফিচারে ঠাসা স্মার্টফোনটি বাম্পার ডিসকাউন্টে কিনতে পারবেন। অ্যামাজনে এখন Realme GT 6T 5G এর ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ২৮,৯৯৮ টাকা রাখা হয়েছে। আবার এর সাথে ৫ হাজার টাকা কুপন ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে।

READ MORE:  Vivo T4x 5G ও Vivo Y59 5G সাশ্রয়ী মূল্যে দেশে আসছে, লঞ্চের আগে লিস্টেড হল BIS সাইটে

শুধু তাই নয়, ডিভাইসটি ১৫০০ টাকা পর্যন্ত ব্যাঙ্ক অফার সহ কেনা যাবে। এর সাথে প্রায় ৮৭০ টাকা পর্যন্ত ক্যাশব্যাকও আছে। আবার পুরানো স্মার্টফোন এক্সচেঞ্জ করলে ২২,৮০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যেতে পারে। তবে মনে রাখবেন যে এক্সচেঞ্জ অফারে পাওয়া ডিসকাউন্ট আপনার পুরানো ফোনের অবস্থা, ব্র্যান্ড এবং কোম্পানির এক্সচেঞ্জ নীতির উপর নির্ভর করবে।

READ MORE:  Vivo X200 Ultra: আইফোনের দাদাগিরি খতম করতে মোক্ষম চাল! প্রথমবার ভিভোর ফোনে আসছে এই ফিচার | Vivo X200 Ultra Official Teaser Reveals

Realme GT 6T 5G এর ফিচার এবং স্পেসিফিকেশন

রিয়েলমি জিটি ৬টি ৫জি এর ২৭৮০ x ১২৬৪ পিক্সেল রেজোলিউশনের সাথে ৬.৭৮ ইঞ্চি AMOLED ডিসপ্লে আছে। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ৬০০০ নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। ডিসপ্লে সুরক্ষার জন্য এতে গরিলা গ্লাস ভিক্টাস ২ ব্যবহার করা হয়েছে। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন ৭ প্লাস জেন ৩ প্রসেসর দেওয়া হয়েছে।

রিয়েলমি জিটি ৬টি ৫জি ডিভাইসে এলইডি ফ্ল্যাশ সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। সেলফির জন্য এতে ৩২ মেগাপিক্সেল-এর ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

READ MORE:  Oppo F29 Pro 5G Launched: জল লাগলেও নষ্ট হবে না, Oppo F29 5G ও F29 Pro 5G অসাধারণ ক্যামেরা ও ফিচার সহ লঞ্চ হল, দাম কত | Oppo F29 Pro 5G Price in India

সিকিউরিটির জন্য এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপস্থিত। ফোনটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক রিয়েলমি ইউআই ৫ কাস্টম স্কিনে চলে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.