লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

বিনামূল্যে ৩০ দিন কলিং ও ডেটা, BSNL এর অফার শেষ হচ্ছে আগামীকাল

Published on:

বাজেট ফ্রেন্ডলি রিচার্জ প্ল্যান এনে জনপ্রিয়তা লাভ করেছে BSNL। কম দামে দীর্ঘ মেয়াদের একাধিক রিচার্জ প্ল্যান রয়েছে কোম্পানির পোর্টফোলিওতে। সম্প্রতি দুটি প্ল্যানে অতিরিক্ত মেয়াদ দেওয়ার ঘোষণা করেছে BSNL। যে অফার শেষ হবে আগামীকাল। এই অফারে ৩০ দিন অতিরিক্ত মেয়াদ পাওয়া যাবে। অর্থাৎ কোনও বাড়তি টাকা না দিয়ে আরও ৩০ দিন পাওয়া যাবে পরিষেবা।

BSNL এর ১৪৯৯ টাকার রিচার্জ প্ল্যান

বিএসএনএল তাদের এক্স হ্যান্ডেলের মাধ্যমে ঘোষণা করেছে যে, ১,৪৯৯ টাকার প্ল্যান রিচার্জ করলে ব্যবহারকারীরা এখন অতিরিক্ত ২৯ দিন মেয়াদ উপভোগ করতে পারবেন। মূলত, এই প্ল্যানে ৩৩৬ দিন মেয়াদ দেওয়া হত। এই প্ল্যানটি এখন রিচার্জ করলে পুরো এক বছর অর্থাৎ ৩৬৫ দিন মেয়াদে চলবে। অফারটি রয়েছে ১ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত।

READ MORE:  BSNL 5 Months Plan: ৪০০ টাকার কমে ৫ মাস ভ্যালিডিটি! BSNL-এ এই প্ল্যানের সামনে কুপোকাত Jio, Airtel | BSNL Cheap Recharge Plan

বিএসএনএল এর এই প্ল্যানের সুবিধাগুলি হল, যেকোনো নেটওয়ার্কে সীমাহীন ভয়েস কলিং, বিনামূল্যে জাতীয় রোমিং এবং প্রতিদিন ১০০টি SMS অন্তর্ভুক্ত রয়েছে। ব্যবহারকারীরা মোট ২৪ জিবি হাই-স্পিড ডেটা পাবেন। এই ডেটা শেষ হয়ে যাওয়ার পরেও, তারা ৪০ কেবিপিএস গতিতে সীমাহীন ডেটা উপভোগ করতে পারবেন।

BSNL এর ২৩৯৯ টাকার রিচার্জ প্ল্যান

দ্বিতীয় অফার ২,৩৯৯৯ টাকার প্ল্যানে পাওয়া যাবে। যার ফলে প্ল্যানের মেয়াদ বেড়ে দাঁড়িয়েছে ৪২৫ দিন। এই প্রিপেইড প্ল্যানে ভারতজুড়ে সীমাহীন কলিং, বিনামূল্যে জাতীয় রোমিং এবং দিল্লি ও মুম্বাইতে MTNL নেটওয়ার্কে বিনামূল্যে কল করার সুবিধা রয়েছে।

READ MORE:  CNAP: Truecaller-র দিন শেষ, এবার ফোন এলেই দেখাবে আসল নাম! নতুন পরিষেবা Jio, Airtel এর | Caller Name Presentation

এছাড়াও, ব্যবহারকারীরা প্রতিদিন ২ জিবি হাই-স্পিড ডেটা এবং প্রতিদিন ১০০টি করে বিনামূল্যে এসএমএস পাবেন। প্ল্যানের পুরো সময়কালে মোট ৮৫০ জিবি ডেটা পাওয়া যাবে। পাশাপাশি এই প্ল্যানে বিএসএনএল তার সমস্ত মোবাইল ব্যবহারকারীদের জন্য বিআইটিভির বিনামূল্যে সাবস্ক্রিপশন দিচ্ছে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.