লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Google Time Travel: ৩০ বছর আগে কেমন ছিল আপনার পাড়া, রাস্তাঘাট! দেখতে দিচ্ছে গুগল টাইম ট্রাভেল | Google Time Travel Locality Omage 30 Years ago

Published on:

টাইম ট্রাভেল দীর্ঘদিন ধরে বিজ্ঞান ও কল্পনার একটি উল্লেখযোগ্য রসদ ও কৌতূহলের বিষয় হয়ে এসছে। টাইম ট্রাভেল করে কেউ যেতে … Read more

টাইম ট্রাভেল দীর্ঘদিন ধরে বিজ্ঞান ও কল্পনার একটি উল্লেখযোগ্য রসদ ও কৌতূহলের বিষয় হয়ে এসছে। টাইম ট্রাভেল করে কেউ যেতে চান অতীতে, কেউ বা আবার ভবিষ্যতে। কিন্তু, আদতে এটা কি করা সম্ভব? ভবিষ্যৎ টাইম ট্রাভেল নিয়ে যুক্তি তর্ক হলেও আজ এমন একটি কৌশলের হদিশ রইল যার মাধ্যমে আপনি অতীতে টাইম ট্রাভেল করতে পারবেন। তবে খুব বেশি অতীত নয়, ওই ৩০-৪০ বছর পর্যন্ত। সৌজন্যে গুগল টাইম ট্রাভেল (Google Time Travel)।

READ MORE:  আরও দাম বাড়তে পারে Apple এর সমস্ত iPhone ও MacBook মডেলের, কারণ কি?

সম্প্রতি, গুগল ম্যাপস এবং গুগল আর্থের জন্য একটি আকর্ষণীয় নতুন বৈশিষ্ট্য চালু করেছে সার্চ ইঞ্জিনটি। যা ব্যবহারকারীদের ৩০ বছর আগে স্থানগুলি কেমন দেখাত তা অন্বেষণ করতে সাহায্য করবে। প্রযুক্তির সাহায্যে এখন আপনি বাড়ি বসেই ফোন বা কম্পিউটারে, ৩০ কিংবা ৪০ বছর আগের শহরের অবস্থা প্রত্যক্ষ করতে পারবেন।

গুগল টাইম ট্রাভেল

এই উদ্ভাবনী বৈশিষ্ট্যটি হাতিয়ার করে আপনি অতীতে ফিরে যেতে পারবেন। ঐতিহাসিক প্রেক্ষাপটে একটি স্থান চাক্ষুষ করা যাবে। দেখতে পাবেন সেই সময়কার বাড়ি, রাস্তা বা শহর কীভাবে তৈরি হয়েছিল। আধুনিক যুগে আমি আপনি যে সুযোগ-সুবিধাগুলি পাই, তার কতটা অভাব ছিল সেই সময়। পাশাপাশি এই টাইম ট্রাভেলের মাধ্যমে ক্ষণিকের জন্য হলেও নস্টালজিক হয়ে পড়তে পারেন।

READ MORE:  Electric Scooter: লঞ্চ হচ্ছে টাটা ইলেকট্রিক স্কুটার, একচার্জে চলবে ২৫০ কিমি, জানুন বিস্তারিত

গুগল জানিয়েছে, ব্যবহারকারীরা বার্লিন, লন্ডন এবং প্যারিসের মতো আইকনিক শহরগুলি ঘুরে দেখতে পারবেন। যেগুলির ভিউ ১৯৩০ সালের। এর অর্থ হল গুগলের টাইম ট্রাভেল ফিচারের সাহায্যে, আপনি সহজেই আবিষ্কার করতে পারবেন ১৯৩০ সালে লন্ডন আজকের তুলনায় কেমন ছিল।

কীভাবে ব্যবহার গুগল টাইম ট্রাভেল?

প্রথমে গুগল ম্যাপস অথবা গুগল আর্থ-এ ভিজিট করুন। এরপর, আপনি যে স্থানটি অন্বেষণ করতে চান তা সার্চ করুন। সেখান থেকে, লেয়ার অপশনে নেভিগেট করুন এবং টাইম ল্যাপস সিলেক্ট করুন। এই সহজ ধাপগুলি অনুসরণ করে, আপনি দেখতে পারবেন যে সেই স্থানটি অতীতে কেমন দেখাত। এর পাশাপাশি স্ট্রিটভিউ ফিচারের সাহায্যও নিতে পারেন।

READ MORE:  মুকেশ আম্বানি নিয়ে এলেন নতুন ক্রিপ্টোকারেন্সি Reliance Jio Coin, জিও ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে অফার!

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.