লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Vivo X200s Launch: এপ্রিলে জোড়া ধামাকা, Vivo X200 Ultra-র সাথেই লঞ্চ হচ্ছে X200s, থাকবে 6000mah ব্যাটারি | Vivo X200 Ultra Launch

Published on:

Vivo X200 Ultra অপেক্ষার অবসান ঘটিয়ে এপ্রিলে আত্মপ্রকাশ করতে চলেছে। এই দুর্ধর্ষ ফ্ল্যাগশিপ স্মার্টফোনকে ঘিরে টেকজগতে প্রবল চর্চা চলছে। এর মাঝেই ভিভো জানিয়ে দিল, X200 Ultra-র সাথে X200s মডেলটিও চলতি মাসেই বাজারে আসছে। সংস্থার তরফে আনুষ্ঠানিকভাবে ডিভাইসটির ডিজাইন প্রকাশ করা হয়েছে। অফিসিয়াল টিজারে Vivo X200s দুটি কালার অপশনে দেখা গিয়েছে। কোম্পানি এখনও স্পেসিফিকেশন নিয়ে মুখ না খুললেও, এখন একটি সূত্র প্রচুর তথ্য ফাঁস করেছে।

READ MORE:  অ্যাপলের দৌড় শেষ! ক্যামেরায় আইফোনকে হারিয়ে রেকর্ড গড়বে Vivo-র এই দুর্ধর্ষ ফোন | Vivo X200 Ultra Beat iPhone in Video Recording

Vivo X200s স্পেসিফিকেশন ও ফিচার্স

ভিভো এক্স২০০এস সফ্ট পার্পেল ও মিন্ট ব্লু কালার অপশনে আসবে৷ এতে খুব পাতলা বেজেল সহ একটি ৬.৬৭ ইঞ্চি ফ্ল্যাট ডিসপ্লে প্যানেল থাকতে পারে। এই স্ক্রিন ১.৫K রেজোলিউশন ও ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থনের ফলে যা স্পষ্ট ও মসৃণ ভিজ্যুয়াল অভিজ্ঞতা নিশ্চিত করে। আবার উন্নত সুরক্ষা এবং সুবিধার জন্য ভিভো ফোনটিতে উন্নত আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অন্তর্ভুক্ত করেছে।

READ MORE:  Waterproof Smartphone: জল লাগলেও বিন্দাস চলবে, ২৫ হাজারের কমে সেরা পাঁচ ওয়াটারপ্রুফ স্মার্টফোন | Water Resistant Smartphone Under 25000

ভিভো এক্স২০০এস ফোনটিতে ৬,০০০ এমএএইচ বা তার বেশি ক্যাপাসিটির ব্যাটারি থাকবে। এটি ৯০ ওয়াট ওয়্যার্ড চার্জিং এবং ওয়্যারলেস চার্জিং সমর্থন করে। ফটোগ্রাফি-প্রেমীদের জন্য, স্মার্টফোনটিতে জেইস ব্র্যান্ডের ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে, যার মধ্যে প্রতিটিই ৫০ মেগাপিক্সেলের সেন্সর। সিস্টেমে একটি ৩x পেরিস্কোপ টেলিফটো লেন্স থাকবে, যার ফোকাল লেন্থ ১৫ মিমি থেকে ৭০ মিমি পর্যন্ত ও অ্যাপারচার এফ/১.৫৭ এবং এফ/২.৫৭ এর মধ্যে।

READ MORE:  Realme Narzo 80x 5G: পয়লা এপ্রিলেই বড় ঘোষণা, Realme Narzo সিরিজের নতুন ফোন আসছে, দাম জেনে নিন | Realme Narzo 80 Pro 5G India Launch

ভিভো এক্স২০০এস মিডিয়াটেকের ডাইমেনসিটি ৯৪০০+ প্রসেসরের সাথে আসবে, যা ডাইমেনসিটি ৯৪০০ চিপের আপগ্রেডেড ভার্সন। এতেও একইরকম আর্কিটেকচার থাকবে বলে জানা গিয়েছে। যার মধ্যে একটি কর্টেক্স এক্স৪ আল্ট্রা কোর, তিনটি কর্টেক্স এক্স৪ পারফরম্যান্স কোর এবং চারটি কর্টেক্স এ৭২০ কোর। ৩.৭ গিগাহার্টজ ক্লক স্পিডের প্রাইমারি কোরটি উন্নত সিঙ্গেল-কোর পারফরম্যান্স, অপ্টিমাইজড মাল্টিটাস্কিং এবং দ্রুত গেমিং লোডের প্রতিশ্রুতি দেয়।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.