লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

আরও বড় হচ্ছে কলকাতা এয়ারপোর্ট, চলছে বিরাট কাজ! মিলবে প্রচুর সুবিধাও

Published on:

সৌভিক মুখার্জী, কলকাতা: যাত্রীদের সুবিধা এবং আন্তর্জাতিক ফ্লাইট চলাচল ব্যবস্থাকে আরো উন্নত করতে কলকাতা বিমানবন্দর নয়া পদক্ষেপ নিল। এবার এয়ারপোর্টের টার্মিনালে চলছে ব্যাপক সম্প্রসারণের (Kolkata Airport Expansion) কাজ। এই প্রকল্পের আওতায় ৭১ হাজার বর্গফুট নতুন জায়গা যুক্ত করা হয়েছে। শোনা যাচ্ছে, প্রতি বছরে ২০ লক্ষ অতিরিক্ত যাত্রী সামলাতে সাহায্য করবে এই নয়া সম্প্রসারণ। এও জানা যাচ্ছে, যে সম্প্রসারণের প্রায় তিন চতুর্থাংশ অংশ আন্তর্জাতিক উইংয়ের জন্য যুক্ত করা হবে। ফলে যাত্রীদের অভিজ্ঞতা আরও উন্নত হবে। চলুন জেনে নেওয়া যাক কী কী পরিবর্তন আসছে।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

কী কী পরিবর্তন আসছে কলকাতা বিমানবন্দরে?

বেশ কিছু সূত্র মারফত জানা গিয়েছে, বিমানবন্দরের যাত্রীধারণ ক্ষমতা বেড়ে দাঁড়াবে এবারে ২.৮ কোটি। পাশাপাশি ১০,৮০০ বর্গফুট নতুন জায়গা যুক্ত করা হবে এবার অভ্যন্তরীণ টার্মিনালের জন্য। এছাড়া আন্তর্জাতিক টার্মিনালে যুক্ত করা হচ্ছে ৭২০০ বর্গফুট নতুন জায়গা। পাশাপাশি থাকবে নতুন রিটেইল স্টোর, খাবারের স্টল এবং যাত্রীদের বসার সিট।

READ MORE:  Air India Airtag: বিমানবন্দরে আর হারাবে না আপনার ব্যাগ! এয়ার ইন্ডিয়া চালু করল লোকেশন ট্র্যাক সিস্টেম | Air India New Service

আন্তর্জাতিক উইংয়ে কী পরিবর্তন আসবে?

আন্তর্জাতিক উইংয়ে ডিপারচার লেভেলে এবার আসছে বড়সড় রদবদল। ইমিগ্রেশন এবং কাস্টমসের জায়গাকে নতুনভাবে সাজানো হবে। শোনা যাচ্ছে, দক্ষিণ প্রান্তে নতুন ৩২,২০০ বর্গফুট জায়গা স্থানান্তরিত করা হবে। এর ফলে ১০,০০০ বর্গফুট জায়গা এবার অফিসের জন্য বরাদ্দ করা হবে এবং বাকি অংশ অতিরিক্ত বসার জায়গা, নতুন খাবার স্টল এবং রিটেইল স্টোর করা হবে। এছাড়া থাকবে আন্তর্জাতিক উইংয়ের প্রবেশ দ্বার হিসাবে ২৮,০০০ বর্গফুট নতুন জায়গা।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

অভ্যন্তরীণ উইংয়ে বাড়ছে অতিরিক্ত সুবিধা

শোনা যাচ্ছে, অভ্যন্তরীণ যাত্রীদের জন্য ১০,৮০০ বর্গফুট অতিরিক্ত জায়গা তৈরি করা হচ্ছে। আর এই অতিরিক্ত জায়গা হবে গেট ১৬, ১৭ এবং ১৮-তে। ১৬ নম্বর গেটে বর্তমানে সীমিত বসার জায়গা থাকার কারণে যাত্রীভোগান্তি হয়। ফলে নতুন সম্প্রসারণে যাত্রীরা স্বাচ্ছন্দ্যবোধ করবেন। গেট ১৬, ১৭ এবং ১৮-কে বর্তমানে ফ্লেক্সি গেট হিসেবে ব্যবহার করা হয়। এবার সেগুলিকে ডেডিকেটেড ডোমেস্টিক করা হবে বলেই খবর। আর এর ফলে মোট ১৯টি অভ্যন্তরীণ গেট থাকবে। যার মধ্যে ১০টি ব্রিজ গেট এবং ৯টি বাস বোর্ডিং গেট। জানা যাচ্ছে, এই নতুন ব্যবস্থা অভ্যন্তরীণ টার্মিনালে প্রতিদিন ১৮৫টি ফ্লাইটের ৩০,০০০ জন যাত্রী এবং আন্তর্জাতিক উইংয়ের প্রতিদিন ১৯টি ফ্লাইটের ২৫,০০০ যাত্রী সামলাতে সাহায্য করবে।

READ MORE:  Tomorrow’s Weather: সরস্বতী পুজোর আগেই শীত ‘ভ্যানিশ’! চালাতে হবে ফ্যান? আগামীকালের আবহাওয়া | South Bengal Weather Winter Update

নতুন খাবারের স্টল এবং ফুড কোর্ট

বেশ কিছু সূত্র মারফত জানা যাচ্ছে, নতুন সম্প্রসারণের ফলে আন্তর্জাতিক উইংয়ে আরো কিছু রিটেইল শপ এবং খাবার স্টল যুক্ত করা হবে। সম্ভবত একটি বড় ফুড কোর্ট তৈরি করার পরিকল্পনা চলছে, যেমনটা বর্তমানে অভ্যন্তরীণ উইংয়ে রয়েছে।

কবে সম্পন্ন হবে কাজ?

এয়ারপোর্টের এই কাজ সম্প্রসারণ ডিসেম্বর মাসের মধ্যেই শেষ করার পরিকল্পনা করা হয়েছে। একবার এই সম্প্রসারণ সম্পূর্ণ হলে কলকাতা বিমানবন্দরে যাত্রীদের জন্য আধুনিক এবং উন্নত পরিষেবা পাওয়া যাবে। এখন দেখার কবে সত্যিই বাস্তবে পরিণত হয় এই সম্প্রসারণ।

READ MORE:  বাঁচবে ১ ঘণ্টা ১৫ মিনিট, আরও কাছাকাছি কলকাতা-কল্যাণী! চলছে রাস্তা তৈরির কাজ
About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.