লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

UCO Bank LBO Recruitment 2025: UCO Bank-এ শয়ে শয়ে শুন্যপদে নিয়োগ! মিলবে DA, DR! স্নাতক হলেই করুন আবেদন | Dearness Allowance With DR, Know UCO Bank Recruitment Process

Published on:

প্রীতি পোদ্দার: UCO Bank LBO Recruitment 2025: এবার চাকরি প্রার্থীদের জন্য নিয়োগ সংক্রান্ত ধামাকেদার খবর নিয়ে এসেছে ইউকো ব্যাঙ্ক। রয়েছে বেতন সংক্রান্ত নানা সুবিধা। পাশাপাশি এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করতে পারবে পুরুষ ও মহিলা প্রার্থীরাও। বিভিন্ন জায়গা থেকে করা হবে এই নিয়োগ।

UCO Bank Recruitment 2025 Notification: চাকরির বিবরণ

সম্প্রতি UCO ব্যাঙ্ক নিয়োগ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেখানে কোন পদে কত জনকে নিয়োগ করা হচ্ছে, স্যালারি কত, পদের নাম কী, সমস্ত তথ্য বিস্তারিত ভাবে আমাদের আজকের প্রতিবেদনের মাধ্যমে প্রকাশ করা হল।

অফিসিয়াল ওয়েবসাইট

এই বিজ্ঞপ্তিটি যেই ওয়েবসাইট থেকে প্রকাশ করা হয়েছে সেটি হল ucobank.com

পদের নাম

UCO ব্যাঙ্কের তরফ থেকে যে বিজ্ঞপ্তি বা নোটিশ দেওয়া হয়েছে সেখানে জানা গিয়েছে যে শুধুমাত্র স্থানীয় ব্যাঙ্ক অফিসার পদে কর্মী নিয়োগ করা হচ্ছে।

শূন্যপদের সংখ্যা : UCO Bank LBO Recruitment 2025

UCO Bank এর বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে, সেই ব্যাংকে মোট ২৫০ টি শূন্যপদে কর্মী নিয়োগ করতে চলেছে। বিভিন্ন রাজ্যে এই পদে নিয়োগ করা হবে। গুজরাটে ৫৭ টি, মহারাষ্ট্রে ৭০ টি, আসামে টি, কর্ণাটকে ৩৫ টি , ত্রিপুরাতে ১৩টি পদ। এছাড়াও সিকিমে ৬টি পদ, নাগাল্যান্ডে ৫টি পদ, মেঘালয়ে ৪টি পদ, কেরালাতে ১৫ টি, তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশে ১০টি, জম্মু ও কাশ্মীরে ৫টি পদ রয়েছে

READ MORE:  RSMSSB Recruitment 2025: রাজ্যের সিলেকশন বোর্ডে ৮২৫৬ শূন্যপদে নিয়োগ, ছেলে-মেয়ে সবার জন্যই চাকরির সুযোগ | Job Vacancy

বেতন

UCO ব্যাঙ্কের উল্লিখিত পদে নির্বাচিত হলে চাকরি প্রার্থীদের মাসে ৪৮,৪৮০ টাকা থেকে শুরু হবে। এবং এর সঙ্গে DA, HRA, CCA, এবং চিকিৎসা সুবিধার মতো ভাতা সহ ৮৫,৯২০ টাকা দেওয়া হবে। এছাড়াও চাকরিপ্রার্থীদের বেতন সংক্রান্ত সমস্ত তথ্য ওয়েবসাইটে প্রবেশ করলেই জানতে পারবে।

UCO Bank LBO Recruitment 2025 Criteria: UCO ব্যাঙ্কে উল্লেখিত পদগুলির যোগ্যতা

UCO ব্যাঙ্কে উল্লেখিত পদে আবেদনের জন্য বেশ কিছু যোগ্যতার কথা উল্লেখ করা হয়েছে, নীচে সেই যোগ্যতা নিয়ে বিস্তারিত উল্লেখ করা হল।

READ MORE:  জঞ্জাল পরিষ্কার করতে গিয়ে কোটিপতি! ৬২ বছরের পুরনো এক পাশবুক দিল ৯ কোটি টাকা

শিক্ষাগত যোগ্যতা

UCO ব্যাঙ্কে আগ্রহী প্রার্থীদের অবশ্যই ভারত সরকার কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এবং তার সঙ্গে একটি বৈধ মার্কশিট বা ডিগ্রী শংসাপত্র অবশ্যই থাকতে হবে।

বয়সসীমা

যে সকল চাকরিপ্রার্থী UCO ব্যাঙ্কে উল্লেখিত পদে কাজ করতে ইচ্ছুক তাদের আবেদন করার ক্ষেত্রে, অবশ্যই প্রার্থীদের বয়স সীমা ২০ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।

Selection Process for UCO Bank Recruitment 2025: UCO ব্যাঙ্কে উল্লেখিত পদের নিয়োগ পদ্ধতি

এখানে চাকরী প্রার্থীদের নিয়োগ করার ক্ষেত্রে লিখিত পরীক্ষা দিতে হবে। যার মধ্যে থাকবে জেনারেল নলেজ, ইংরেজি ভাষা, ডেটা বিশ্লেষণ ও ব্যাখ্যার প্রশ্ন এবং যুক্তি এবং কম্পিউটার যোগ্যতা। এই ৪ টি পরীক্ষাই হবে ২৫ নম্বরে। অর্থাৎ মোট ১০০ তে পরীক্ষা হবে।

Application Process for UCO Bank Recruitment 2025: UCO Bank এ উল্লেখিত পদের জন্য আবেদনের পদ্ধতি

আগ্রহী এবং যোগ্য প্রার্থীদেরকে উল্লেখিত পদে আবেদনের জন্য ব্যাঙ্কের নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এবং একটি অনলাইন রেজিস্ট্রেশন সিস্টেমের মাধ্যমে আবেদন করতে হবে। তার জন্য ওয়েবসাইটের হোমপেজে UCO ব্যাঙ্কে নিয়োগ 2025 লিঙ্কে ক্লিক করতে হবে। তারপর প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে। এরপর আবেদনপত্র জমা দিতে হবে। তবে অবশ্যই ভবিষ্যতের রেফারেন্সের জন্য একই প্রিন্টআউট বের করে রাখতে হবে।

READ MORE:  Amul Curd Pland: বিশ্বের বৃহত্তম দই কারখানা কলকাতায়, ৬০০ কোটি বিনিয়োগ আমূলের, হবে প্রচুর চাকরি | Amul Announce 600 Crore Investment In Kolkata

UCO Bank এ আবেদনের ফি

UCO ব্যাঙ্কে উল্লেখিত পদগুলির জন্য আবেদন করার জন্য চাকরীপ্রার্থীদের শুধুমাত্র অনলাইন পেমেন্ট মোডের মাধ্যমে আবেদন ফি অথবা ইনটিমেশন চার্জ দিতে হবে। সাধারণ বা জেনারেলদের ক্ষেত্রে দিতে হবে ৮৫০ টাকা। এবং SC/ST দের ক্ষেত্রে আবেদন ফি দিতে হবে ১৭৫ টাকা।

আবেদন করার সময়সূচি

UCO ব্যাঙ্কে উল্লেখিত পদে অনলাইনে আবেদন করার প্রক্রিয়া গতকাল অর্থাৎ ১৬ জানুয়ারী, থেকে শুরু হয়ে গিয়েছে। জানা গিয়েছে আগামী ৫ ফেব্রুয়ারী, ২০২৫ পর্যন্ত চলবে।

গুরুত্বপূর্ণ লিঙ্ক

আবেদন পত্র- Apply Here

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.