লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Motorola Edge 60 Specifications: 50 MP Sony ক্যামেরা ও 512 জিবি স্টোরেজ সহ বাজারে এন্ট্রি নিচ্ছে Motorola Edge 60 | Motorola Edge 60 Render Image

Published on:

মোটোরোলা শীঘ্রই মোটো এজ সিরিজের নতুন ফোন Motorola Edge 60 বাজারে আনতে চলেছে। লঞ্চের তারিখ যদিও সামনে আসেনি, তবে এর ডিজাইন এবং প্রধান স্পেসিফিকেশন ফাঁস হয়েছে। মোটোরোলার এই ফোনে ৫১২ জিবি স্টোরেজ পাওয়া যাবে। এর সাথে ৫০-মেগাপিক্সেল Sony LYT700C প্রাইমারি সেন্সর, ১৩ মেগাপিক্সেল আলট্রাওয়াইড শুটার এবং ডেডিকেটেড ৩-ইন-২ লাইট সেন্সর থাকবে।

Motorola Edge 60 এর ডিজাইন এবং কালার অপশন

YTECHB-এর প্রতিবেদনে শেয়ার করা রেন্ডার অনুযায়ী, মোটোরোলা এজ ৬০ ডিভাইসটি ব্লু এবং গ্রিন কালার অপশনে আসবে। প্রতিবেদনে বলা হয়েছে যে ফোনটি 3D সিলিকন ভেগান লেদার ফিনিশের সাথে আসবে। এই ডিভাইসের পেছনের প্যানেলের উপরের বাম কোণে অবস্থিত স্কোয়ার মডিউলের ভিতরে ট্রিপল ক্যামেরা সেটআপ এবং এলইডি থাকবে।

রেন্ডার থেকে আরও জানা গেছে যে, মোটোরােলা এজ ৬০ পাতলা, ইউনিফর্ম বেজেলস সহ কোয়াড-কর্ভড ডিসপ্লে এবং পাঞ্চ হোল ডিজাইন সহ আসবে। পাওয়ার বাটন এবং ভলিউম রকারকে হ্যান্ডসেটের ডান দিকে দেখা গেছে। নীচে সিম স্লট, মাইক্রোফোন, ইউএসবি টাইপ-সি পোর্ট এবং স্পিকার গ্রিল পাওয়া যাবে, যখন উপরে মাইক স্লট এবং ডলবি অ্যাটমোস ব্র্যান্ডিং থাকবে।

READ MORE:  Oppo Find X8s: ১৬ জিবি র‍্যামের সাথে আসছে ওপ্পোর নতুন ফোন, থাকবে ১ টেরাবাইট ইন্টার্নাল স্টোরেজ | Oppo Find X8s Launch Date on April 10

Motorola Edge 60 এর ফিচার (সম্ভাব্য)

রিপোর্টে বলা হয়েছে যে মোটোরালা এজ ৬০ ডিভাইসে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০ প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে। স্মার্টফোনটি ৮ জিবি এবং ১২ জিবি LPDDRX4 র‌্যাম সহ পাওয়া যাবে। ডিভাইসটি ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ সহ আসবে। এটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক হ্যালো ইউআই কাস্টম স্কিনে চলবে।

ফটোগ্রাফির জন্য মোটোরোলা এজ ৬০ মডেলে ফিউশন ভার্সনের মতোই রিয়ার ক্যামেরা সেটআপ পাওয়া যেতে পারে। এতে থাকতে পারে ৫৯-মেগাপিক্সেলের Sony LYT700C প্রাইমারি সেন্সর, ১৩-মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড শুটার এবং ডেডিকেটেড ৩-ইন-১ লাইট সেন্সর।

READ MORE:  Realme GT 8 Pro Specifications: বাজারে ঝড় তুলতে আসছে রিয়েলমির অলরাউন্ডার স্মার্টফোন, দুর্ধর্ষ ফিচার্স | Realme GT 8 Pro Snapdragon 8 Elite 2 Processor

পাওয়ার ব্যাকআপের জন্য Motorola Edge 60 স্মার্টফোনে ৬৫ ওয়াট টার্বোপাওয়ার চার্জিং সাপোর্ট সহ ৫৫০০ এমএএইচ ব্যাটারি থাকবে। ফোনটি IP68 এবং IP69 ওয়াটার ও ডাস্ট রেজিস্ট্যান্স রেটিং এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ আসতে পারে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.