লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Motorola Phone: ভারতে এল Motorola Edge 60 Fusion! কম বাজেটে IPhone-কে টেক্কা দেবে এই স্মার্টফোন | New Smartphone In India

Published on:

সৌভিক মুখার্জী, কলকাতা: স্মার্টফোন প্রেমীদের জন্য দারুণ সুখবর। Motorola অবশেষে তাদের নতুন ফ্ল্যাগশিপ ফোন Moto Edge 60 Fusion বাজারে লঞ্চ করেছে। ফোনটির অফিসিয়াল লঞ্চের আগে কিছু বিশেষ ফিচার সম্পর্কে কানাঘুষো তথ্য ফাঁস হয়েছিল। যার মধ্যে ডিজাইন, কালারস অপশন এবং ডিসপ্লে সম্পর্কিত কিছু তথ্য মিলেছিল। তবে এখন Motorola তাদের নতুন ফোনটির সম্পূর্ণ তথ্য প্রকাশ করেছে। কী থাকছে এই বিশেষ ফোনটিতে? কতই বা দাম এবং কবে থেকে কেনা যাবে এই ফোনটি? পুরোটা জানতে প্রতিবেদনটি পড়ুন।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

কী থাকছে নতুন এই ফোনটিতে?

প্রথমত Moto Edge 60 Fusion ফোনটিতে রয়েছে আল্ট্রা-ব্রাইট ডিসপ্লে, যা সবথেকে উজ্জ্বল ডিসপ্লের মধ্যে একটি। রয়েছে 4500 nits পিক ব্রাইটনেস সহ 1.5K অল-কার্ভড ডিসপ্লে। পাশাপাশি থাকছে 120Hz রিফ্রেশ রেট, যা স্ক্রলিং এবং গেমিং এর সময় সেরা অভিজ্ঞতা দেবে। পাশাপাশি রয়েছে IP69 রেটিং, যা জল এবং ধুলো থেকে ফোনটিকে সুরক্ষিত রাখবে। ব্যাটারি নিয়ে যদি কথা বলি, তাহলে 5500 mAh এর ব্যাটারি থাকছে এবং 15 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। 

READ MORE:  iPhone 15: সবচেয়ে কম দামে iPhone 15, অ্যামাজন নাকি ফ্লিপকার্টে কম দামে বিক্রি হচ্ছে | Iphone 15 low price Flipkart Amazon offer

ক্যামেরা পারফরম্যান্স

ফোনটির ক্যামেরার দিকে তাকালে আমরা দেখতে পাব, ফোনটিতে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। যেখানে থাকবে 50MP Sony LYT 700 প্রাইমারি ক্যামেরা ও 13MP সেকেন্ডারি সেন্সর, যা ওয়াইড-অ্যাঙ্গেল ও ম্যাক্রো শটের জন্য কাজ করবে। পাশাপাশি থাকছে 32MP সেলফি ক্যামেরা, যেখানে AI বেসড বিউটি মোডসহ বিভিন্ন ফিচার থাকবে। তবে প্রসেসর নিয়ে কথা বললে ফোনটিতে রয়েছে MediaTek Dimensity 7400 চিপসেট প্রসেসর, যা দ্রুত এবং স্মুথ পারফরম্যান্স দেবে।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

ফোনটির দাম কত?

Motorola-র এই ফোনটি 25,000/- টাকার কম মূল্যে বাজারে লঞ্চ হচ্ছে। হ্যাঁ একদম ঠিকই শুনেছেন। ফোনটি দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। 8GB RAM + 256GB স্টোরেজের ভ্যারিয়েন্টটি কিনতে গেলে পড়বে 22,999/- টাকা এবং 12GB RAM + 256GB স্টোরেজের ভ্যারিয়েন্টটি কিনতে গেলে পড়বে 24,999/- টাকা। ফোনটির কালার নিয়ে যদি কথা বলি, তাহলে ফোনটি ব্লু, পিঙ্ক এবং পার্পেল এই তিনটি আকর্ষণীয় রং নিয়ে বাজারে হাজির হচ্ছে।

READ MORE:  থাকছেন না 'অপয়া' আম্পায়ার! ICC-র সিদ্ধান্তে চ্যাম্পিয়নস ট্রফিতে বাড়তি সুবিধা পাবে ভারত?

কবে থেকে পাওয়া যাবে?

বেশ কিছু সূত্র মারফত জানা যাচ্ছে, ফোনটির প্রথম সেল শুরু হবে 9ই এপ্রিল, 2025 থেকে। বেলা 12টা থেকে ফোনটি অনলাইনে কিনতে পাওয়া যাবে। ফ্লিপকার্ট এবং Motorola-র অফিসিয়াল ওয়েবসাইটেই সরাসরি মিলবে ফোনটি। পাশাপাশি ব্যাংক অফারে ছাড় পাওয়া যাবে। ফোনটি শুরুতে 20,999/- টাকায় বিক্রি হবে বলেই খবর।

কেন কিনবেন ফোনটি?

প্রথমত Motorola-র এই ফোনটি প্রিমিয়াম ডিজাইন এবং কালার অপশন নিয়ে বাজারে আসছে। থাকছে দুর্দান্ত ব্রাইটনেস এবং অল-কার্ভড ডিসপ্লে। এছাড়া শক্তিশালী ক্যামেরা, উন্নত ব্যাটারি ব্যাকআপ, ফাস্ট চার্জিং, প্রিমিয়াম ফিচার, সাশ্রয়ী মূল্য ফোনটিকে অন্যান্য ফোনের তুলনায় অনন্য করে তুলেছে। তাই এই ফোনটি হতে পারে বাজেটের মধ্যে একটি সেরা অপশন।

READ MORE:  50MP Camera Smartphone: ৯ হাজার টাকার মধ্যে Redmi সহ জনপ্রিয় ব্র্যান্ডের সেরা স্মার্টফোন, রয়েছে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা | Smartphone 5G Under 9000 Rupees
About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.