লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Poco M7 Pro নাকি Infinix Note 50X: বাজেট ফোনের মধ্যে সেরা কোনটা, দাম ও ফিচারের পার্থক্য দেখুন | Best Smartphone Under 15000

Published on:

দেশে সম্প্রতি লঞ্চ হয়েছে Infinix Note 50x স্মার্টফোন। এটির দাম শুরু হয়েছে ১১,৯৯৯ টাকা থেকে। এটি ২০২৫ লঞ্চ হওয়া ইনফিনিক্সের প্রথম স্মার্টফোন, যেখানে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ প্রসেসর পাওয়া যাবে। অন্যদিকে, এই ফোনকে টক্কর দিতে পারে Poco M7 Pro। এটিও বাজেট সেগমেন্টে ফিচার প্যাকড ডিভাইস। দুই ফোনের মধ্যে এগিয়ে কে চলুন জেনে নেওয়া যাক।

Infinix Note 50X বনাম Poco M7 Pro

ডিসপ্লে

ইনফিনিক্স নোট ৫০এক্স ফোনে আছে ৬.৬৭ ইঞ্চি এইচডি+ এলসিডি ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং সর্বোচ্চ উজ্জ্বলতা ৬৭২ নিটস। অপরদিকে, পোকো এম৭ প্রো-তে রয়েছে ৬.৬৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং সর্বোচ্চ উজ্জ্বলতা ২১০০ নিটস।

READ MORE:  লঞ্চ হওয়ার আগেই ফাঁস হল Vivo V50e-র ডিজাইন, বাজার কাঁপাতে আসছে এপ্রিলেই | Vivo V50e Design Leaked India

পারফরম্যান্স

ইনফিনিক্সের স্মার্টফোনে উপস্থিত মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ প্রসেসর, যা ৮ জিবি পর্যন্ত র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ সাপোর্ট করে। বিপরীতে পোকোর ফোনে রয়েছে
মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০২৫ আলট্রা প্রসেসর। তবে এটি ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ সমর্থন করে।

ক্যামেরা

ইনফিনিক্সের ফোনে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা। যার মধ্যে মূল ক্যামেরা ৫০ মেগাপিক্সেল, সঙ্গে রয়েছে LED ফ্ল্যাশ। সামনে পাওয়া যাবে ৮ মেগাপিক্সেল ক্যামেরা। অন্যদিকে, পোকোর ফোনে মিলবে ৫০ মেগাপিক্সেল মূল ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। সামনে রয়েছে ২০ মেগাপিক্সেল ক্যামেরা।

READ MORE:  রেডমির নয়া চমক সস্তায়, ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার সাথে লঞ্চ করল দুর্দান্ত ফোন | Redmi 13x Launched

ব্যাটারি

ইনফিনিক্স নোট ৫০এক্স এর ব্যাটারি ক্যাপাসিটি ও চার্জিং ৫,৫০০ এমএএইচ, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। পোকো এম৭ প্রো এর ব্যাটারি ও চার্জিং ৫,১১০ এমএএইচ, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

দাম

ইনফিনিক্স নোট ৫০এক্স এর ৬ জিবি + ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ১১,৯৯৯ টাকা। আর ৮ জিবি + ১২৮ জিবি মডেলের দাম ১২,৯৯৯ টাকা। এই ফোনের সেল শুরু হবে ৩ এপ্রিল থেকে। অপরদিকে, পোকো এম৭ প্রো এর ৬ জিবি + ১২৮ জিবি স্টোরেজের দাম ১৩, ৯৯৯ টাকা এবং ৮ জিবি + ২৫৬ জিবি স্টোরেজের দাম ১৫,৯৯৯ টাকা।

READ MORE:  ডার্ক কালার সহ Samsung Galaxy S25 Ultra বাজারে ঝড় তুলবে, ফাটাফাটি ক্যামেরা তো আছেই | Samsung Galaxy S25 Ultra Dark Colour Variant in India

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.