East Bengal Vs Mumbai City: হিজাজির পর ক্লেটন, ফের চোট লাল-হলুদে! মুম্বইয়ের বিরুদ্ধে কেমন হবে ইস্টবেঙ্গলের একাদশ? | East Bengal FC Possible XI vs Mumbai

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দুঃসময় যেন কাটছেই না ইস্টবেঙ্গলের (East Bengal FC)। শেষ ম্যাচে কেরালা বধের পর প্লে অফের আশায় বুক বেঁধেছিল লাল হলুদ। আশা ছিল নতুন উদ্যমে মুম্বই এফসির বিরুদ্ধে মাঠে নামবে তারা। তবে আপাতত সেই আত্মবিশ্বাসে জল ছিটিয়েছে দলের ছেলেদের চোট। শেষ ম্যাচে কেরালার বিরুদ্ধে মাঠে নামার আগে লাল হলুদ কোচ অস্কার জানিয়েছিলেন, দীর্ঘ ঘাত-প্রতিঘাত কাটিয়ে এবার ধীরে ধীরে সেরে উঠছে চোট জর্জরিত ইস্টবেঙ্গল।

এই বক্তব্যের রেশ কাটতে না কাটতেই ফের চোট মশাল ব্রিগেডে। সূত্রের খবর, মঙ্গলবার অনুশীলনে এসে ডান হাঁটুতে গুরুতর চোট পেয়েছেন লাল হলুদ রক্ষণের অন্যতম খুঁটি হিজাজি মাহের। যা মুম্বই ম্যাচের আগে বড় ধাক্কা দিল ইস্টবেঙ্গলকে। এখানেই শেষ নয়, গোদের ওপর বিষফোঁড়ার মতো চিন্তা বাড়িয়েছে আরেক লাল হলুদ তারকার চোট। সব মিলিয়ে ভাঙা দলে ফের চোটের ভ্রুকুটি সামলাতে হিমশিম খাচ্ছেন কোচ অস্কার।

অনুশীলনে চোট পেলেন হিজাজি

লাগাতার হারের খরা কোনও মতে কাটিয়ে উঠেছিল লাল হলুদ। দলের ভরসার কাঁধেরা যখন চোটের কারণে একে একে দল থেকে সরে যাচ্ছেন। ঠিক সেই সময়ে ভেঙে পড়েও দলের বাকিদের ভরসা দিয়েছিলেন কোচ অস্কার। কোচ হিসেবে তিনি যে সফলতা এনে দিতে পারেন তা বোঝা গিয়েছিল কেরালার ম্যাচে। এই ম্যাচই বিপদ সীমায় দাঁড়িয়ে ধুঁকতে থাকা ইস্টবেঙ্গলের মশালে আলো জুগিয়েছিল। আশা ছিল আগামী মুম্বই ম্যাচে পুরো পয়েন্ট ঘরে তোলার।

READ MORE:  India Vs England: শেষ সুযোগ, ফর্মে না ফিরলে টিম ইন্ডিয়ার এই ৩ ক্রিকেটারের ডানা ছাঁটবে BCCI | Board of Control for Cricket in India Will Punish These 3 Players Of Team India

এহেন আবহে মঙ্গলবার অনুশীলন চলাকালীন ডান হাঁটুতে গুরুতর চোট পেলেন লাল হলুদ রক্ষণের অন্যতম ভরসা হিজাজি। চোট এতটাই প্রবল যে সাপোর্ট স্টাফের কাঁধে ভর করে এদিন মাঠ ছাড়তে হয়েছিল তাকে। অনুশীলন থেকে বেরিয়ে এদিন চোট নিয়ে ড্রেসিংরুমে একপ্রকার কেঁদে ভাসিয়েছিলেন লাল হলুদ তারকা। এরপরই বুধবার সকালে তাকে এমআরআই করাতে পাঠানো হয়। রিপোর্ট হাতে পাওয়ার পরই বোঝা যাবে খেলোয়াড়ের চোট কতটা গুরুতর। তবে আপাতদৃষ্টিতে হিজাজির আঘাত দেখে মনে হচ্ছে আগামী বেশ কয়েকটি ম্যাচে মাঠে নামা হবে না তার।

হিজাজির চোটে ভেঙে পড়েছেন অস্কার!

আনোয়ার আলিদের চোট যন্ত্রণা নিয়ে দুশ্চিন্তার মাঝে আচমকা লাল হলুদ রক্ষণ কর্তার গুরুতর চোট অস্কারের বুকের বাঁদিকের ব্যথাটা আরও বাড়িয়েছে। অনুশীলন পর্ব চলাকালীন হঠাৎ হিজাজির হাঁটুর চোটের খবর পেতেই একপ্রকার ভেঙে পড়েন কোচ ব্রুজো। চূড়ান্ত হতাশা নিয়ে প্র্যাকটিস সেশন শেষ করে মাঠ ছাড়ার সময় অস্কার বলেন, আমার আর কিছু বলার নেই। আমি দলকে গোছাতে গিয়েও ব্যর্থ। এইসব দেখে আমি সত্যিই ক্লান্ত হয়ে পড়ছি। আমি সত্যিই জানিনা এর শেষ কোথায়।

READ MORE:  নিম্ন আদালতের পর এবার হাইকোর্টও খারিজ করল আরমান কোহলির জামিনের আবেদন

লাল হলুদের হতাশায় নতুন পালক জুড়ল ক্লেটনের চোট

শুক্রবার মুম্বইকে হারিয়ে পুরো পয়েন্ট ঘরে তুলতে হবে ইস্টবেঙ্গলকে। এই স্বপ্ন বাস্তবায়িত না হলে সুপার সিক্সে ওঠার স্বপ্ন এক প্রকার শেষ হয়ে যাবে লাল হলুদের। এমন দুঃসময়ে ঘুরে দাঁড়াতে চেয়েও দলের পাশে নেই আনোয়ার আলি। তার মাঠে ফেরার অপেক্ষা আরও 1 সপ্তাহ বেড়েছে। এমন পরিস্থিতিতে অনুশীলন চলাকালীন হিজাজির চোট বিরাট ধাক্কা দিয়েছে অস্কারের দলকে। এবার গোদের ওপর বিষফোঁড়ার মতো ফুলে ফেঁপে উঠেছে কেরলের বিরুদ্ধে 90 মিনিটের ম্যাচে ক্লেটন সিলভার চোট।

অবশ্যই পড়ুন: চতুর্থ T20-তে একাধিক পরিবর্তন, হারের পর বদলে যাবে টিম ইন্ডিয়া! কেমন হবে প্রথম একাদশ?

স্ক্যান করানোর পর মঙ্গলবারের রিপোর্ট বলছে, ক্লেটনের চোট যথেষ্ট গুরুতর। তার শারীরিক অবস্থা যা তাতে বাকি আসন্ন মরসুমেও তিনি খেলতে পারবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে। সব মিলিয়ে, চোটে ভেঙে পড়া দলে ফের নতুন বিপদ যোগ করল মাঠের বাইরে থাকা দুই লাল হলুদ তারকা। উল্লেখ্য, চোট নিয়ে বিপাকে পড়ে বিদেশিদের বিকল্প খুঁজতে পারে অস্কার।

READ MORE:  Richard Celis: ইস্টবেঙ্গলের নতুন বিদেশির মুখে ISL-এ ফুটবলের গুণগত মান | East Bengal FC New Player Over ISL

চোটের কারণে বাইরে 12 জন লাল হলুদ ফুটবলার

মার্ক জথানপুইয়া, নিশু কুমার, প্রভাত লাকরা(নিরবচ্ছিন্ন চোট), দিমিত্রিয়স ডায়ামান্টাকোস, ক্লেটন সিলভা (স্পাইন ইঞ্জুরি), সল ক্রেসপো, হেক্টর ইউস্তে, মাদিহ তালাল, হিজাজি মাহের (ডান হাঁটুর চোট), মোহাম্মদ রাকিপ, তন্ময় দাস, আনোয়ার আলি

মুম্বই এফসির বিরুদ্ধ ইস্টবেঙ্গলের সম্ভাব্য একাদশ

পিএস গিল (গোলকিপার), পিভি বিষ্ণু, দিমিত্রিয়স ডায়ামান্টাকোস, জিকসন সিং, ডেভিড লাললানসাঙ্গা, শৌভিক চক্রবর্তী, নাওরেম মহেশ সিং, রিচার্ড সেলস, নন্দ কুমার, সায়ন ব্যানার্জী, শ্যামল বেসরা। বেশ কিছু রিপোর্টের ধারণা করা হচ্ছে গুরসিমরত সিংকে শেষ পর্যন্ত ফেরানো হতে পারে। এছাড়াও সুযোগ বুঝে কোনও নতুন বিদেশীকেও দলে টানতে পারেন অস্কার।

 

Scroll to Top