লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Yamaha R3 & MT 03: আনন্দে ভাসছে ক্রেতারা, বাইকের দাম পুরো 1 লক্ষ টাকা কমানোর ঘোষণা করল Yamaha | Yamaha R3 & MT 03 Price Drop India

Published on:

জানুয়ারির অন্তিম দিনে ক্রেতাদের জন্য সুখবর শোনাল ইয়ামাহা ইন্ডিয়া। জাপানি সংস্থাটির ভারতীয় শাখা Yamaha R3 ও MT-03 বাইক দুটির দাম ১.১০ লক্ষ টাকা পর্যন্ত কমানোর ঘোষণা করেছে। ফলে এখন R3 কিনতে খরচ হবে ৩.৬ লক্ষ টাকা (এক্স-শোরুম)। আর MT-03 মডেলটির নতুন দাম হয়েছে ৩.৫ লক্ষ টাকা (এক্স-শোরুম)। যারা সাশ্রয়ী মূল্যে হাই-পারফরম্যান্স বাইক খুঁজছিলেন, তাদের জন্য এটি দারুণ ডিল হতে পারে।

READ MORE:  Apache, Ntorq-দের বাজিমাত! ইতিহাসে এই প্রথম TVS-এর কাছে হেরে তিনে নামল Hero | TVS Overtakes Hero Motocorp for The First Time

ইয়ামাহা নিশ্চিত করেছে যে, এগুলি সংশোধিত দাম এবং ডিসকাউন্ট বা স্টক ক্লিয়ারেন্স সেলসের অংশ নয়। এই নতুন মূল্য ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হব। R3 এবং MT-03 উভয়ই চমৎকার মোটরসাইকেল হিসাবে পরিচিত। ডিজাইন ও পারফরম্যান্সের দুর্দান্ত ভারসাম্য প্রদান করে। বাইক দুটি সম্পূর্ণ তৈরি অবস্থায় ভারতে আমদানি হয়। সেই কারণেই উচ্চমূল্যের। তবে দাম কমে যাওয়ার ফলে ভ্যালু ফর মানি অফার করবে।

READ MORE:  2025 KTM 390 Adventure: 30 জানুয়ারি দেশে নতুন বাইক লঞ্চ করছে KTM, থাকবে শক্তিশালী ইঞ্জিন ও আধুনিক ফিচার্স | 2025 KTM 390 Adventure S Launch

Yamaha R3 ও MT 03: স্পেসিফিকেশন

ইয়ামাহার দুই বাইকেই ৩২১ সিসি টুইন সিলিন্ডার, লিকুইড কুল্ড ইঞ্জিন ব্যবহার হয়েছে। স্মুদ পাওয়ার ডেলিভারি ও রিফাইনমেন্টের জন্য পরিচিত এই ইঞ্জিন থেকে ৪১.৪ বিএইচপি ক্ষমতা ও ২৯.৬ এনএম টর্ক উৎপন্ন হয়। এটি ছয় গতির গিয়ারবক্সের সঙ্গে লিঙ্ক করা।

হার্ডওয়্যার সেটআপের মধ্যে মিলবে আপসাইড ডাউন ফর্ক ও মনোশক সাসপেনশন। দুই চাকায় ডিস্ক ব্রেক সহ ডুয়াল চ্যানেল এবিএস বর্তমান। R3 একটি ফুল-ফেয়ার্ড স্পোর্টস বাইক যা আইকন ব্লু ইয়ামাহা ব্ল্যাক কালার অপশনে উপলব্ধ। অন্যদিকে, MT-03 একটি নেকেড স্ট্রিটফাইটার মোটরসাইকেল। এটি মিডনাইট সায়ান এবং মিডনাইট ব্ল্যাক পেইন্ট স্কিমে বেছে নেওয়া যাবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

READ MORE:  Honda Activa Electric Scooter Features: হোন্ডার শোরুমে ঢুকছে Activa ইলেকট্রিক স্কুটার, বিরল দৃশ্য ধরা পড়ল ক্যামেরায় | Honda Activa Electric Scooter Delivery Next Week

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.