লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

দুর্নীতির দায়ে পাকিস্তানে জেলবন্দি, এরই মধ্যে শান্তির নোবেলের জন্য মনোনীত ইমরান খান

Published on:

সৌভিক মুখার্জী, কলকাতা: পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান বর্তমানে দুর্নীতির অভিযোগে কারাগারে বন্দি। তবে শোনা যাচ্ছে তাকে নাকি ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। আর এই তথ্য পাওয়া গিয়েছে পাকিস্তান ওয়ার্ল্ড অ্যালায়েন্স (PWA) থেকে, যা গত বছরের ডিসেম্বর মাসে একটি প্রতিষ্ঠিত অ্যাডভোকেসি গ্রুপ। আর এই গ্রুপের রাজনৈতিক দল পারটিয়েট সেন্ট্রমের সঙ্গে যুক্ত। 


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন ঘোষণা

শনিবার PWA দলের সদস্যরা তাদের এক্স অ্যাকাউন্টে জানিয়েছেন, “আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে, পারটিয়েট সেন্ট্রম দলের সঙ্গে যুক্ত পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে মানবাধিকার এবং গণতন্ত্রের ক্ষেত্রে নোবেল শান্তি পুরস্কারের (Nobel Peace Prize) জন্য নির্বাচিত করা হয়েছে।” 

READ MORE:  Champions Trophy 2025: আজব! চ্যাম্পিয়নস ট্রফির আগে পাকিস্তানে খেলতে যাওয়া নিউজিল্যান্ড প্লেয়ারের ফোন চুরি | Rachin Ravindra's Phone Got Stolen In Pakistan Hospital

২০১৯ সালেও মনোনীত হয়েছিলেন ইমরান খান

জানিয়ে রাখি, এটা নতুন কিছু নয়। এর আগে ২০১৯ সালেও ইমরান খানকে দক্ষিণ এশিয়ার শান্তি প্রতিষ্ঠার জন্য নোবেল শান্তি পুরস্কারে মনোনীত করা হয়েছিল। তবে নোবেল কমিটির মাধ্যমে মনোনয়ন প্রক্রিয়া দীর্ঘ এবং জটিল হওয়ায় প্রায় আট মাস পর ফলাফল ঘোষণা করা হয়। এই নোবেল শান্তি পুরস্কার তাদেরকেই দেওয়া হয়, যারা আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন, স্থায়ী যুদ্ধবিরতি এবং শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখে। 


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

ইমরান খান বর্তমানে কোথায়?

পড়শি দেশের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, পাকিস্তান তেহরিক-এ-ইনসাফ (PTI) দলের প্রতিষ্ঠাতা ইমরান খান বর্তমানে কারাগারে বন্দি। ২০২৩ সালের আগস্ট মাস থেকেই তিনি পাকিস্তানের আদিয়ালা জেলে বন্দি রয়েছেন। এবছর জানুয়ারিতে তাকে ভ্রষ্টাচার এবং পদবী অপব্যবহার অভিযোগে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আর এটি তার বিরুদ্ধে হওয়া চতুর্থ মামলা।

READ MORE:  খুব শীঘ্রই আসছে ‘DA-শ্রী’, ডিএ নিয়ে টানাপোড়েনের মাঝেই রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা!

এর আগে তার বিরুদ্ধে সরকারি উপহার বিক্রি, সরকারি গোপন নথি ফাঁস এবং অবৈধ বিয়ের মতো অভিযোগ উঠেছিল। কিছু অনেক আদালত তার বিরুদ্ধে মামলা খারিজ করেছিল। আবার কিছু আদালত স্থগিত করে রেখেছে। আর সেই কারণেই তিনি বর্তমানে জেলবন্দি। 

২০২২ সাল থেকেই অপসারিত ইমরান

উল্লেখযোগ্যভাবে জানিয়ে রাখি, ইমরান খান ২০২২ সালের এপ্রিল মাস থেকেই ক্ষমতা হারিয়েছিলেন। যদিও তিনি সব ধরনের অভিযোগ অস্বীকার করেছেন এবং এই সমস্ত মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যে হিসাবেই দায়ী করেছেন। তিনি দাবি করেছেন যে, এইসব মামলা রাজনৈতিক প্রতিহিংসা এবং ষড়যন্ত্রের অংশ।

READ MORE:  চিনের উপর ৩৪%! পাকিস্তান, বাংলাদেশ, ভারতের জন্য কত শুল্ক ধার্য করলেন ট্রাম্প?

বর্তমান সময়ে পাকিস্তানের কর্তৃপক্ষ PTI দলের নেতৃত্বে আন্দোলন চালানোর সম্ভাবনা দেখছে এবং আইনি-শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় রেখে রাওয়ালপিন্ডিতে আদিয়ালা জেলের চারপাশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থাও গ্রহণ করেছে। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, নোবেল শান্তি পুরস্কারের জন্য ইমরান খান ঠিক কতটা যোগ্য?

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.