লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Vivo T4x 5G: ১৩৯৯৯ টাকায় কিনুন ১৬ জিবি র‌্যাম ও ৬৫০০ এমএএইচ ব্যাটারির Vivo ফোন, সাথে ৫০ এমপি ক্যামেরা | Vivo T4x 5G Today Discount Price

Published on:

ভিভো টি৪এক্স ৫জি স্মার্টফোনের ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ১৪,৯৯৯ টাকায় লঞ্চ হয়েছিল।

ভিভো সম্প্রতি সেগমেন্টের সবচেয়ে শক্তিশালী ব্যাটারি সহ Vivo T4x 5G লঞ্চ করেছে। বড় ব্যাটারি ছাড়াও এতে চমৎকার ক্যামেরা, দুর্দান্ত ডিসপ্লে এবং পাওয়ারফুল প্রসেসর রয়েছে। যদি আপনি ১৫,০০০ টাকার কমে ফিচারসমৃদ্ধ লেটেস্ট স্মার্টফোন কিনতে চান, তাহলে এই ডিভাইসটি বেছে নিতে পারেন। আর ফ্লিপকার্ট আজ Vivo T4x 5G এর ৮ জিবি ফিজিক্যাল র‍্যাম ও ৮ জিবি ভার্চুয়াল র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ১,০০০ টাকা স্পেশাল ডিসকাউন্টে বিক্রি করছে। ফ্লিপকার্টের এই অফার শুধুমাত্র আজ ২৮ মার্চের জন্য।

READ MORE:  Mobile Phone: বাজেট নিয়ে চিন্তা নেই? Samsung, Oppo, OnePlus সহ বাজারের সেরা ৮ ফোন পাওয়া যাচ্ছে সস্তায় | Smartphones Under 40000 Rupees

Vivo T4x 5G মডেলে দারুণ অফার

ভিভো টি৪এক্স ৫জি স্মার্টফোনের ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ১৪,৯৯৯ টাকায় লঞ্চ হয়েছিল। কিন্তু আজ স্পেশাল ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ ফোনটি ১৩,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি এর সাথে এক্সচেঞ্জ ডিসকাউন্টও পাওয়া যাচ্ছে।

পুরান ফোন এক্সচেঞ্জ করলে ১০,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে। ব্যাঙ্ক অফার পেতে ক্রেতাদের HDFC ব্যাঙ্ক, SBI এবং Axis ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে পেমেন্ট করতে হবে। কালার অপশনের কথা বললে, এটি মেরিন ব্লু এবং পার্পল কালারে কেনা যাবে।

READ MORE:  Google Pixel 9a Launched: সেরা ক্যামেরা ও সিকিউরিটি সহ Google Pixel 9a লঞ্চ হল, বড় ব্যাটারি সহ টেক্কা দেবে iPhone 16e কে | Google Pixel 9a Price

Vivo T4x 5G এর ফিচার ও স্পেসিফিকেশন

ভিভো টি৪এক্স ৫জি ডিভাইসে সেগমেন্টের সবচেয়ে বড় ৬৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৪৪ ওয়াট ফ্ল্যাশচার্জ সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এর সামনে দেখা যাবে ৬.৭৩ ইঞ্চি ফুল HD+ ডিসপ্লে। এর রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ফোনটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক কাস্টম স্কিনে চলে। হ্যান্ডসেটটি মিলিটারি গ্রেড সার্টিফিকেশন সহ এসেছে।

READ MORE:  অপেক্ষা শেষ, আগামী সপ্তাহে বাজারে এন্ট্রি নিচ্ছে POCO F7, F7 Pro ও F7 Ultra, দেখুন কি কি চমক থাকবে | Poco F7 Series Launch Date 27 March

ফটোগ্রাফির জন্য ভিভোর এই স্মার্টফোনে অটোমেটিক ফোকাস সহ ৫০ মেগাপিক্সেল AI প্রধান ক্যামেরা দেওয়া হয়েছে। এর পাশাপাশি, পিছনে ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সরও পাওয়া যাবে। ফোনে রিং লাইট এবং ফ্ল্যাশও দেওয়া হয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য আছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এতে AI ইরেজারও আছে, যার মাধ্যমে আপনি ছবিতে দেখা অনাকাঙ্ক্ষিত অবজেক্টগুলি মুছে ফেলতে পারবেন।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.