ফোন হারিয়ে গেছে? চুটকিতে Jio সিম ব্লক করার উপায় দেখে নিন

How to Block Jio SIM: যদি আপনার ফোন কখনও চুরি হয়ে যায় বা হারিয়ে যায় তবে প্রথমে আপনার সিম কার্ডটি ব্লক করা উচিত। কারণ বর্তমানে ডিজিটাল যুগে ফোনই হয়ে উঠেছে আপনার ব্যাংক। সেক্ষেত্রে চোরেরা আপনার নাম্বার ও ফোন ব্যবহার করে আপনার ব্যাংক একাউন্ট খালি করে দিতে পারে। তাই এই প্রতিবেদনে আমরা জিও সিম ব্যবহারকারীদের ফোন চুরি হলে কীভাবে সিম ব্লক করা যায়, সেই বিষয়ে বলবো।

READ MORE:  Ananya Birla: ৩০ বছর বয়সেই ২ লক্ষ কোটির সম্পত্তি, কে এই তরুণী, যে ইশা আম্বানিকে দিচ্ছেন টক্কর? | Kumar Mangalam Birla's Daughter Net Worth

কাস্টমার কেয়ার কল করে, মাইজিও অ্যাপ ব্যবহার করে, জিও ওয়েবসাইটে গিয়ে, ইমেল করে বা জিও স্টোরে গিয়ে সিম কার্ড ব্লক করা যায়

কাস্টমার কেয়ারে কল করে জিও সিম ব্লক করুন

আপনার জিও সিম ব্লক করার অন্যতম সহজ এবং কার্যকর উপায় হল জিওর কাস্টমার কেয়ারে কল করা। এটি অন্য জিও নম্বর বা অন্য কোনও ফোন ব্যবহার করে করা যেতে পারে। একটি জিও নম্বর থেকে, জিও গ্রাহক সহায়তায় যোগাযোগ করতে 199 ডায়াল করুন। অন্য যে কোনও নম্বর থেকে 1800-889-9999 নম্বরে কল করুন।

READ MORE:  Gold And Silver Price Today: মধ্যবিত্তদের জন্য সুখবর, ফের অনেকটাই কমল সোনার দাম, রুপো কত? আজকের রেট | Gold Silver Price Today

প্ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে জিও সিম ব্লক করুন

আপনার জিও সিম ব্লক করার আরেকটি দ্রুত উপায় হল অফিসিয়াল জিও ওয়েবসাইটের মাধ্যমে। জিও-র অফিসিয়াল ওয়েবসাইট www.jio.com ভিজিট করুন। সাপোর্ট সেকশনে গিয়ে হারানো সিম সিলেক্ট করুন। হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া জিও নম্বরটি লিখুন এবং নির্দেশ মতো তথ্য দিয়ে সিম ব্লক করুন।

READ MORE:  PM SVANidhi Scheme: সহজেই আবেদন, ব্যবসার জন্য ৫০ হাজার টাকা দেবে সরকার! মিলবে বিরাট সুবিধাও | PM Svanidhi Scheme Give Loans Up To Rs 50000 For Business

ইমেলের মাধ্যমে জিও সিম ব্লক করুন

আপনি যদি ইমেল মারফত আপনার জিও সিম ব্লক করতে চান, তবে [email protected] -এ ইমেইল লিখে পাঠান। ইমেলে আপনার পুরো নাম, আপনার জিও নম্বর, সমস্যার একটি সংক্ষিপ্ত বিবরণ (যেমন, সিমটি হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছে), কোনও অতিরিক্ত তথ্য লিখতে পারেন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

Scroll to Top