লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Truecaller-র খেল খতম! বাজারে আসছে CNAP পরিষেবা, কল আসলেই নাম দেখাবে

Published on:

ভারতে স্প্যাম কলের সমস্যা দিনের পর দিন বেড়েই চলেছে। প্রতিদিন অসংখ্য ভুয়ো কল এবং প্রতারণামূলক ফোনের শিকার হচ্ছেন গ্রাহকরা। আর এবার এই সমস্যা সমাধান করার জন্য টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI) গুরুত্বপূর্ণ এক সিদ্ধান্ত নিয়েছে।

এখন থেকে এয়ারটেল, জিও এবং ভোডাফোন আইডিআর গ্রাহকরা কল পাওয়ার সঙ্গে সঙ্গে কলারের নাম দেখতে পাবে। অর্থাৎ, কল রিসিভ করার আগেই আপনি জানতে পারবেন যে, কে আপনাকে ফোন করেছে। 

বেশ কিছু সংবাদসংস্থার তরফ থেকে জানা যাচ্ছে, TRAI Caller Name Presentation (CNAP Service) নামের এই নতুন ফিচার চালু করেছে, যা Truecaller অ্যাপের মতই কাজ করবে এবং কলারের নাম দেখাবে। এটা টেলিকম সংস্থাগুলির কেওয়াইসি তথ্য ব্যবহার করে তাদের নাম প্রদর্শন করবে। ফলে স্প্যাম কল নিয়ন্ত্রণ করা খুবই সহজ হয়ে যাবে।

READ MORE:  সতর্ক হন, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক তাঁদের কোটি কোটি গ্রাহকদের অ্যাকাউন্ট বন্ধ করে দিচ্ছে

CNAP কী এবং কীভাবে কাজ করবে?

CNAP হল একটি সাপ্লিমেন্টারি সার্ভিস, যা কলারের নাম প্রদর্শন করবে। বর্তমান সময়ে Truecaller-এর মত অ্যাপগুলি ব্যবহারকারীদের অনুমতি নিয়ে ডেটাবেস তৈরি করে এবং সেই নাম প্রদর্শন করে।

কিন্তু এই নতুন ফিচার কোনরকম তৃতীয় পক্ষের তথ্যের উপর নির্ভর করবে না। বরং টেলিকম সংস্থাগুলির কাছে সংরক্ষিত গ্রাহকদের নথির উপর ভিত্তি করে তাদের নাম দেখাবে। যার ফলে ব্যবহারকারীরা প্রতারণামূলক কল সহজেই চিনতে পারবে। 

READ MORE:  8th Pay Commission: বাড়তি বেতন, DA-র সঙ্গে মিলবে ৫টি পদোন্নতি? সরকারি কর্মীদের জন্য নয়া আপডেট | May Government Employee Got Extra Salary Dearness Allowance And Promotion

TRAI-এর নতুন সিদ্ধান্ত

TRAI গত ২০২৪ সালের ফেব্রুয়ারি মাস CNAP পরিষেবা চালু করার সুপারিশ দিয়েছিল। তবে এই পরিষেবা চালু করতে কিছু প্রযুক্তিগত সমস্যা দেখা দেয়। কারণ 2G নেটওয়ার্কে এই প্রযুক্তি সাপোর্ট করানো সত্যিই খুব কঠিন। তবে এয়ারটেল, জিও, ভোডাফোন আইডিয়া ইতিমধ্যেই HP, Dell, Ericsson ও Nokia-এর মত কোম্পানিগুলোর সঙ্গে চুক্তি সেরেছে। ফলে এই নতুন ফিচার খুব তাড়াতাড়ি কার্যকর করা হচ্ছে।

স্প্যাম কল বন্ধে পদক্ষেপ

CNAP পরিষেবা ছাড়াও DoT টেলিকম সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছে, +৯১ কোড ছাড়া অন্যান্য আন্তর্জাতিক নাম্বারগুলিকে আলাদাভাবে চিহ্নিত করতে হবে, যাতে বিদেশ থেকে আসা প্রতারণামূলক কল গ্রাহকরা আগে থেকেই বুঝতে পারে।

READ MORE:  স্টেশনে ঢুকতে পারবে না আত্মীয় বা বন্ধুরা! রেলের নতুন নিয়মে তোলপাড় গোটা দেশ

এয়ারটেল ইতিমধ্যেই এই ফিচার লঞ্চ করে দিয়েছে। অন্যদিকে BSNL ও Vodafone Idea ইতোমধ্যে AI ভিত্তিক নেটওয়ার্ক প্রযুক্তি চালু করেছে, যা স্বয়ংক্রিয় হবে ফেক কল এবং মেসেজ বন্ধ করতে সাহায্য করবে।

ভবিষ্যৎ সম্ভাবনা

TRAI-এর এই নতুন CNAP ফিচার চালু হলে স্প্যাম কল এবং প্রতারণামূলক কল বন্ধ হবে তা বলা যায়। যদিও 2G নেটওয়ার্কে কিছু সীমাবদ্ধতা দেখা যাচ্ছে। তবে টেলিকম কোম্পানিগুলি আধুনিক প্রযুক্তির মাধ্যমে এই সমস্যার সমাধান করার কাজ করছে। যদি এটি সফলভাবে কার্যকর হয়, তাহলে ভারতীয় গ্রাহকদের জন্য দারুণ পদক্ষেপ হতে চলেছে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.