লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

পুরনো নোট বা কয়েন থাকলেই রাতারাতি কোটিপতি! শুধু এই ট্রিক্সগুলি মানুন

Published on:

পুরানো জিনিসের সব সময় কদর বেশি। আর এই কথাকেই প্রমাণ দিচ্ছে ভারতের পুরনো নোট এবং কয়েন (Old Note & Coin)। আপনার কাছে যদি পুরনো নোট বা করেন থাকে, তাহলে সেটি হয়ে উঠতে পারে আপনার জন্য সাফল্যের চাবিকাঠি।

হ্যাঁ ঠিকই শুনেছেন। বিশেষ করে ১, ৫, ১০, ২০, ৫০, ১০০ বা ২০০০ টাকার নোটের উপর যদি ‘৭৮৬’ নাম্বার লেখা থাকে তাহলে অনলাইনে বিক্রি করে আপনি ৩ থেকে ৪ লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। 

৭৮৬ নাম্বারের বিশেষত্ব কী? 

আপনার মনে হয়তো প্রশ্ন আসছে যে, হঠাৎ করে ৭৮৬ নাম্বারের কেন এত মূল্য? আসলে এই সংখ্যাটি ইসলাম ধর্মে পবিত্র সংখ্যা বলেই ধরা হয়। এটি শুভ এবং সৌভাগ্যের প্রতীক। পাশাপাশি হিন্দু ধর্মে ৭৮৬ নাম্বারকে ত্রিমূর্তি বা ব্রহ্মা-বিষ্ণু-মহেশ্বরের প্রতীক হিসেবেও ধরা হয়।

READ MORE:  Fake 100 Rs Note: ১০০ টাকার নোট নিয়ে উদ্বেগ, কড়া নির্দেশিকা জারি RBI-এর | Reserve Bank Of India On Fake Bank Note

তাই এটি বিভিন্ন ধর্মের মানুষদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। আর এই কারণেই এই বিশেষ নাম্বার যুক্ত নোট বা করেন সংগ্রহ করতে মানুষ আগ্রহী। এমনকি তারা এগুলোর জন্য লাখ লাখ টাকাও খরচ করতে পারে। 

কীভাবে অনলাইনে পুরনো নোট বিক্রি করবেন?

আপনার কাছে যদি ৭৮৬ নাম্বার লেখা কোন নোট বা কয়েন থাকে, তাহলে খুব সহজেই আপনি কয়েকটি ধাপ অবলম্বন করে বিক্রি করতে পারবেন- 

READ MORE:  ভোটার কার্ড বাতিল হতে পারে! আধার কার্ডের সাথে এখনই লিঙ্ক করুন

১) প্রথমে অনলাইন প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশন করুন। এর জন্য OLX, Quikr বা eBay-এর মতো জনপ্রিয় ওয়েবসাইটগুলোকে বেছে নিতে পারেন। 

২) এরপর নোট বা কয়েনের পরিষ্কার ছবি তুলুন, যাতে ৭৮৬ নাম্বারটি স্পষ্ট বোঝা যায়। 

৩) এবার ওয়েবসাইটে গিয়ে ‘সেল’ অপশন সিলেক্ট করে আপনার নোট বা কয়েনের বিজ্ঞাপন দিন এবং সঠিক দাম উল্লেখ করে দিন।

৪) এবার আগ্রহী ক্রেতারা বিজ্ঞাপন দেখে আপনার ওয়েবসাইটের মাধ্যমে যোগাযোগ করবে এবং দরদাম পোষালে সেই নোট বিক্রি করতে পারবেন।

READ MORE:  CISF Constable Recruitment 2025: মাধ্যমিক পাসে অজস্র কনস্টেবল নিয়োগ CISF-এ, ছেলে-মেয়ে সবাই আবেদন করতে পারবে | Madhyamik Pass Job

প্রতারণার ফাঁদে পা দেবেন না!

অনেকেই এই সুযোগের কথা জেনে অনলাইনে প্রতারনার শিকার হন। তাই আপনাকে অবশ্যই কিছু বিষয়ে মাথায় রাখতে হবে। প্রথমত ভারতীয় রিজার্ভ ব্যাংক এই ধরনের লেনদেন করার কোন অনুমতি দেয়নি। তাই যদি কেউ বলে যে, RBI-এর পক্ষ থেকে লেনদেন করা হচ্ছে, তাহলে সতর্ক থাকুন। 

পাশাপাশি অপরিচিত ব্যক্তিদের সঙ্গে লেনদেনের আগে যাচাই করুন এবং ব্যাংক ডিটেলস আগে থেকে শেয়ার করবেন না। এছাড়া “অ্যাডভান্স পেমেন্ট করুন, তাহলে ক্রেতা পণ্য নেবে”, এই ধরনের কথায় বিশ্বাস করবেন না। শুধুমাত্র নিরাপদ প্ল্যাটফর্মের মাধ্যমেই লেনদেন করুন। 

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.