লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

iQOO Z9x 5G: মাত্র ১০৪৯৯ টাকায় সবচেয়ে দ্রুত স্মার্টফোন, ৫০ মেগাপিক্সেল ক্যামেরা সহ রয়েছে ৬০০০ এমএএইচ ব্যাটারি | iQOO Z9x 5G Camera and Price

Published on:

অ্যামাজনে iQOO Z9x 5G ডিভাইসটি সীমিত সময়ের ডিলে বাম্পার ডিসকাউন্টে বিক্রি হচ্ছে।

বাজেট রেঞ্জে বড় ব্যাটারি এবং ১২০ হার্টজ স্মুথ ডিসপ্লে সহ সস্তা 5G ফোন খোঁজ করলে iQOO Z9x 5G বেছে নিতে পারেন। এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬ জেন ১ প্রসেসরও রয়েছে, যা একে এই সেগমেন্টের সবচেয়ে দ্রুত ফোন করে তোলে। অ্যামাজনে এই ডিভাইসটি সীমিত সময়ের ডিলে বাম্পার ডিসকাউন্টে বিক্রি হচ্ছে। চলুন এই ডিলে iQOO Z9x 5G কত দামে কিনে নেওয়া যাবে দেখে নেওয়া যাক।

READ MORE:  Google Pixel 9a Launched: সেরা ক্যামেরা ও সিকিউরিটি সহ Google Pixel 9a লঞ্চ হল, বড় ব্যাটারি সহ টেক্কা দেবে iPhone 16e কে | Google Pixel 9a Price

iQOO Z9x 5G স্মার্টফোনে বাম্পার ডিসকাউন্ট

আইকো জেড৯এক্স ৫জি ফোনের ৪ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেলটি ১২,৯৯৯ টাকায় লঞ্চ হয়েছিল। কিন্তু এখন ডিভাইসটি অ্যামাজন সেলে ২,৫০০ টাকা ডিসকাউন্টের পর ১০,৪৯৯ টাকায় বিক্রি হচ্ছে।

অফার এখানেই শেষ নয়, অ্যামাজন পে এর মাধ্যমে পেমেন্ট করলে ৩১৪ টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে। এছাড়া পুরানো ডিভাইস বদল করলে ৭০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ডিসকাউন্ট মিলবে। এই এক্সচেঞ্জ অফার সম্পূর্ণরূপে আপনার ফোনের অবস্থার এবং মডেলের উপর নির্ভর করবে।

READ MORE:  Best 8GB Ram Smartphones Under 10000: ১০ হাজার টাকা কমে তিন Samsung স্মার্টফোন, ৮ জিবি র‌্যাম সহ রয়েছে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা | Best 3 Samsung Smartphones Under Rupees 10000

iQOO Z9x 5G স্মার্টফোনের ফিচার

আইকো জেড৯এক্স ৫জি মডেলকে সেগমেন্টে সবচেয়ে দ্রুত ফোন হওয়ার দাবি করা হয়েছে, কারণ এই ফোনে স্ন্যাপড্রাগন ৬ জেন ১ প্রসেসরের সঙ্গে ৮ জিবি পর্যন্ত র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ আছে। এর সামনে দেখা যাবে ৬.৭২-ইঞ্চি ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি স্ক্রিন, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ।

পাওয়ার ব্যাকআপের জন্য আইকো জেড৯এক্স ৫জি স্মার্টফোনে ৬০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এটি একবার চার্জে দুই দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দেবে। এর ব্যাটারি ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। আইকোর ফোনটি দুই বছরের অ্যান্ড্রয়েড ওএস আপডেট পাবে।

READ MORE:  Oppo F29 Pro 5G Launched: জল লাগলেও নষ্ট হবে না, Oppo F29 5G ও F29 Pro 5G অসাধারণ ক্যামেরা ও ফিচার সহ লঞ্চ হল, দাম কত | Oppo F29 Pro 5G Price in India

iQOO Z9x 5G এর ক্যামেরার কথা বললে এই ডিভাইসে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান, যার মধ্যে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল বোকে ক্যামেরা দেওয়া হয়েছে। সামনে ৮ মেডিকেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.