লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

RBI: HDFC সহ দুই ব্যাঙ্কের উপর নেমে এল RBI-র শাস্তির খাঁড়া | Reserve Bank Of India Fined HDFC And Punjab And Sindh Bank

Published on:

শ্বেতা মিত্র, কলকাতা: এপ্রিল মাস শুরু হওয়ার আগেই চরম পদক্ষেপ নিল আরবিআই (RBI)। আবারো নতুন করে দেশের দুটি বড় ব্যাঙ্কের ওপর শাস্তির খাড়া নেমে এল। মূলত নিয়ম না মানার জন্য জরিমানা করা হয়েছে দুটি ব্যাঙ্ককে। এহেন পরিস্থিতিতে প্ৰশ্ন উঠছে, কোন ব্যাঙ্ক দুটিকে জরিমানা করা হয়েছে? সেইসঙ্গে আপনার অ্যাকাউন্টের ওপর কোনো প্রভাব পড়বে না তোম বিশদে জানতে চোখ রাখুন আজকের এই লেখাটির ওপর।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

২টি ব্যাঙ্ককে জরিমানা করল RBI

বুধবার রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া জানিয়েছে যে নিয়ম না মানার জন্য HDFC ব্যাংক এবং পাঞ্জাব অ্যান্ড সিন্ধু ব্যাংকের উপর জরিমানা আরোপ করা হয়েছে। এক বিবৃতিতে আরবিআই জানিয়েছে যে কেওয়াইসি সংক্রান্ত কিছু আরবিআই নির্দেশাবলী অনুসরণ না করার জন্য এইচডিএফসি ব্যাংককে ৭৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও, আরবিআই পাঞ্জাব অ্যান্ড সিন্ধু ব্যাংকের উপর ৬৮.২০ লক্ষ টাকা জরিমানা করেছে।

READ MORE:  Bank Of Baroda Recruitment 2025: ১০০ টাকায় ব্যাঙ্ক অফ বরোদায় চাকরি, দিতে হবে না পরীক্ষাও! চলছে বিরাট নিয়োগ | Bank Job

এখানে জানিয়ে রাখা ভালো, এই জরিমানা ব্যাংকের অ্যাকাউন্টধারীদের উপর প্রভাব ফেলবে না। অন্য একটি বিবৃতিতে, আরবিআই জানিয়েছে যে পাঞ্জাব অ্যান্ড সিন্ধু ব্যাংককে ৬৮.২০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। অভিযোগ, ব্যাংক কর্তৃক প্রদত্ত বৃহৎ ঋণের তথ্য এক জায়গায় রাখার নিয়ম, সাধারণ জনগণকে ব্যাংকিং পরিষেবা প্রদান এবং তাদের জন্য বেসিক সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট (BSBDA) খোলার নিয়ম সম্পর্কিত কিছু নির্দেশ অনুসরণ করেনি। ফলে এই সিদ্ধান্ত। লভ্যাংশ ঘোষণার সাথে সম্পর্কিত প্রয়োজনীয়তাগুলি মেনে না চলার জন্য রিজার্ভ ব্যাংক KLM এক্সিভা ফিনভেস্টকে ১০ লক্ষ টাকা জরিমানাও করেছে।

তদন্তে চাঞ্চল্যকর তথ্য

KLM Exiva Finvest-এর উপর RBI-এর তদন্তে জানা গেছে যে কোম্পানিটি ২০২৩-২৪ অর্থবছরের জন্য লভ্যাংশ ঘোষণা করলেও, গত তিন বছর ধরে RBI-এর নির্ধারিত প্রয়োজনীয় আর্থিক শর্ত পূরণ করতে পারেনি। এই নিয়মগুলি নন-ব্যাংকিং আর্থিক কোম্পানিগুলির (এনবিএফসি) জন্য তৈরি করা হয়েছে। আরবিআই কোম্পানিটিকে শো-কজ নোটিশও পাঠিয়েছিল। কোম্পানির প্রতিক্রিয়া এবং ব্যক্তিগত শুনানির পর, আরবিআই উপলব্ধি করেছে যে কোম্পানির বিরুদ্ধে আরোপিত অভিযোগ সঠিক এবং তার উপর আরোপিত জরিমানাও যথাযথ।

READ MORE:  আজ থেকেই কপাল পুড়ল ৩০ কোটি কর্মচারীর, PF-এর সুদের হার কমে গেল

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.