লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

প্রচুর স্মার্টফোনের পর এবার তিনটি নতুন Galaxy ট্যাব লঞ্চ করতে চলেছে Samsung

Updated on:

Samsung Galaxy S25 সিরিজের ফ্ল্যাগশিপ স্মার্টফোন অপেক্ষার অবসান ঘটিয়ে ২২ জানুয়ারি লঞ্চ হতে চলেছে। তবে শুধু ফোন নয়, এর পাশাপাশি বাজেট ফ্ল্যাগশিপ ট্যাবলেটের উপরেও কাজ শুরু করে দিয়েছে দক্ষিণ কোরিয়ান টেক জায়ান্টটি। একটি নতুন রিপোর্টে দাবি করা হয়েছে যে, Galaxy Tab S10 FE এবং Galaxy Tab Active 5 Pro শীঘ্রই বাজারে পা রাখতে পারে।

Samsung Galaxy Tab S10 FE ও Tab Active 5 Pro আসছে

অ্যান্ড্রয়েড অথরিটি তাদের প্রতিবেদনে স্যামসাং-এর আসন্ন ফ্যান এডিশন সিরিজের বাজেট ফ্ল্যাগশিপ ট্যাবলেট ও রাগেড ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেছে। এই বিষয়ে ওয়াকিবল সূত্র থেকে তারা Galaxy Tab S10 FE, Galaxy Tab S10 FE Plus ও Galaxy Tab Active 5 Pro মডেলের তিনটি ট্যাবলেট ডিভাইসের আগমন সম্পর্কে জানিয়েছে।

READ MORE:  Samsung Galaxy S23 Ultra Discount: চমৎকার ক্যামেরা, অর্ধেক দামে Samsung Galaxy S23 Ultra, মিলছে ৭৯ হাজার টাকা ডিসকাউন্ট | 200 Megapixel Camera Samsung Galaxy S23 Ultra

জানিয়ে রাখি, Samsung গত বছর জানুয়ারিতে Galaxy Tab Active 5 এবং Galaxy XCover 7 লঞ্চ করেছিল। আবার গত সপ্তাহে XCover 7 Pro নামে এক নয়া ফোন Snapdragon 7s Gen 3 চিপসেটের সঙ্গে দেখা গিয়েছিল। এটি মিলিটারি গ্রেড সার্টিফিকেশন সহ একটি রাগেড স্মার্টফোন হবে। জল ও ধুলো থেকে রক্ষার জন্য থাকবে আইপি রেটিং।

Samsung Galaxy Tab S10 FE সিরিজ বা Galaxy Tab Active 5 Pro কেমন স্পেসিফিকেশন অফার করবে, তা এখনও স্পষ্ট নয়। তবে এটুকু নিশ্চিত করে বলা যায়, সংস্থার অন্যান্য ট্যাবের মতো এগুলি ৫জি ভ্যারিয়েন্টে ও অনলি ওয়াই-ফাই ভ্যারিয়েন্টে উপলব্ধ হবে। শেষেরটিতে সেলুলার কানেক্টিভিটি থাকবে না অর্থাৎ সিম সাপোর্ট করবে না। কোম্পানির এই আপকামিং ট্যাবলেট সিরিজে Exynos 1580 প্রসেসর থাকবে বলে শোনা যাচ্ছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

READ MORE:  Samsung Galaxy Flip 6 Discount: ১১ হাজার টাকা ডিসকাউন্টের সাথে এক্সট্রা ক্যাশব্যাক, Samsung Galaxy S24 ও Galaxy Z Flip 6 বিরাট সস্তায় | Samsung Galaxy S24 Offer
About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.